
অসাধারণ এক সময়ই আল নাসরে কাটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলও চলতি মৌসুমে রয়েছে দারুণ ছন্দে। দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন তিনি। গতকাল তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে রুদ্ধশ্বাস জয় পেয়েছে আল নাসর।
সৌদি প্রো লিগে আল নাসর গতকাল খেলেছে আল তা’য়ির বিপক্ষে। প্রিন্স আব্দুল বিন মুসাইদ স্টেডিয়ামে প্রথমার্ধেই এগিয়ে যায় আল নাসর। ৩৭ মিনিটে রোনালদোর অ্যাসিস্টে গোল করেন আল নাসরের মিডফিল্ডার তালিসকা। তালিসকার গোলের চেয়েও রোনালদোর অ্যাসিস্ট ছিল চোখে লেগে থাকার মতো। বাইসাইকেল কিকে শট করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। রোনালদোর পাস থেকে আলতো ছোঁয়ায় লক্ষ্য ভেদ করেন তালিসকা।
প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে আল তা’য়ি সমতায় ফিরেছে ৭৯ মিনিটে। আব্দুররহমান আল হার্থির অ্যাসিস্টে গোল করেছেন ভার্জিল মিসিদজান। এরপর ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের গোলেই মূলত ম্যাচের ব্যবধান তৈরি করে দিয়েছে। আল তা’য়িকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। তাতে টানা ৯ ম্যাচে জয় পেয়েছেন রোনালদোরা। ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে পর্তুগিজ ফরোয়ার্ড স্ট্যাটাস দিয়েছেন, ‘আরও এক গুরুত্বপূর্ণ জয়। টানা ৯ ম্যাচ জয়। অসাধারণ খেলেছে দল। এভাবেই এগিয়ে যেতে হবে।’
২-১ গোলের জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় আল নাসর এখন ৪ নম্বরে। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। আর এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২৮ ম্যাচ খেলে রোনালদো করেছেন ২৩ গোল এবং ৭ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে এই মৌসুমে সৌদি প্রো লিগে ৭ ম্যাচে করেছেন ১০ গোল এরং অ্যাসিস্ট করেছেন ৫ গোলে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ ফরোয়ার্ড।

অসাধারণ এক সময়ই আল নাসরে কাটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলও চলতি মৌসুমে রয়েছে দারুণ ছন্দে। দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন তিনি। গতকাল তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে রুদ্ধশ্বাস জয় পেয়েছে আল নাসর।
সৌদি প্রো লিগে আল নাসর গতকাল খেলেছে আল তা’য়ির বিপক্ষে। প্রিন্স আব্দুল বিন মুসাইদ স্টেডিয়ামে প্রথমার্ধেই এগিয়ে যায় আল নাসর। ৩৭ মিনিটে রোনালদোর অ্যাসিস্টে গোল করেন আল নাসরের মিডফিল্ডার তালিসকা। তালিসকার গোলের চেয়েও রোনালদোর অ্যাসিস্ট ছিল চোখে লেগে থাকার মতো। বাইসাইকেল কিকে শট করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। রোনালদোর পাস থেকে আলতো ছোঁয়ায় লক্ষ্য ভেদ করেন তালিসকা।
প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে আল তা’য়ি সমতায় ফিরেছে ৭৯ মিনিটে। আব্দুররহমান আল হার্থির অ্যাসিস্টে গোল করেছেন ভার্জিল মিসিদজান। এরপর ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের গোলেই মূলত ম্যাচের ব্যবধান তৈরি করে দিয়েছে। আল তা’য়িকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। তাতে টানা ৯ ম্যাচে জয় পেয়েছেন রোনালদোরা। ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে পর্তুগিজ ফরোয়ার্ড স্ট্যাটাস দিয়েছেন, ‘আরও এক গুরুত্বপূর্ণ জয়। টানা ৯ ম্যাচ জয়। অসাধারণ খেলেছে দল। এভাবেই এগিয়ে যেতে হবে।’
২-১ গোলের জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় আল নাসর এখন ৪ নম্বরে। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। আর এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২৮ ম্যাচ খেলে রোনালদো করেছেন ২৩ গোল এবং ৭ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে এই মৌসুমে সৌদি প্রো লিগে ৭ ম্যাচে করেছেন ১০ গোল এরং অ্যাসিস্ট করেছেন ৫ গোলে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ ফরোয়ার্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
২ ঘণ্টা আগে