খেলোয়াড়ি জীবন তো রয়েছেই, এর বাইরেও নানা ঘটনায় তারকা খেলোয়াড়দের নিয়ে অভিযোগ শোনা যায়। যার মধ্যে ধর্ষণের অভিযোগের কথা শোনা যায় বেশি। কোনো কোনো ফুটবলারের ক্যারিয়ারই যে শেষ হয়ে যায়। কারও বা ক্যারিয়ারে সামান্য বিচ্ছেদ ঘটে। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলারের বিপক্ষে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ব্রিটেনের ‘দ্য টেলিগ্রাফ’-এর গত রাতে প্রকাশিত এক সংবাদে জানা যায়, প্রিমিয়ার লিগের দুই ফুটবলার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ তা নিশ্চিত করেছেন। দুজনের বয়সই ১৯ ও খেলেন একই ক্লাবে। তবে তাঁদের নাম ও কোন ক্লাবে খেলেন তা প্রকাশ করা হয়নি। একই দেশের অন্য সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, আটককৃতদের একজনকে ক্লাবের স্টেডিয়ামে কথা বলতে শোনা গেছে। তার বিরুদ্ধে ধর্ষণে মাঠ ছাড়ার পরই আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্য ফুটবলারকে পরের দিনই গ্রেপ্তার করা হয়েছে ও পুলিশ পরে জিজ্ঞাসাবাদ করেছেন। ‘দ্য সান’ আরও জানিয়েছে, গ্রেপ্তারের ব্যাপারে খেলোয়াড়দের ক্লাব কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কারণ জিনিসটা এখন পুলিশের কাছে।
দুই ফুটবলারকে গ্রেপ্তারের কথা পুলিশ পরে নিশ্চিত করেছে। পুলিশের এক মুখপাত্র ‘দ্য সান’কে বলেন, ‘ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯ বছর বয়সী এক জনকে ধর্ষণ, শারীরিক নির্যাতনে জড়িত থাকা ও প্ররোচনা দেওয়ায় ১৯ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই বয়সের অন্য আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণে জড়িত থাকার সন্দেহে। দুজনেই জামিনে আছেন।’ শুক্রবার রাতেই এমন ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ভুক্তভোগীর আনুষ্ঠানিক অভিযোগের পরিপ্রেক্ষিতে কয়েক ঘণ্টা পরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নতুন কোনো ঘটনা নয়। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাসন গ্রিনউডের বিরুদ্ধে ওঠে ধর্ষণে অভিযোগ। এর আগে বেঞ্জামিন মেন্দির বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরে অবশ্য অভিযোগ প্রমাণিত হয়নি। ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত খেলেছিলেন মেন্দি।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
৩ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
১০ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে