গ্লোবোর খবর যদি সত্যি হয়, তাহলে কার্লো আনচেলত্তিই হবেন নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোদের নতুন কোচ। বাজিলের গণমাধ্যমটির খবর, ২০২৪ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে বর্তমান চুক্তি শেষ হওয়ার পর ব্রাজিলের জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেবেন আনচেলত্তি।
কিছুদিন আগেই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এদনালদো রদ্রিগেজও জানিয়েছিলেন, তাঁরা আনচেলত্তির জন্য দরকার হলে কিছুদিন অপেক্ষাও করবেন। কাতার বিশ্বকাপের পর তিতে ব্রাজিল দল ছেড়ে যাওয়ার পর স্পেনে ইতালিয়ান আনচেলত্তির সঙ্গে দুই দফা বৈঠকও করেছেন বলে খবর পত্রপত্রিকার। তারপর অবশ্য ব্রাজিলের জাতীয় দলের সঙ্গে আনচেলত্তিকে জড়িয়ে অনেকবারই খবর হয়েছে। কিন্তু এবারের খবরটিকে দেখা হচ্ছে ভিন্নভাবে।
গত মৌসুমে কোপা দেল রে ও উয়েফা সুপার কাপ জিতলেও লিগ ও চ্যাম্পিয়নস লিগে শ্রেষ্ঠত্ব খুইয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের চোখে যা একটা ব্যর্থতাই। তবে রিয়াল তাঁকে আটকে রাখতে চাইবে কি না, তা নির্ভর করবে পরের মৌসুমে রিয়ালের সাফল্য-ব্যর্থতার ওপর।
কারও কারও ধারণা, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনকে কথা দিয়ে ফেলেছেন আনচেলত্তি। কিন্তু বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার ৬ মাস আগে ফিফার নিয়মে ভিন্ন কোনো ক্লাব বা জাতীয় দলের সঙ্গে চুক্তি না করার বাধ্যবাধকতা থাকায় ব্রাজিলের কোচ হওয়ার বিষয়টিকে আপাতত সামনে আনতে চাইছেন না আনচেলত্তি।
কিছুদিন আগেই খবর বেরিয়েছিল আনচেলত্তির ছেলে দাভিদ ব্রাজিলের জাতীয় দলে কোচিং স্টাফ হিসেবে যোগ দিয়েছেন। এরপরই এল ২০২৪ সালে আনচেলত্তির ব্রাজিলের কোচ হতে যাওয়ার খবর। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে এখন অনেকেরই ধারণা, আনচেলত্তিই হতে যাচ্ছেন ব্রাজিলের উত্তরসূরি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৫ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে