
লাল কার্ডের কারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি ব্রাজিলের তারকা ফুটবলার মার্তা। তাঁর না খেলার দিনে নকআউট পর্বের বাধা পেরিয়েছে ব্রাজিল। প্যারিস অলিম্পিকে স্বাগতিক ফ্রান্সকে কাঁদিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে ব্রাজিল।
নারী ফুটবলের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই হয়েছে গত রাতে। বিজোর স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল পেয়েছে ১-০ গোলের জয়। অন্যদিকে কানাডা নারী ফুটবল দল ৬ পয়েন্টের নিষেধাজ্ঞাসহ নানা বাধা পেরিয়ে কেটেছিল প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালের টিকিট। তাদের গল্প কোয়ার্টারেই শেষ হয়ে গেছে জার্মানির কাছে হেরে।
বিজোর স্টেডিয়ামে গত রাতে দীর্ঘ সময় ধরে গোল হচ্ছিল না ফ্রান্স-ব্রাজিল ম্যাচে। সেই ম্যাচে জয়সূচক গোলটি ৮২ মিনিটে করেন ব্রাজিলের ফরোয়ার্ড গাবি পুর্তিলহো। ফ্রান্সের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে লক্ষ্যভেদ করেন পুর্তিলহো। ফরাসি গোলরক্ষক কনস্ট্যান্স পিকাউড রীতিমতো তাজ্জব বনে যান। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয় ফ্রান্স নারী ফুটবল দলকে। প্যারিস অলিম্পিকের নারী ফুটবলের সেমিফাইনালে ব্রাজিল পাচ্ছে স্পেন নারী ফুটবল দলকে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ব্রাজিল-স্পেন সেমি।
লিওঁ স্টেডিয়ামে নারী অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে স্পেন-কলম্বিয়া রুদ্ধশ্বাস লড়াই হয়েছে। মূল ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। স্প্যানিশরা ৪-২ গোলে জয় পেয়েছে। মার্শেইতে কানাডা-জার্মানি নারী ফুটবল ম্যাচটা প্রথমে গোলশূন্য ড্র হয়েছে। পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে জয় পেয়েছে জার্মানি। জার্মানি সেমিতে খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। পার্ক দে প্রিন্সেসে জাপানকে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র।
২০২৪ অলিম্পিক ফুটবলের (নারী) সেমিফাইনাল
ম্যাচ তারিখ বাংলাদেশ সময়
জার্মানি–যুক্তরাষ্ট্র ৬ আগস্ট রাত ১০টা
ব্রাজিল-স্পেন ৬ আগস্ট রাত ১টা
আরও পড়ুন:

লাল কার্ডের কারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি ব্রাজিলের তারকা ফুটবলার মার্তা। তাঁর না খেলার দিনে নকআউট পর্বের বাধা পেরিয়েছে ব্রাজিল। প্যারিস অলিম্পিকে স্বাগতিক ফ্রান্সকে কাঁদিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে ব্রাজিল।
নারী ফুটবলের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই হয়েছে গত রাতে। বিজোর স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল পেয়েছে ১-০ গোলের জয়। অন্যদিকে কানাডা নারী ফুটবল দল ৬ পয়েন্টের নিষেধাজ্ঞাসহ নানা বাধা পেরিয়ে কেটেছিল প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালের টিকিট। তাদের গল্প কোয়ার্টারেই শেষ হয়ে গেছে জার্মানির কাছে হেরে।
বিজোর স্টেডিয়ামে গত রাতে দীর্ঘ সময় ধরে গোল হচ্ছিল না ফ্রান্স-ব্রাজিল ম্যাচে। সেই ম্যাচে জয়সূচক গোলটি ৮২ মিনিটে করেন ব্রাজিলের ফরোয়ার্ড গাবি পুর্তিলহো। ফ্রান্সের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে লক্ষ্যভেদ করেন পুর্তিলহো। ফরাসি গোলরক্ষক কনস্ট্যান্স পিকাউড রীতিমতো তাজ্জব বনে যান। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয় ফ্রান্স নারী ফুটবল দলকে। প্যারিস অলিম্পিকের নারী ফুটবলের সেমিফাইনালে ব্রাজিল পাচ্ছে স্পেন নারী ফুটবল দলকে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ব্রাজিল-স্পেন সেমি।
লিওঁ স্টেডিয়ামে নারী অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে স্পেন-কলম্বিয়া রুদ্ধশ্বাস লড়াই হয়েছে। মূল ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। স্প্যানিশরা ৪-২ গোলে জয় পেয়েছে। মার্শেইতে কানাডা-জার্মানি নারী ফুটবল ম্যাচটা প্রথমে গোলশূন্য ড্র হয়েছে। পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে জয় পেয়েছে জার্মানি। জার্মানি সেমিতে খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। পার্ক দে প্রিন্সেসে জাপানকে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র।
২০২৪ অলিম্পিক ফুটবলের (নারী) সেমিফাইনাল
ম্যাচ তারিখ বাংলাদেশ সময়
জার্মানি–যুক্তরাষ্ট্র ৬ আগস্ট রাত ১০টা
ব্রাজিল-স্পেন ৬ আগস্ট রাত ১টা
আরও পড়ুন:

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৩ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৫ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৫ ঘণ্টা আগে