নিজস্ব প্রতিবেদক

ঢাকা: কাল ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতবে, এমন আশা হয়তো কেউ করেনি। ম্যাচটা জামালরা জেতেনি। কিন্তু শেষ ১০ মিনিটে দারুণ এক লড়াইয়ের পর যে ড্র এসেছে সেটিও জয়ের চেয়ে কোনো অংশে কম নয়। আফগানিস্তানের বিপক্ষে জয়ের সমান ড্র থেকে পাওয়া সাহসটা তপু-জিকোরা কাজে লাগাতে চান ভারত ম্যাচে। বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের পরের ম্যাচ ভারতের বিপক্ষে ৭ জুন।
দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের ৪৮ মিনিটে পিছিয়ে পড়েও তপু বর্মণের গোলে আফগানিস্তানকে রুখে দিয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে ৩৫ ধাপ এগিয়ে থাকা আফগানদের বিপক্ষে এই ড্রয়ের পুরো কৃতিত্বটাই শিষ্যদের দিয়েছেন বাংলাদেশ কোচ জেমি ডে। ম্যাচের প্রথমার্ধে প্রায় পুরোটা সময় আফগানদের ছায়ায় ঢাকা পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই হজম করে গোল। সেই গোলের পর থেকে খেলার ধরন পাল্টেছে বাংলাদেশ। রক্ষণের খোলস থেকে বের হয়ে জামাল ভূঁইয়ারা হয়েছেন আক্রমণাত্মক। যে পাঁচ খেলোয়াড় বদলেছেন বাংলাদেশ কোচ জেমি, তিনজনই আক্রমণভাগের খেলোয়াড়। শেষদিকে আফগানদের রক্ষণাত্মক কৌশলে ঢুকে যাওয়ার সুযোগটাই নিয়েছে বাংলাদেশ।
ম্যাচের শেষ ২০ মিনিটকে নিজেদের সেরা সময় বলছেন জেমি। ওই সময়ের সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত বলে মনে করেন বাংলাদেশ কোচ, ‘শেষ ২০ মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল। ভাগ্য আরেকটু সহায় হলে ম্যাচের ফলটা আমাদের পক্ষে থাকতে পারত। আমাদের প্রস্তুতির ঘাটতি ছিল। যে ফল হয়েছে তাতে আমরা খুশি।’
আফগানিস্তানের বিপক্ষে ড্র ভারত ম্যাচের আগে বাড়তি সাহস জোগাবে বলে মনে করেন জেমি ডে। ম্যাচের নায়ক তপুও কোচের কথার সঙ্গে একমত, ‘আমরা ইতিবাচক ছিলাম। পরের ম্যাচেও আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই নামব। আফগানিস্তান ম্যাচ থেকে আমরা যে সাহস পেয়েছি, সেটা কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে জিততে চাই।’

ঢাকা: কাল ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতবে, এমন আশা হয়তো কেউ করেনি। ম্যাচটা জামালরা জেতেনি। কিন্তু শেষ ১০ মিনিটে দারুণ এক লড়াইয়ের পর যে ড্র এসেছে সেটিও জয়ের চেয়ে কোনো অংশে কম নয়। আফগানিস্তানের বিপক্ষে জয়ের সমান ড্র থেকে পাওয়া সাহসটা তপু-জিকোরা কাজে লাগাতে চান ভারত ম্যাচে। বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের পরের ম্যাচ ভারতের বিপক্ষে ৭ জুন।
দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের ৪৮ মিনিটে পিছিয়ে পড়েও তপু বর্মণের গোলে আফগানিস্তানকে রুখে দিয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে ৩৫ ধাপ এগিয়ে থাকা আফগানদের বিপক্ষে এই ড্রয়ের পুরো কৃতিত্বটাই শিষ্যদের দিয়েছেন বাংলাদেশ কোচ জেমি ডে। ম্যাচের প্রথমার্ধে প্রায় পুরোটা সময় আফগানদের ছায়ায় ঢাকা পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই হজম করে গোল। সেই গোলের পর থেকে খেলার ধরন পাল্টেছে বাংলাদেশ। রক্ষণের খোলস থেকে বের হয়ে জামাল ভূঁইয়ারা হয়েছেন আক্রমণাত্মক। যে পাঁচ খেলোয়াড় বদলেছেন বাংলাদেশ কোচ জেমি, তিনজনই আক্রমণভাগের খেলোয়াড়। শেষদিকে আফগানদের রক্ষণাত্মক কৌশলে ঢুকে যাওয়ার সুযোগটাই নিয়েছে বাংলাদেশ।
ম্যাচের শেষ ২০ মিনিটকে নিজেদের সেরা সময় বলছেন জেমি। ওই সময়ের সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত বলে মনে করেন বাংলাদেশ কোচ, ‘শেষ ২০ মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল। ভাগ্য আরেকটু সহায় হলে ম্যাচের ফলটা আমাদের পক্ষে থাকতে পারত। আমাদের প্রস্তুতির ঘাটতি ছিল। যে ফল হয়েছে তাতে আমরা খুশি।’
আফগানিস্তানের বিপক্ষে ড্র ভারত ম্যাচের আগে বাড়তি সাহস জোগাবে বলে মনে করেন জেমি ডে। ম্যাচের নায়ক তপুও কোচের কথার সঙ্গে একমত, ‘আমরা ইতিবাচক ছিলাম। পরের ম্যাচেও আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই নামব। আফগানিস্তান ম্যাচ থেকে আমরা যে সাহস পেয়েছি, সেটা কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে জিততে চাই।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে