ইউরোপের ফুটবলে বর্ণবাদী আচরণ নতুন নয়। সপ্তাহখানেক আগে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে তেমন আচরণ করেন বার্সেলোনার সমর্থকেরা। তার জন্য ৩০ হাজার ইউরো (প্রায় ৩৮ লাখ টাকা) জরিমানা গুনতে হচ্ছে কাতালান জায়ান্টদের।
বার্সাকে এই শাস্তি দিয়েছে উয়েফা। প্যারিসে বর্ণবাদী আচরণের পাশাপাশি আতশবাজি জ্বালানো ও পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে ক্ষতিসাধনের জন্য বার্সার দুই সমর্থকের ওপর এই অভিযোগ ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। এর জন্য শাস্তি পেতে হচ্ছে স্প্যানিশ ক্লাবটিকে।
সমর্থকদের এমন বর্ণবাদী আচরণের কারণে শাস্তি হিসেবে উয়েফার পরবর্তী প্রতিযোগিতায় বার্সা তাদের সমর্থকদের অ্যাওয়ে টিকিট বিক্রি করতে পারবে না। তবে নিষেধাজ্ঞাটি এক বছরের প্রাথমিক সময়ের জন্য স্থগিত করা রাখা হয়েছে। এ ছাড়া ক্ষতিপূরণের জন্য বার্সাকে অবশ্যই ৩০ দিনের মধ্যে পিএসজির সঙ্গে যোগাযোগ করতে হবে।
কোয়ার্টার ফাইনালে প্রথম লেগ ৩-২ গোলে জিতলেও গত পরশু নিজেদের মাঠে ফিরতি লেগে ৪-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে জাভির দল। আর দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে পিএসজি। আগামী ১ মে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগ খেলতে জার্মানি সফরে যাবে প্যারিসিয়ানরা।

সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
১৯ মিনিট আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
১ ঘণ্টা আগে
এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২ ঘণ্টা আগে
চিত্রনাট্যটা একই রকম। গত বিপিএলেও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ছিটকে গেছে। এবারও ঠিক একই ঘটনা ঘটেছে। পার্থক্য শুধু গত বছর খুলনা টাইগার্সের হয়ে খেলা মিরাজ এবার খেলেছেন সিলেট টাইটানসের হয়ে। সিলেটের প্রধান কোচ সোহেল ইসলামের মতে
২ ঘণ্টা আগে