ম্যানচেস্টার সিটির সামনে আজ ট্রেবল জয়ের হাতছানি। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি। এই ফাইনালে ভক্তদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন পেপ গার্দিওলা।
চ্যাম্পিয়নস লিগের আবহ সংগীতে গান নিয়ে ম্যানচেস্টার সিটির সমর্থকদের দুয়োধ্বনির ঘটনা অবশ্য ১০ বছরেরও বেশি পুরোনো। ২০১১-১২ মৌসুমে ইউরোপা লিগে পোর্তো ভক্তরা মারিও বালোতেল্লিকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছিলেন। পোর্তোকে তখন ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল, বাংলাদেশি মুদ্রায় তা ২৩ লাখ ২৭ হাজার টাকা। এরপর স্পোর্টিং লিসবনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের অ্যাওয়ে ম্যাচে ম্যান সিটিকে ৩০ হাজার ইউরো (৩৫ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। এরপর থেকেই চ্যাম্পিয়নস লিগ মানেই সিটি সমর্থকদের দুয়োধ্বনি। ইস্তাম্বুলের ফাইনালের আগে যেন সেই ব্যপারটি আরও একবার মনে করিয়ে দিলেন। সংবাদ সম্মেলনে সিটি কোচ বলেন, ‘এই দিনটা আসলেই উদযাপনের দিন। ইন্টার এবং সিটির ভক্তদের কাছে আজ খুশির দিন। উদযাপন হবেই। দারুণ এই প্রতিযোগিতা আয়োজন করে উয়েফা। তারা যা করছে, তাদের নিঃশর্তভাবে সমর্থন করা উচিত। আগে যা হওয়ার তা হয়ে গেছে। আমরা আর উপহাস করব না।’
হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ-যেকোনো একজন আজ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গড়বেন ইতিহাস। দশম ফুটবলার হিসেবে এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগের ‘ডাবল’ জেতার রেকর্ড গড়বেন যেকোনো এক আর্জেন্টাইন। গত বছরের ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলে ছিলেন আলভারেজ ও মার্তিনেজ। আর আলভারেজ জিতলে তো কোয়াড্রুপল জিতবেন।

দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৮ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
২ ঘণ্টা আগে