
কিলিয়ান এমবাপ্পের জন্য গতকালের রাতটা ছিল বিশেষ। এত দিন ফ্রান্সের আক্রমণভাগের নেতা হলেও গতকাল দলটির নেতা হিসেবে অভিষেক হয়েছে তাঁর। বিশেষ দিনটিও রাঙিয়েছেন জোড়া গোল করে।
অভিষেক দিনটা যেন বিশ্বকাপে যেভাবে শেষ করেছিলেন ঠিক সেভাবেই শুরু করেছেন এমবাপ্পে। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি শুটটিসহ ৪ গোল করেছিলেন তিনি। গতকাল ইউরো বাছাইয়ে সেদিনের অর্ধেক গোল করেছেন। নেতৃত্বের শুরুটাও সামনে থেকে দুর্দান্ত করলেন।
নিজেদের মাঠ স্টাডে ডি ফ্রান্সের জোড়া গোলে করিম বেনজামাকে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে। ফরাসিদের সর্বোচ্চ গোলের তালিকায় ৩৮ গোলে গতকাল পাঁচে উঠে এসেছেন ২৪ বছর বয়সী স্ট্রাইকার। পূর্বসূরির কীর্তি পেছনে ফেলতে ৬৬ ম্যাচ খেলেছেন পিএসজি তারকা।
এত দিন ৯৭ ম্যাচে ৩৭ গোলে পাঁচে ছিলেন বেনজামা। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারকে পেছনে ফেললেও সর্বোচ্চ গোলদাতা হতে হলে আরও লম্বা পথ পাড়ি দিতে হবে এমবাপ্পেকে। তবে যেভাবে দুর্দান্ত ছন্দে আছেন, ক্যারিয়ার শেষে নিশ্চয়ই সবাইকে ছাড়িয়ে যাবেন তিনি। বর্তমানে ১২০ ম্যাচে ৫৩ গোলে শীর্ষে আছেন তাঁরই সতীর্থ অলিভিয়ের জিরু।
নেদারল্যান্ডসকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে ফ্রান্সের হয়ে এমবাপ্পের জোড়া গোলের সঙ্গে একটি করে গোল করেছেন আঁতোয়ান গ্রিজমান এবং দায়োত উপামেকানো। গোল উৎসবের শুরুটা করেছিলেন গ্রিজমান।
গ্রিজমানের ১ মিনিট ৫৫ সেকেন্ডের গোলটিকে বলা হচ্ছে ২০০৬ সালের ১১ অক্টোবরের পর ফ্রান্সের হয়ে সবচেয়ে দ্রুততম গোল। এই মিডফিল্ডারের আগে সর্বশেষ দ্রুততম গোলটি করেছিল ৩৭ সেকেন্ডে লুইস সাহা। এই গোলে সর্বোচ্চ গোলের সংখ্যাটাও বাড়িয়ে নিয়েছেন তিনি। বর্তমানে ১১৮ ম্যাচে ৪৩ গোলে ফ্রান্সের সর্বোচ্চ গোলের তালিকায় তিনে আছেন আতলেতিকো মাদ্রিদ তারকা।

কিলিয়ান এমবাপ্পের জন্য গতকালের রাতটা ছিল বিশেষ। এত দিন ফ্রান্সের আক্রমণভাগের নেতা হলেও গতকাল দলটির নেতা হিসেবে অভিষেক হয়েছে তাঁর। বিশেষ দিনটিও রাঙিয়েছেন জোড়া গোল করে।
অভিষেক দিনটা যেন বিশ্বকাপে যেভাবে শেষ করেছিলেন ঠিক সেভাবেই শুরু করেছেন এমবাপ্পে। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি শুটটিসহ ৪ গোল করেছিলেন তিনি। গতকাল ইউরো বাছাইয়ে সেদিনের অর্ধেক গোল করেছেন। নেতৃত্বের শুরুটাও সামনে থেকে দুর্দান্ত করলেন।
নিজেদের মাঠ স্টাডে ডি ফ্রান্সের জোড়া গোলে করিম বেনজামাকে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে। ফরাসিদের সর্বোচ্চ গোলের তালিকায় ৩৮ গোলে গতকাল পাঁচে উঠে এসেছেন ২৪ বছর বয়সী স্ট্রাইকার। পূর্বসূরির কীর্তি পেছনে ফেলতে ৬৬ ম্যাচ খেলেছেন পিএসজি তারকা।
এত দিন ৯৭ ম্যাচে ৩৭ গোলে পাঁচে ছিলেন বেনজামা। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারকে পেছনে ফেললেও সর্বোচ্চ গোলদাতা হতে হলে আরও লম্বা পথ পাড়ি দিতে হবে এমবাপ্পেকে। তবে যেভাবে দুর্দান্ত ছন্দে আছেন, ক্যারিয়ার শেষে নিশ্চয়ই সবাইকে ছাড়িয়ে যাবেন তিনি। বর্তমানে ১২০ ম্যাচে ৫৩ গোলে শীর্ষে আছেন তাঁরই সতীর্থ অলিভিয়ের জিরু।
নেদারল্যান্ডসকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে ফ্রান্সের হয়ে এমবাপ্পের জোড়া গোলের সঙ্গে একটি করে গোল করেছেন আঁতোয়ান গ্রিজমান এবং দায়োত উপামেকানো। গোল উৎসবের শুরুটা করেছিলেন গ্রিজমান।
গ্রিজমানের ১ মিনিট ৫৫ সেকেন্ডের গোলটিকে বলা হচ্ছে ২০০৬ সালের ১১ অক্টোবরের পর ফ্রান্সের হয়ে সবচেয়ে দ্রুততম গোল। এই মিডফিল্ডারের আগে সর্বশেষ দ্রুততম গোলটি করেছিল ৩৭ সেকেন্ডে লুইস সাহা। এই গোলে সর্বোচ্চ গোলের সংখ্যাটাও বাড়িয়ে নিয়েছেন তিনি। বর্তমানে ১১৮ ম্যাচে ৪৩ গোলে ফ্রান্সের সর্বোচ্চ গোলের তালিকায় তিনে আছেন আতলেতিকো মাদ্রিদ তারকা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
২ ঘণ্টা আগে