বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বড় অঙ্কের জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত ৬ জুন ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচে খেলা চলাকালীন দর্শক ঢুকে পড়েছিল মাঠে। শৃঙ্খলাভঙ্গের এ ঘটনায় বাফুফেকে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে সংস্থাটি। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ২০ লাখ টাকা।
জরিমানা প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেছেন, ‘১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে। নিয়ম অনুযায়ী জরিমানা করার ১ মাসের মধ্যে এই অর্থ জমা দিতে হয় ফিফাকে। আমাদের আরও আগে জানানো হয়েছিল, দেশের পরিস্থিতি ভালো ছিল না, যাতে অন্য দিকে না যায়, এ জন্য আমরা একটু পরে জানিয়েছি।’
এর আগে এ বছরের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ের আরও তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের কারণে ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ বাফুফেকে জরিমানা গুনতে হয়েছিল বাফুফেকে। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ৩৯ লাখ টাকা। অস্ট্রেলিয়া ম্যাচে মাঠে দর্শক ঢুকে যাওয়ার ব্যাপারটা ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে ভালোভাবে নেয়নি ফিফা। ফলে ফিফার ডিসিপ্লিনারি কমিটি ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে এবার।
ফিফার আচরণবিধির ১৭ নম্বর ধারা ভঙ্গ হয়েছে বলে রায় দিয়েছে শৃঙ্খলা কমিটি। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তার আগে মেলবোর্নে দুই দলের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জেতে ৭-০ গোল ব্যবধানে।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে