
‘একবার না পারিলে দেখ শতবার’—কালীপ্রসন্ন ঘোষের জনপ্রিয় এই কবিতার লাইনের বাস্তব প্রমাণের চেষ্টা গতকাল করছিলেন রোমেলু লুকাকু। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির জালে বল জড়ানোর চেষ্টা তিনি করেছেন অনেকবার। তবে একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।
ম্যান সিটির বিপক্ষে গতকাল ইন্টার সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করেছে লুকাকুর ভুলেই। ৭০ মিনিটে ফেদেরিকো দিমার্কোর হেড দুর্ভাগ্যজনকভাবে সিটির গোলবারে লেগে ফেরত আসে। ফিরতি চেষ্টায় বল জড়ানোর চেষ্টা করেন দিমার্কো। ইন্টারের এই লেফট ব্যাকের সামনে এসে পড়েন লুকাকু। সমতায় ফেরার অন্যতম সহজ সুযোগ হাতছাড়া হয়েছে এখানেই। ৭৩ মিনিটে সিটির লক্ষ্য বরাবর শট করেন লুকাকু। সিটি গোলরক্ষক এদেরসন তা দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন। ৮৮ মিনিটে আরও একবার সুযোগ পেয়েছেন লুকাকু। ইন্টারের এই স্ট্রাইকারকে কাটব্যাক করে পাস দিয়েছিলেন রবিন গোসেনস। লুকাকু হেডে গোল করার চেষ্টা করলেও এদেরসনের দৃঢ়তায় তা আর সম্ভব হয়নি। আর ৯০ মিনিটে পাওয়া শেষ সুযোগটুকুও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বেলজিয়ান এই স্ট্রাইকার।
সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার ব্যর্থতা লুকাকুর কাছে নতুন কিছু নয়। ২০২২ ফুটবল বিশ্বকাপে তাঁর ভুলে বেলজিয়াম বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। বিশ্বকাপে লুকাকুর অফ ফর্মের কথাই যেন মনে করালেন মাশরাফি বিন মর্তুজা। ফাইনালের পর বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফেসবুকে লিখেছেন, ‘লুকাকু বিশ্বকাপের ফর্মই ধরে রাখল। যার কারণে বেলজিয়ামকে ভুগতে হয়েছিল। এত সহজ গোল মিস। তারপর গোলে যাওয়া বল নিজের পায়ে লাগিয়ে নিল।’
২০২২-২৩ মৌসুমে লুকাকু সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ৩৭ ম্যাচ। করেছেন ১৪ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে চ্যাম্পিয়নস লিগে করেছেন ৩ গোল।

‘একবার না পারিলে দেখ শতবার’—কালীপ্রসন্ন ঘোষের জনপ্রিয় এই কবিতার লাইনের বাস্তব প্রমাণের চেষ্টা গতকাল করছিলেন রোমেলু লুকাকু। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির জালে বল জড়ানোর চেষ্টা তিনি করেছেন অনেকবার। তবে একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।
ম্যান সিটির বিপক্ষে গতকাল ইন্টার সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করেছে লুকাকুর ভুলেই। ৭০ মিনিটে ফেদেরিকো দিমার্কোর হেড দুর্ভাগ্যজনকভাবে সিটির গোলবারে লেগে ফেরত আসে। ফিরতি চেষ্টায় বল জড়ানোর চেষ্টা করেন দিমার্কো। ইন্টারের এই লেফট ব্যাকের সামনে এসে পড়েন লুকাকু। সমতায় ফেরার অন্যতম সহজ সুযোগ হাতছাড়া হয়েছে এখানেই। ৭৩ মিনিটে সিটির লক্ষ্য বরাবর শট করেন লুকাকু। সিটি গোলরক্ষক এদেরসন তা দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন। ৮৮ মিনিটে আরও একবার সুযোগ পেয়েছেন লুকাকু। ইন্টারের এই স্ট্রাইকারকে কাটব্যাক করে পাস দিয়েছিলেন রবিন গোসেনস। লুকাকু হেডে গোল করার চেষ্টা করলেও এদেরসনের দৃঢ়তায় তা আর সম্ভব হয়নি। আর ৯০ মিনিটে পাওয়া শেষ সুযোগটুকুও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বেলজিয়ান এই স্ট্রাইকার।
সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার ব্যর্থতা লুকাকুর কাছে নতুন কিছু নয়। ২০২২ ফুটবল বিশ্বকাপে তাঁর ভুলে বেলজিয়াম বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। বিশ্বকাপে লুকাকুর অফ ফর্মের কথাই যেন মনে করালেন মাশরাফি বিন মর্তুজা। ফাইনালের পর বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফেসবুকে লিখেছেন, ‘লুকাকু বিশ্বকাপের ফর্মই ধরে রাখল। যার কারণে বেলজিয়ামকে ভুগতে হয়েছিল। এত সহজ গোল মিস। তারপর গোলে যাওয়া বল নিজের পায়ে লাগিয়ে নিল।’
২০২২-২৩ মৌসুমে লুকাকু সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ৩৭ ম্যাচ। করেছেন ১৪ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে চ্যাম্পিয়নস লিগে করেছেন ৩ গোল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
৪ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
৩২ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
১ ঘণ্টা আগে