
পিএসজির সঙ্গে বেশ কিছু বিষয়ে বনিবনা হচ্ছে না বলে লিওনেল মেসি ক্লাব ছাড়বেন এটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। তবে গত পরশুর নিষেধাজ্ঞা তাঁর ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় তাঁকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেওয়ায় মৌসুম শেষেই ক্লাব ছাড়বেন আর্জেন্টাইন তারকা।
পিএসজির সঙ্গে সম্পর্ক ছেদের বিষয় নিশ্চিত হলেও এখন প্রশ্ন হচ্ছে, মেসি যাবেন কোথায়? নিজেদের ঘরের ছেলেকে ফেরাতে অনেক দিন ধরেই চেষ্টা করছে বার্সেলোনা। ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তা, কোচ জাভি হার্নান্দেজসহ দলের খেলোয়াড়েরা তাঁকে আবারও পেতে উদ্গ্রীব। মেসিও ফিরতে চান প্রিয় ক্লাবে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে লা লিগার বেতনকাঠামো। ফলে বার্সায় তাঁর ফেরার বিষয়টা এখনো জটিল রয়েছে।
অন্যদিকে মেসিকে পেতে আগ্রহ দেখিয়েছে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামি। আর্জেন্টাইন তারকাকে দলের অর্ধেক মালিকানা দিয়েও দলে ভেড়াতে রাজি আছেন ডেভিড বেকহাম—এমনটাও শোনা যাচ্ছে। কিছুদিন আগে পিএসজিতে এসে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর সঙ্গেও দেখা করেছেন সাবেক ইংল্যান্ড কিংবদন্তি। তবে সেটা চুক্তির বিষয়ে কি না, তা জানা যায়নি। অন্য ক্লাবের সঙ্গে মেসির গুঞ্জন যতটা আলোচনায় আসে ঠিক ততটা অবশ্য মিয়ামির ক্ষেত্রে আসে না।
আর সর্বশেষ যে ক্লাবের নাম এসেছে, তা হচ্ছে যে দেশে গিয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন মেসি। সৌদি আরবের ক্লাব তাঁকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে দলে ভেড়াতে চায়। ইতিমধ্যে বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬১৯ কোটি টাকার প্রস্তাবও দিয়েছে সৌদির ক্লাবটি। বিষয়টি নিশ্চিত করেছিলেন দলবদল সংবাদে নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
আল হিলালের বিষয়ে কোনো জবাব না দিলেও মেসির এই সফর নতুন করে সৌদি প্রো লিগে যাওয়ার গুঞ্জনকেই উসকে দিল। আগামী জুনে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হবে তাঁর। স্প্যানিশ রেডিও স্টেশন ওন্দা সেরোর বরাতে গতকাল ফোর্বসও তেমনটিই জানিয়েছে, সৌদির ক্লাব আল-হিলালে যোগ দিতে পারেন মেসি। বার্সেলোনায় ফেরার সম্ভাবনা কম তাঁর। আবার সৌদি আরবের পর্যটন শুভেচ্ছাদূতও তিনি। এটা যদি সত্যি হয়, তাহলে আবারও দেখা হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর। সৌদির আরেক ক্লাব আল-নাসরে এ মৌসুম থেকেই খেলছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী।
নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো শৃঙ্খলা ভঙ্গের দায়ে এমন শাস্তি পেয়েছেন মেসি। বরাবরই যিনি ক্লাবের নিয়মের বাইরে যান না, এবার সেই তিনি এমন শৃঙ্খলার বেড়া ভাঙলেন। এমন কিছু করার পেছনে হয়তো ক্লাবের কোনো কিছুতে অসন্তুষ্ট তিনি। সে যাই হোক, এ মৌসুমেই যে পিএসজি ছাড়ছেন তা নিশ্চিত।

পিএসজির সঙ্গে বেশ কিছু বিষয়ে বনিবনা হচ্ছে না বলে লিওনেল মেসি ক্লাব ছাড়বেন এটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। তবে গত পরশুর নিষেধাজ্ঞা তাঁর ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় তাঁকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেওয়ায় মৌসুম শেষেই ক্লাব ছাড়বেন আর্জেন্টাইন তারকা।
পিএসজির সঙ্গে সম্পর্ক ছেদের বিষয় নিশ্চিত হলেও এখন প্রশ্ন হচ্ছে, মেসি যাবেন কোথায়? নিজেদের ঘরের ছেলেকে ফেরাতে অনেক দিন ধরেই চেষ্টা করছে বার্সেলোনা। ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তা, কোচ জাভি হার্নান্দেজসহ দলের খেলোয়াড়েরা তাঁকে আবারও পেতে উদ্গ্রীব। মেসিও ফিরতে চান প্রিয় ক্লাবে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে লা লিগার বেতনকাঠামো। ফলে বার্সায় তাঁর ফেরার বিষয়টা এখনো জটিল রয়েছে।
অন্যদিকে মেসিকে পেতে আগ্রহ দেখিয়েছে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামি। আর্জেন্টাইন তারকাকে দলের অর্ধেক মালিকানা দিয়েও দলে ভেড়াতে রাজি আছেন ডেভিড বেকহাম—এমনটাও শোনা যাচ্ছে। কিছুদিন আগে পিএসজিতে এসে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর সঙ্গেও দেখা করেছেন সাবেক ইংল্যান্ড কিংবদন্তি। তবে সেটা চুক্তির বিষয়ে কি না, তা জানা যায়নি। অন্য ক্লাবের সঙ্গে মেসির গুঞ্জন যতটা আলোচনায় আসে ঠিক ততটা অবশ্য মিয়ামির ক্ষেত্রে আসে না।
আর সর্বশেষ যে ক্লাবের নাম এসেছে, তা হচ্ছে যে দেশে গিয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন মেসি। সৌদি আরবের ক্লাব তাঁকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে দলে ভেড়াতে চায়। ইতিমধ্যে বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬১৯ কোটি টাকার প্রস্তাবও দিয়েছে সৌদির ক্লাবটি। বিষয়টি নিশ্চিত করেছিলেন দলবদল সংবাদে নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
আল হিলালের বিষয়ে কোনো জবাব না দিলেও মেসির এই সফর নতুন করে সৌদি প্রো লিগে যাওয়ার গুঞ্জনকেই উসকে দিল। আগামী জুনে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হবে তাঁর। স্প্যানিশ রেডিও স্টেশন ওন্দা সেরোর বরাতে গতকাল ফোর্বসও তেমনটিই জানিয়েছে, সৌদির ক্লাব আল-হিলালে যোগ দিতে পারেন মেসি। বার্সেলোনায় ফেরার সম্ভাবনা কম তাঁর। আবার সৌদি আরবের পর্যটন শুভেচ্ছাদূতও তিনি। এটা যদি সত্যি হয়, তাহলে আবারও দেখা হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর। সৌদির আরেক ক্লাব আল-নাসরে এ মৌসুম থেকেই খেলছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী।
নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো শৃঙ্খলা ভঙ্গের দায়ে এমন শাস্তি পেয়েছেন মেসি। বরাবরই যিনি ক্লাবের নিয়মের বাইরে যান না, এবার সেই তিনি এমন শৃঙ্খলার বেড়া ভাঙলেন। এমন কিছু করার পেছনে হয়তো ক্লাবের কোনো কিছুতে অসন্তুষ্ট তিনি। সে যাই হোক, এ মৌসুমেই যে পিএসজি ছাড়ছেন তা নিশ্চিত।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১২ ঘণ্টা আগে