
সুইজারল্যান্ডকে গতকাল ৬-১ গোলে বিধ্বস্ত করে শেষ আট নিশ্চিত করেছে পর্তুগাল। এমন জয়ের পরও মুহূর্তটা উপভোগ করতে পারছেন না পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে শুরুর একাদশে না রাখার প্রশ্নবানে জর্জরিত হচ্ছেন তিনি।
বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে রোনালদোকে শুরুর একাদশে রাখলেও তাঁকে গতকাল রাখেননি সান্তোস। ম্যাচ শেষে পর্তুগিজ তারকাক বেঞ্চে রাখার ব্যাখ্যা দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, কৌশলগত কারণেই রোনালদোকে শুরুতে নামাননি।
সান্তোস বলেছেন, ‘ইতিমধ্যে আগেও এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছি (পরিস্থিতির চাহিদা)। তাই আবারও ব্যাখ্যা দিতে চাচ্ছি না। দলের প্রত্যেকেই ভিন্ন ধরনের খেলোয়াড়। তাই তাকে বেঞ্চে রাখার সিদ্ধান্তটা ছিল ম্যাচের কৌশলগত।’
রোনালদোর সঙ্গে কোনো মনোমালিন্য আছে কি না—এমন প্রশ্নের উত্তরে সান্তোস বলেছেন, ‘তার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। অনেক দিন ধরেই আমরা একে অপরকে খুব ভালো করে চিনি এবং আমাদের সম্পর্ক ভালো। তাকে এখনো দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে বিবেচনা করি।’
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রোনালদোর ঝামেলা দলের ওপর কোনো প্রভাব ফেলছে না জানিয়েছেন সান্তোস। ৬৮ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘এ ঘটনা দলের ওপর কোনো প্রভাব ফেলছে না। আমি ইতিমধ্যেই ব্যাখ্যা করেছি যে, এ ঘটনার সমাধান হয়েছে। আর অধিনায়ক হিসেবে সে দুর্দান্ত উদাহরণ স্থাপন করেছে।’
পর্তুগালের হয়ে ৩১ ম্যাচ পর গতকাল শুরুর একাদশে ছিলেন না রোনালদো। আর সময়ের হিসেবে ১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের একাদশে সুযোগ পাননি তিনি। ২০০৮ সালে শেষবার তাঁর সঙ্গে এমনটি ঘটেছিল।
অবশ্য ম্যাচ শুরুর আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, শুরুর একাদশে জায়গা পাবেন না রোনালদো। সেই গুঞ্জনই পরে সত্যি প্রমাণিত হয়েছে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়ে অবিশ্বাস্য খেলেছেন গনসালো রামোস। এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছেন তিনি।
সুইজারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন রামোস। বিশ্বকাপে দেশের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা এবং বিশ্বকাপের দ্বিতীয় সর্বকনিষ্ঠ হ্যাটট্রিককারী হয়েছেন এই তরুণ পর্তুগিজ। এ দুই রেকর্ডের সঙ্গে নিজের প্রথম বিশ্বকাপে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়ে দ্বিতীয় হ্যাটট্রিককারী হিসেবে রেকর্ডও গড়েছেন ২১ বছর বয়সী এই স্ট্রাইকার।

সুইজারল্যান্ডকে গতকাল ৬-১ গোলে বিধ্বস্ত করে শেষ আট নিশ্চিত করেছে পর্তুগাল। এমন জয়ের পরও মুহূর্তটা উপভোগ করতে পারছেন না পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে শুরুর একাদশে না রাখার প্রশ্নবানে জর্জরিত হচ্ছেন তিনি।
বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে রোনালদোকে শুরুর একাদশে রাখলেও তাঁকে গতকাল রাখেননি সান্তোস। ম্যাচ শেষে পর্তুগিজ তারকাক বেঞ্চে রাখার ব্যাখ্যা দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, কৌশলগত কারণেই রোনালদোকে শুরুতে নামাননি।
সান্তোস বলেছেন, ‘ইতিমধ্যে আগেও এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছি (পরিস্থিতির চাহিদা)। তাই আবারও ব্যাখ্যা দিতে চাচ্ছি না। দলের প্রত্যেকেই ভিন্ন ধরনের খেলোয়াড়। তাই তাকে বেঞ্চে রাখার সিদ্ধান্তটা ছিল ম্যাচের কৌশলগত।’
রোনালদোর সঙ্গে কোনো মনোমালিন্য আছে কি না—এমন প্রশ্নের উত্তরে সান্তোস বলেছেন, ‘তার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। অনেক দিন ধরেই আমরা একে অপরকে খুব ভালো করে চিনি এবং আমাদের সম্পর্ক ভালো। তাকে এখনো দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে বিবেচনা করি।’
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রোনালদোর ঝামেলা দলের ওপর কোনো প্রভাব ফেলছে না জানিয়েছেন সান্তোস। ৬৮ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘এ ঘটনা দলের ওপর কোনো প্রভাব ফেলছে না। আমি ইতিমধ্যেই ব্যাখ্যা করেছি যে, এ ঘটনার সমাধান হয়েছে। আর অধিনায়ক হিসেবে সে দুর্দান্ত উদাহরণ স্থাপন করেছে।’
পর্তুগালের হয়ে ৩১ ম্যাচ পর গতকাল শুরুর একাদশে ছিলেন না রোনালদো। আর সময়ের হিসেবে ১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের একাদশে সুযোগ পাননি তিনি। ২০০৮ সালে শেষবার তাঁর সঙ্গে এমনটি ঘটেছিল।
অবশ্য ম্যাচ শুরুর আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, শুরুর একাদশে জায়গা পাবেন না রোনালদো। সেই গুঞ্জনই পরে সত্যি প্রমাণিত হয়েছে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়ে অবিশ্বাস্য খেলেছেন গনসালো রামোস। এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছেন তিনি।
সুইজারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন রামোস। বিশ্বকাপে দেশের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা এবং বিশ্বকাপের দ্বিতীয় সর্বকনিষ্ঠ হ্যাটট্রিককারী হয়েছেন এই তরুণ পর্তুগিজ। এ দুই রেকর্ডের সঙ্গে নিজের প্রথম বিশ্বকাপে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়ে দ্বিতীয় হ্যাটট্রিককারী হিসেবে রেকর্ডও গড়েছেন ২১ বছর বয়সী এই স্ট্রাইকার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩৩ মিনিট আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১ ঘণ্টা আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৪ ঘণ্টা আগে