বৈশ্বিক টুর্নামেন্টে এমিলিয়ানো মার্তিনেজ মানেই যেন আর্জেন্টিনার ‘দুর্ভেদ্য দেয়াল’। বিপক্ষ দলের ফুটবলারদের নিশ্চিত গোল ঠেকাতে মার্তিনেজের জুড়ি মেলা ভার। আর টাইব্রেকারে মার্তিনেজ যেন হয়ে ওঠেন ‘বাজপাখি’। দুর্দান্ত ডাইভ দিয়ে গোল তো তিনি ঠেকিয়ে দেনই, একই সঙ্গে পেনাল্টি নিতে আসা খেলোয়াড়দের কৌশলে মানসিকভাবে পরাস্ত করেন।
গতকাল লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল প্রথম ৯০ মিনিটে হয় ২-২ ড্র। অতিরিক্ত ৩০ মিনিটেও হয়নি কোনো গোল। এরপর ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। ডাচদের প্রথম শট নিয়েছিলেন ভার্জিল ফন ডাইক। ডাচ অধিনায়কের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান মার্তিনেজ। দ্বিতীয় শট নিয়েছিলেন স্টিভেন বার্গুইস। এবারের শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। এই দুটি শট আটকেই মূলত আর্জেন্টিনাকে সেমিফাইনালে উঠতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মার্তিনেজ।
শুধু লুসাইলেই নন, গত বছর কোপা আমেরিকায়ও এমন দুর্দান্ত অনেক শট বাঁচিয়েছিলেন। ব্রাজিলের বিপক্ষে ফাইনাল তো বটেই। বিশেষ করে, কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টিতে তাঁর দুর্দান্ত কিপিংয়ের প্রশংসা এখনো অনেকের মুখে মুখে। গারিঞ্চা স্টেডিয়ামে মূল ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। এরপর পেনাল্টির সময়ে ডেভিনসন স্যানচেজ, ইয়েরি মিনা, এদুইন কার্দোনা-কলম্বিয়ার এই তিন ফুটবলারের শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে তুলেছিলেন মার্তিনেজ।
নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা চলে গেছে সেমিফাইনালে। মঙ্গলবার লুসাইলে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
৩২ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে