
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে উন্মাদনা শুরু হয়েছে কদিন আগে থেকেই। ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলা দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে চলে আসছেন হাজার-হাজার ভক্ত-সমর্থক। কিন্তু চাইলেই তো সবাই স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন না।
বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। তবে এই ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ না থাকলেও ভক্ত-সমর্থকদের হতাশ হওয়ার সুযোগ নেই। ম্যাচের অফিশিয়াল সম্প্রচারক টি স্পোর্টস জানিয়েছে, দেশের আট জায়গায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হবে। সেই আট স্থান হচ্ছে ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, বরিশালের বেলস পার্ক, ময়মনসিংহের জেলা পরিষদ চত্বর, রংপুরের জেলা পরিষদ চত্বর, সিলেটের জিরো পয়েন্ট, রাজশাহীর নানকিং বাজার ও খুলনার শিববাড়ি মোড়।
ঢাকার রূপনগর-পল্লবী এলাকায় ১২ স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি বলেন, ‘ঢাকা-১৬ আসনের (রূপনগর ও পল্লবী থানা) ১২ স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে। সেই জায়গাগুলো হচ্ছে: ঘরোয়া মোড়, দুয়ারিপাড়া মোড়, দোরেন মোড়, ট-ব্লক মোড়, পার্ক কলোনি মোড়, মধ্য রাস্তা মোড় (সেকশন-৭, উত্তর সাইড), শহীদ আসিফ চত্বর (ধানসিঁড়ি স্কুল মোড়), মুসলিম বাজার ঈদগাহ মাঠ, শহীদ জিয়া মহিলা কলেজ (ই ব্লক মোড়), লালমাটিয়া স্ট্যান্ড (বাউনিয়াবাদ, মিরপুর-১১ মোড়), আলুবদি পুরাতন স্ট্যান্ড-আমতলা ও বায়তুল আমান জামে মসজিদ মোড় (১১/সি, পল্লবী)।’
সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে বাংলাদেশ ফুটবল দল নিজেদের ঝালিয়ে নিয়েছে দারুণভাবে। ৪ জুন জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জেতে বাংলাদেশ। ৬ ও ৪৯ মিনিটে হামজা ও সোহেল রানা গোল করেন। যেখানে জামালের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন হামজা। গোলের পর হামজার উচ্ছ্বাস ছিল দেখার মতো। আর সোহেল দূরপাল্লার শটে চোখধাঁধানো এক গোল করেন।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। প্রত্যেকেরই পয়েন্ট ১। চার দলের কেউই কোনো গোল দিতে পারেনি টুর্নামেন্টে। বাংলাদেশ অবস্থান করছে পয়েন্ট তালিকার শীর্ষে। দুই, তিন ও চারে অবস্থান করছে হংকং, ভারত ও সিঙ্গাপুর। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রত্যেক গ্রুপ থেকে এক নম্বর দলই উঠবে মূলপর্বে।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে