
রেকর্ড গড়তে মুলতানে পাকিস্তানের দরকার ছিল ১৫৭ রান, ৬ উইকেট। ম্যাচের বাকি দুই দিন। তবে শেষ হাসি হাসতে পারল না পাকিস্তান। পেন্ডুলামের মতো দুলতে থাকা দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ২৬ রানে হারিয়েছে ইংল্যান্ড। তাতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংলিশরা।
৩৫৫ রানের লক্ষ্যে নামা পাকিস্তান ৪ উইকেটে ১৯৮ রানে গতকাল তৃতীয় দিনের খেলা শেষ করেছিল। ১২ রান যোগ করতেই পাকিস্তান তাদের পঞ্চম উইকেট হারায়। ১০ রান করা ফাহিম আশরাফের উইকেট তুলে নেন জো রুট। ফাহিমের বিদায়ের পর উইকেটে আসেন মোহাম্মদ নওয়াজ। নওয়াজকে নিয়ে ইংলিশ বোলারদের ওপর চড়াও হন সৌদ শাকিল। ষষ্ঠ উইকেটে নওয়াজ-শাকিল যোগ করেন ৮০ রান। ৪৫ রান করা নওয়াজকে আউট করে এই জুটি ভাঙেন মার্ক উড।
নওয়াজের পর শাকিলকেও দ্রুত ড্রেসিংরুমের পথ দেখান উড। মাত্র ৬ রানের জন্য টেস্টের প্রথম সেঞ্চুরি মিস করেন শাকিল। আবরার আহমেদ এসে পাকিস্তানের পালে হাওয়া দিচ্ছিলেন। তবে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি তিনি। ১২ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেন পাকিস্তানের এই টেলএন্ডার ব্যাটার। এরপর পাকিস্তান অলআউট হয়ে যায় ৩২৮ রানে। এক দিন আগেই ম্যাচ জেতে ইংলিশরা। পাকিস্তানের এই ইনিংসের সর্বোচ্চ ৯৪ রান করেন শাকিল। ইংলিশ বোলারদের মধ্যে এই ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নেন উড।
ম্যাচসেরা হয়েছেন হ্যারি ব্রুক। দুই ইনিংস মিলে করেছেন ১১৭ রান। যেখানে দ্বিতীয় ইনিংসে ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেন। যা এই ইংলিশ ব্যাটারের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ২৮১ রানে অলআউট হয় ইংল্যান্ড। এরপর পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২০২ রানে। দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ২৭৫ রান করেছিল ইংল্যান্ড।

রেকর্ড গড়তে মুলতানে পাকিস্তানের দরকার ছিল ১৫৭ রান, ৬ উইকেট। ম্যাচের বাকি দুই দিন। তবে শেষ হাসি হাসতে পারল না পাকিস্তান। পেন্ডুলামের মতো দুলতে থাকা দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ২৬ রানে হারিয়েছে ইংল্যান্ড। তাতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংলিশরা।
৩৫৫ রানের লক্ষ্যে নামা পাকিস্তান ৪ উইকেটে ১৯৮ রানে গতকাল তৃতীয় দিনের খেলা শেষ করেছিল। ১২ রান যোগ করতেই পাকিস্তান তাদের পঞ্চম উইকেট হারায়। ১০ রান করা ফাহিম আশরাফের উইকেট তুলে নেন জো রুট। ফাহিমের বিদায়ের পর উইকেটে আসেন মোহাম্মদ নওয়াজ। নওয়াজকে নিয়ে ইংলিশ বোলারদের ওপর চড়াও হন সৌদ শাকিল। ষষ্ঠ উইকেটে নওয়াজ-শাকিল যোগ করেন ৮০ রান। ৪৫ রান করা নওয়াজকে আউট করে এই জুটি ভাঙেন মার্ক উড।
নওয়াজের পর শাকিলকেও দ্রুত ড্রেসিংরুমের পথ দেখান উড। মাত্র ৬ রানের জন্য টেস্টের প্রথম সেঞ্চুরি মিস করেন শাকিল। আবরার আহমেদ এসে পাকিস্তানের পালে হাওয়া দিচ্ছিলেন। তবে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি তিনি। ১২ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেন পাকিস্তানের এই টেলএন্ডার ব্যাটার। এরপর পাকিস্তান অলআউট হয়ে যায় ৩২৮ রানে। এক দিন আগেই ম্যাচ জেতে ইংলিশরা। পাকিস্তানের এই ইনিংসের সর্বোচ্চ ৯৪ রান করেন শাকিল। ইংলিশ বোলারদের মধ্যে এই ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নেন উড।
ম্যাচসেরা হয়েছেন হ্যারি ব্রুক। দুই ইনিংস মিলে করেছেন ১১৭ রান। যেখানে দ্বিতীয় ইনিংসে ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেন। যা এই ইংলিশ ব্যাটারের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ২৮১ রানে অলআউট হয় ইংল্যান্ড। এরপর পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২০২ রানে। দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ২৭৫ রান করেছিল ইংল্যান্ড।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৯ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে