
সুইজারল্যান্ডকে গতকাল ৬-১ গোলে বিধ্বস্ত করে শেষ আট নিশ্চিত করেছে পর্তুগাল। এমন জয়ের পরও মুহূর্তটা উপভোগ করতে পারছেন না পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে শুরুর একাদশে না রাখার প্রশ্নবানে জর্জরিত হচ্ছেন তিনি।
বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে রোনালদোকে শুরুর একাদশে রাখলেও তাঁকে গতকাল রাখেননি সান্তোস। ম্যাচ শেষে পর্তুগিজ তারকাক বেঞ্চে রাখার ব্যাখ্যা দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, কৌশলগত কারণেই রোনালদোকে শুরুতে নামাননি।
সান্তোস বলেছেন, ‘ইতিমধ্যে আগেও এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছি (পরিস্থিতির চাহিদা)। তাই আবারও ব্যাখ্যা দিতে চাচ্ছি না। দলের প্রত্যেকেই ভিন্ন ধরনের খেলোয়াড়। তাই তাকে বেঞ্চে রাখার সিদ্ধান্তটা ছিল ম্যাচের কৌশলগত।’
রোনালদোর সঙ্গে কোনো মনোমালিন্য আছে কি না—এমন প্রশ্নের উত্তরে সান্তোস বলেছেন, ‘তার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। অনেক দিন ধরেই আমরা একে অপরকে খুব ভালো করে চিনি এবং আমাদের সম্পর্ক ভালো। তাকে এখনো দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে বিবেচনা করি।’
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রোনালদোর ঝামেলা দলের ওপর কোনো প্রভাব ফেলছে না জানিয়েছেন সান্তোস। ৬৮ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘এ ঘটনা দলের ওপর কোনো প্রভাব ফেলছে না। আমি ইতিমধ্যেই ব্যাখ্যা করেছি যে, এ ঘটনার সমাধান হয়েছে। আর অধিনায়ক হিসেবে সে দুর্দান্ত উদাহরণ স্থাপন করেছে।’
পর্তুগালের হয়ে ৩১ ম্যাচ পর গতকাল শুরুর একাদশে ছিলেন না রোনালদো। আর সময়ের হিসেবে ১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের একাদশে সুযোগ পাননি তিনি। ২০০৮ সালে শেষবার তাঁর সঙ্গে এমনটি ঘটেছিল।
অবশ্য ম্যাচ শুরুর আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, শুরুর একাদশে জায়গা পাবেন না রোনালদো। সেই গুঞ্জনই পরে সত্যি প্রমাণিত হয়েছে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়ে অবিশ্বাস্য খেলেছেন গনসালো রামোস। এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছেন তিনি।
সুইজারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন রামোস। বিশ্বকাপে দেশের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা এবং বিশ্বকাপের দ্বিতীয় সর্বকনিষ্ঠ হ্যাটট্রিককারী হয়েছেন এই তরুণ পর্তুগিজ। এ দুই রেকর্ডের সঙ্গে নিজের প্রথম বিশ্বকাপে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়ে দ্বিতীয় হ্যাটট্রিককারী হিসেবে রেকর্ডও গড়েছেন ২১ বছর বয়সী এই স্ট্রাইকার।

সুইজারল্যান্ডকে গতকাল ৬-১ গোলে বিধ্বস্ত করে শেষ আট নিশ্চিত করেছে পর্তুগাল। এমন জয়ের পরও মুহূর্তটা উপভোগ করতে পারছেন না পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে শুরুর একাদশে না রাখার প্রশ্নবানে জর্জরিত হচ্ছেন তিনি।
বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে রোনালদোকে শুরুর একাদশে রাখলেও তাঁকে গতকাল রাখেননি সান্তোস। ম্যাচ শেষে পর্তুগিজ তারকাক বেঞ্চে রাখার ব্যাখ্যা দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, কৌশলগত কারণেই রোনালদোকে শুরুতে নামাননি।
সান্তোস বলেছেন, ‘ইতিমধ্যে আগেও এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছি (পরিস্থিতির চাহিদা)। তাই আবারও ব্যাখ্যা দিতে চাচ্ছি না। দলের প্রত্যেকেই ভিন্ন ধরনের খেলোয়াড়। তাই তাকে বেঞ্চে রাখার সিদ্ধান্তটা ছিল ম্যাচের কৌশলগত।’
রোনালদোর সঙ্গে কোনো মনোমালিন্য আছে কি না—এমন প্রশ্নের উত্তরে সান্তোস বলেছেন, ‘তার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। অনেক দিন ধরেই আমরা একে অপরকে খুব ভালো করে চিনি এবং আমাদের সম্পর্ক ভালো। তাকে এখনো দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে বিবেচনা করি।’
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রোনালদোর ঝামেলা দলের ওপর কোনো প্রভাব ফেলছে না জানিয়েছেন সান্তোস। ৬৮ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘এ ঘটনা দলের ওপর কোনো প্রভাব ফেলছে না। আমি ইতিমধ্যেই ব্যাখ্যা করেছি যে, এ ঘটনার সমাধান হয়েছে। আর অধিনায়ক হিসেবে সে দুর্দান্ত উদাহরণ স্থাপন করেছে।’
পর্তুগালের হয়ে ৩১ ম্যাচ পর গতকাল শুরুর একাদশে ছিলেন না রোনালদো। আর সময়ের হিসেবে ১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের একাদশে সুযোগ পাননি তিনি। ২০০৮ সালে শেষবার তাঁর সঙ্গে এমনটি ঘটেছিল।
অবশ্য ম্যাচ শুরুর আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, শুরুর একাদশে জায়গা পাবেন না রোনালদো। সেই গুঞ্জনই পরে সত্যি প্রমাণিত হয়েছে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়ে অবিশ্বাস্য খেলেছেন গনসালো রামোস। এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছেন তিনি।
সুইজারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন রামোস। বিশ্বকাপে দেশের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা এবং বিশ্বকাপের দ্বিতীয় সর্বকনিষ্ঠ হ্যাটট্রিককারী হয়েছেন এই তরুণ পর্তুগিজ। এ দুই রেকর্ডের সঙ্গে নিজের প্রথম বিশ্বকাপে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়ে দ্বিতীয় হ্যাটট্রিককারী হিসেবে রেকর্ডও গড়েছেন ২১ বছর বয়সী এই স্ট্রাইকার।

২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩৭ মিনিট আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এবার পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে শোনা গেছে।
৪১ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষমুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৩ ঘণ্টা আগে