আবাহনীর বিপক্ষে ম্যাচ খেলতে সিলেটে আসছে না মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া, সেটা জানাই ছিল। শুধু বাকি অপেক্ষা ছিল এএফসির সিদ্ধান্তের। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে এএফসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়াকওভার পেয়ে এএফসি কাপের বাছাইপর্বের পরের রাউন্ডে খেলবে আবাহনী।
আজ দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আবাহনী-ভ্যালেন্সিয়া দুই দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। ভ্যালেন্সিয়া দল না আসায় বাতিল করা হয় সংবাদ সম্মেলন। আগামীকাল এই মাঠেই হওয়ার কথা ছিল দুই দলের প্রাক-বাছাইপর্বের ম্যাচ।
তবে ভ্যালেন্সিয়া যে বাংলাদেশে আসছে না সে বিষয়টি গতকালকেই হয়ে গেছে পরিষ্কার। আর্থিক সমস্যার কারণ দেখিয়ে গতকালকে বিমানেই ওঠেননি ক্লাব ভ্যালেন্সিয়ার ফুটবলাররা। গত বছর এই প্রাক-বাছাইপর্বেই আবাহনীকে বাদ দিয়ে মালদ্বীপের আরেক দল ক্লাব ঈগলসকে বাছাইপর্ব খেলার সুযোগ দিয়েছিল। এবার মালদ্বীপেরই এক দলের বিপক্ষে প্রাক-বাছাইপর্ব না খেলে বাছাইপর্ব খেলার সুযোগ পাচ্ছে আকাশি-নীলরা।
১৯ এপ্রিলের বাছাইপর্বে কঠিন প্রতিপক্ষকেই পেতে পারে আবাহনী। আগামীকাল কলকাতায় মুখোমুখি হবে ভারতের এটিকে মোহনবাগান ও শ্রীলঙ্কার ব্লু স্টার। দুই দলের মধ্যকার জয়ী দলটাই হবে ১৯ এপ্রিল আবাহনীর প্রতিপক্ষ। সেই ম্যাচের জয়ী দল পাবে গ্রুপপর্বে খেলার টিকিট। গ্রুপে বাকি তিন দল বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৮ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে