Ajker Patrika

‘কেউ ভালো না খেললে দোষ কি মেসির’ 

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৮: ৩৯
‘কেউ ভালো না খেললে দোষ কি মেসির’ 

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে যেন গোল করতেই ভুলে গেছেন লিওনেল মেসি। ফর্মহীনতায় ভোগা মেসিকে দেখলে পিএসজির সমর্থকেরা দেন দুয়োধ্বনি। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে অপমান করায় খেপেছেন ফ্রান্সের সাবেক ফুটবলার ইমানুয়াল পেতিত। 

গত পরশু পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানে লিওঁর মুখোমুখি হয় পিএসজি। ম্যাচ শুরুর আগে মাঠের পর্দায় মেসির নাম ভেসে উঠতেই পিএসজির সমর্থকেরা দুয়ো দিতে শুরু করেন। খেলার মাঝে বিভিন্ন সময় মেসি বল পেলেই শিস আর দুয়োধ্বনি দিচ্ছিলেন তাঁরা। সমর্থকদের এমন আচরণ মোটেও ভালো লাগেনি পেতিতের কাছে। আরএমসি স্পোর্টসকে ফ্রান্সের সাবেক এই ফুটবলার বলেছেন, ‘মেসিকে দেখে শিস দেওয়া ফুটবলের জন্যই অপমান। এই ক্লাব ছেড়ে দাও লিও। এটি কোনো ফুটবল ক্লাব নয়, বরং অবসরপূর্ব একটি ক্লাব। পিএসজিতে কেউ উন্নতি করতে পারেনি। সেই দোষ কি মেসির?’ 

জাতীয় দলের হয়ে কদিন আগে শত গোলের মাইলফলক অতিক্রম করা মেসির পিএসজির সঙ্গে জুনেই চুক্তি শেষ হবে। ফরাসি এই ক্লাবের সমর্থকদের এমন আচরণের পর ক্লাবের সঙ্গে এই তারকা ফুটবলার চুক্তি নবায়ন হয়তো নাও করতে পারেন। 

চলতি মৌসুমে লিগ ওয়ানে ২৪ ম্যাচ খেলেন মেসি। ১৩ গোল এবং সমানসংখ্যক অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। তবে চ্যাম্পিয়নস লিগে নিজের ছায়া হয়ে ছিলেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। দলের বাজে পারফরম্যান্সের সঙ্গে মেসির ছন্দহীনতায় শেষ ষোলো থেকেই ছিটকে পড়েছিল পিএসজি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত