
ঢাকা : সংশয়ের মেঘটা যেন কিছুতেই সরছিল না কোপা আমেরিকার ওপর থেকে। রাজনৈতিক অস্থিরতা আর করোনার বলি হয়ে ফুটবলের সূচি থেকে লাতিন আমেরিকা শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টটি আবার পিছিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল। শেষ মুহূর্তে আদালতে গড়িয়ে সাম্বার দেশ ব্রাজিলে আজ শুরু হচ্ছে কোপার ৪৮তম আসর।
মাঠের বাইরের সব প্রশ্নের উত্তর মিলিয়ে যেভাবেই হোক আয়োজকেরা খেলাটা মাঠে নিচ্ছেন। খেলা মাঠে গড়ানোর পর সবচেয়ে ধাঁধাটা মেলাতে হবে লিওনেল মেসিকে। দুই দশকের ফুটবল ক্যারিয়ারটা যাঁর এত মণিমুক্তায় পূর্ণ, সেই মেসির এখনো জেতা হয়নি দেশের হয়ে বড় কোনো শিরোপা। অনেকে এই কোপাকেই দেখছেন মেসির শেষ সুযোগ। আকাশি জার্সিটা নিয়ে তাঁর যে হাহাকার, সেটি দূর করার সুযোগ। মেসির চাওয়াটা পূর্ণ হওয়ার পথে সবচেয়ে বড় বাধা দিতে পারেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ কিংবা সাবেক বার্সা সতীর্থ নেইমার! সুয়ারেজও চাইবেন তাঁর শেষটা রাঙাতে। আর নেইমার চাইবেন শিরোপাটা ধরে রাখতে। ইউরোর এই ডামাডোলে তাই চোখ রাখতে হবে আটলান্টিকের ওপারে বসতে যাওয়া লাতিন ফুটবল উৎসবেও।
চিরায়ত প্রথা ভেঙেই শুরু হচ্ছে কোপা। ১২ দলের টুর্নামেন্টটি তিন গ্রুপে হয়ে আসছিল। এবার দুটি গ্রুপে ভাগ হয়ে হবে। ‘এ’ গ্রুপে আজ ব্রাজিলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ব্রাজিল-ভেনেজুয়েলার সঙ্গে আছে কলম্বিয়া, ইকুয়েডর আর পেরু। ‘বি’ গ্রুপে ব্রাজিলের প্রতিবেশী আর্জেন্টিনার সঙ্গে আছে বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে আর উরুগুয়ে।
ফেবারিট তকমা নিয়েই এবারও কোপা শুরু করবে গত ১৩ আসরের ৬টি শিরোপা ঘরে তোলা ব্রাজিল। নেইমারদের আরও আত্মবিশ্বাসী করছে গত এক সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বের দুটিতেই জয়। অতিরিক্ত আক্রমণাত্মক কিংবা অতিরিক্ত রক্ষণ কৌশলে না গিয়ে দুটোর মাঝামাঝি সমন্বয় রেখে শিরোপা জয়ের ছক আঁকছেন তিতে।
টুর্নামেন্টের স্বাগতিক না হওয়া আর্জেন্টিনা আছে ব্রাজিলের বিপরীত মেরুতে। করোনা বিরতির পর বিশ্বকাপ বাছাইপর্বে দুই ম্যাচে জিততে পারেনি আর্জেন্টিনা। চিলি আর কলম্বিয়ার বিপক্ষে দুই ম্যাচেই ড্র নিয়ে সন্তুষ্ট থাকেন মেসিরা। তাঁদের সামনে আরেকটা সুযোগ এসেছে দেশের হয়ে একটা শিরোপা জেতার। একসময় কোপাকে নিজেদের ‘সম্পত্তি’ বানিয়ে ফেলা আলবিসেলেস্তরা ১৯৯৩ সালে শেষবার কোপার শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছিলেন। ৩৩ বছর বয়সী মেসি দেশের হয়ে শিরোপা জেতার আর হয়তো বেশি সুযোগ পাবেন না। ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করতে না পারলেও এটাকেই সুযোগ হিসেবে দেখছেন আর্জেন্টিনা কোচ লিওলেন স্কালোনি। তবে কোপায় তাঁর দল নিয়ে সমালোচনা এড়াতে পারছেন না ৪৩ বছর বয়সী এই কোচ। নড়বড়ে রক্ষণে স্কোয়াডে রাখেননি ভিয়ারিয়াল ডিফেন্ডার হুয়ান ফয়েতকে।
কোপার সবচেয়ে সফল দল উরুগুয়ে। প্রতিযোগিতার সর্বোচ্চ ১৫টি শিরোপা জিতেছে উরুগুয়ে। ব্রাজিল-আর্জেন্টিনার নজর থাকবে সুয়ারেজদের দিকে। ৭৪ বছর বয়সী উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ এবার শিরোপা জিততে ভীষণ আত্মবিশ্বাসী। আক্রমণে সুয়ারেজের সঙ্গে আছেন ইগনাসিও রামিরেজ, জোনাথন গঞ্জালেস। ৩৪ বছর বয়সী সুয়ারেজও চাইবেন ২০১১ কোপার পুনরাবৃত্তি করতে।
শিরোপা যাঁদেরই হাতে উঠুক, আগামী এক মাস ফুটবল সৌন্দর্যে ডুবে থাকার অপূর্ব সুযোগ দর্শকদের। এবার যে একই সময়ে হচ্ছে ইউরো আর কোপা। বিশ্বকাপ ফুটবল বাদে এমন বৃহৎ ফুটবল উৎসবে ডুবে থাকার সুযোগ কবে মিলেছে?

ঢাকা : সংশয়ের মেঘটা যেন কিছুতেই সরছিল না কোপা আমেরিকার ওপর থেকে। রাজনৈতিক অস্থিরতা আর করোনার বলি হয়ে ফুটবলের সূচি থেকে লাতিন আমেরিকা শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টটি আবার পিছিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল। শেষ মুহূর্তে আদালতে গড়িয়ে সাম্বার দেশ ব্রাজিলে আজ শুরু হচ্ছে কোপার ৪৮তম আসর।
মাঠের বাইরের সব প্রশ্নের উত্তর মিলিয়ে যেভাবেই হোক আয়োজকেরা খেলাটা মাঠে নিচ্ছেন। খেলা মাঠে গড়ানোর পর সবচেয়ে ধাঁধাটা মেলাতে হবে লিওনেল মেসিকে। দুই দশকের ফুটবল ক্যারিয়ারটা যাঁর এত মণিমুক্তায় পূর্ণ, সেই মেসির এখনো জেতা হয়নি দেশের হয়ে বড় কোনো শিরোপা। অনেকে এই কোপাকেই দেখছেন মেসির শেষ সুযোগ। আকাশি জার্সিটা নিয়ে তাঁর যে হাহাকার, সেটি দূর করার সুযোগ। মেসির চাওয়াটা পূর্ণ হওয়ার পথে সবচেয়ে বড় বাধা দিতে পারেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ কিংবা সাবেক বার্সা সতীর্থ নেইমার! সুয়ারেজও চাইবেন তাঁর শেষটা রাঙাতে। আর নেইমার চাইবেন শিরোপাটা ধরে রাখতে। ইউরোর এই ডামাডোলে তাই চোখ রাখতে হবে আটলান্টিকের ওপারে বসতে যাওয়া লাতিন ফুটবল উৎসবেও।
চিরায়ত প্রথা ভেঙেই শুরু হচ্ছে কোপা। ১২ দলের টুর্নামেন্টটি তিন গ্রুপে হয়ে আসছিল। এবার দুটি গ্রুপে ভাগ হয়ে হবে। ‘এ’ গ্রুপে আজ ব্রাজিলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ব্রাজিল-ভেনেজুয়েলার সঙ্গে আছে কলম্বিয়া, ইকুয়েডর আর পেরু। ‘বি’ গ্রুপে ব্রাজিলের প্রতিবেশী আর্জেন্টিনার সঙ্গে আছে বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে আর উরুগুয়ে।
ফেবারিট তকমা নিয়েই এবারও কোপা শুরু করবে গত ১৩ আসরের ৬টি শিরোপা ঘরে তোলা ব্রাজিল। নেইমারদের আরও আত্মবিশ্বাসী করছে গত এক সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বের দুটিতেই জয়। অতিরিক্ত আক্রমণাত্মক কিংবা অতিরিক্ত রক্ষণ কৌশলে না গিয়ে দুটোর মাঝামাঝি সমন্বয় রেখে শিরোপা জয়ের ছক আঁকছেন তিতে।
টুর্নামেন্টের স্বাগতিক না হওয়া আর্জেন্টিনা আছে ব্রাজিলের বিপরীত মেরুতে। করোনা বিরতির পর বিশ্বকাপ বাছাইপর্বে দুই ম্যাচে জিততে পারেনি আর্জেন্টিনা। চিলি আর কলম্বিয়ার বিপক্ষে দুই ম্যাচেই ড্র নিয়ে সন্তুষ্ট থাকেন মেসিরা। তাঁদের সামনে আরেকটা সুযোগ এসেছে দেশের হয়ে একটা শিরোপা জেতার। একসময় কোপাকে নিজেদের ‘সম্পত্তি’ বানিয়ে ফেলা আলবিসেলেস্তরা ১৯৯৩ সালে শেষবার কোপার শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছিলেন। ৩৩ বছর বয়সী মেসি দেশের হয়ে শিরোপা জেতার আর হয়তো বেশি সুযোগ পাবেন না। ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করতে না পারলেও এটাকেই সুযোগ হিসেবে দেখছেন আর্জেন্টিনা কোচ লিওলেন স্কালোনি। তবে কোপায় তাঁর দল নিয়ে সমালোচনা এড়াতে পারছেন না ৪৩ বছর বয়সী এই কোচ। নড়বড়ে রক্ষণে স্কোয়াডে রাখেননি ভিয়ারিয়াল ডিফেন্ডার হুয়ান ফয়েতকে।
কোপার সবচেয়ে সফল দল উরুগুয়ে। প্রতিযোগিতার সর্বোচ্চ ১৫টি শিরোপা জিতেছে উরুগুয়ে। ব্রাজিল-আর্জেন্টিনার নজর থাকবে সুয়ারেজদের দিকে। ৭৪ বছর বয়সী উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ এবার শিরোপা জিততে ভীষণ আত্মবিশ্বাসী। আক্রমণে সুয়ারেজের সঙ্গে আছেন ইগনাসিও রামিরেজ, জোনাথন গঞ্জালেস। ৩৪ বছর বয়সী সুয়ারেজও চাইবেন ২০১১ কোপার পুনরাবৃত্তি করতে।
শিরোপা যাঁদেরই হাতে উঠুক, আগামী এক মাস ফুটবল সৌন্দর্যে ডুবে থাকার অপূর্ব সুযোগ দর্শকদের। এবার যে একই সময়ে হচ্ছে ইউরো আর কোপা। বিশ্বকাপ ফুটবল বাদে এমন বৃহৎ ফুটবল উৎসবে ডুবে থাকার সুযোগ কবে মিলেছে?

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
২৯ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৬ ঘণ্টা আগে