
ইউরোপ পর্ব শেষে এ বছর এশিয়া পর্ব শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরে প্রথম মৌসুমে দারুণ খেলেছেন তিনি। তবে আল হিলালের স্ট্রাইকার ওদিওন ইঘালোর মতে, আর্থিক কারণেই সৌদি ক্লাবে গেছেন রোনালদো।
আল নাসরের সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি হয়েছে রোনালদোর। ১৫০ মিলিয়ন মার্কিন ডলারে পর্তুগিজ তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি হয়েছে আল নাসরের, বাংলাদেশি মুদ্রায় তা ১৬৫১ কোটি ৬ লাখ টাকা। আর সৌদি ক্লাবে ২০২২-২৩ মৌসুমে ১৯ ম্যাচ খেলেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলার গোল করেছেন ১৪ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। দুটো হ্যাটট্রিকও করেছেন তিনি। সব গোলই করেছেন সৌদি প্রো লিগে।
রোনালদো যে সময় এসেছেন তখন আল নাসরের ট্রেবল জয়ের সুযোগ ছিল। সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ-এই তিন টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা থাকলেও কোনোটিই জিততে পারেনি আল নাসর। ইঘালো যেন এই কথাটাই উল্লেখ করেছেন। এমনকি নিজেদের বয়সের কথাও উল্লেখ করেছেন ইঘালো। যেখানে রোনালদোর বয়স ৩৮ ও ইঘালোর বয়স ৩৭। ওমা স্পোর্টস টিভিকে নাইজেরিয়ার স্ট্রাইকার বলেন, ‘যখন আপনি তরুণ ফুটবলার, তখন আপনি বলবেন যে খেলার প্রতি প্যাশনের কারণে খেলছেন। তখন টাকা পয়সা নিয়ে আপনার তখন চিন্তাভাবনা থাকে না। তবে এই বয়সে আমি ক্যারিয়ারের শেষে এসে পৌঁছেছি। তিন বছরের বেশি মনে হয় না খেলতে পারব। আমি তেমন কোনো খেলোয়াড় না যে বলব, আমি প্যাশনের কারণে খেলি। পুরো ক্যারিয়ারে আমি যা আয় করেছি, আমার চেয়ে রোনালদো ১০০ গুণ বেশি আয় করেছেন এবং তবু তিনি সৌদি আরবে গেছেন। তিনি কি প্যাশন থেকে খেলছেন? দিনশেষে টাকা পয়সাই সব।’
আল হিলালের হয়ে এখন পর্যন্ত ইঘালো ৬০ ম্যাচে করেছেন ৪৩ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন। গত মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদোর চেয়েও বেশি গোল করেছেন তিনি। নাইজেরিয়ার এই স্ট্রাইকার করেছিলেন ১৯ গোল।

ইউরোপ পর্ব শেষে এ বছর এশিয়া পর্ব শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরে প্রথম মৌসুমে দারুণ খেলেছেন তিনি। তবে আল হিলালের স্ট্রাইকার ওদিওন ইঘালোর মতে, আর্থিক কারণেই সৌদি ক্লাবে গেছেন রোনালদো।
আল নাসরের সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি হয়েছে রোনালদোর। ১৫০ মিলিয়ন মার্কিন ডলারে পর্তুগিজ তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি হয়েছে আল নাসরের, বাংলাদেশি মুদ্রায় তা ১৬৫১ কোটি ৬ লাখ টাকা। আর সৌদি ক্লাবে ২০২২-২৩ মৌসুমে ১৯ ম্যাচ খেলেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলার গোল করেছেন ১৪ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। দুটো হ্যাটট্রিকও করেছেন তিনি। সব গোলই করেছেন সৌদি প্রো লিগে।
রোনালদো যে সময় এসেছেন তখন আল নাসরের ট্রেবল জয়ের সুযোগ ছিল। সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ-এই তিন টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা থাকলেও কোনোটিই জিততে পারেনি আল নাসর। ইঘালো যেন এই কথাটাই উল্লেখ করেছেন। এমনকি নিজেদের বয়সের কথাও উল্লেখ করেছেন ইঘালো। যেখানে রোনালদোর বয়স ৩৮ ও ইঘালোর বয়স ৩৭। ওমা স্পোর্টস টিভিকে নাইজেরিয়ার স্ট্রাইকার বলেন, ‘যখন আপনি তরুণ ফুটবলার, তখন আপনি বলবেন যে খেলার প্রতি প্যাশনের কারণে খেলছেন। তখন টাকা পয়সা নিয়ে আপনার তখন চিন্তাভাবনা থাকে না। তবে এই বয়সে আমি ক্যারিয়ারের শেষে এসে পৌঁছেছি। তিন বছরের বেশি মনে হয় না খেলতে পারব। আমি তেমন কোনো খেলোয়াড় না যে বলব, আমি প্যাশনের কারণে খেলি। পুরো ক্যারিয়ারে আমি যা আয় করেছি, আমার চেয়ে রোনালদো ১০০ গুণ বেশি আয় করেছেন এবং তবু তিনি সৌদি আরবে গেছেন। তিনি কি প্যাশন থেকে খেলছেন? দিনশেষে টাকা পয়সাই সব।’
আল হিলালের হয়ে এখন পর্যন্ত ইঘালো ৬০ ম্যাচে করেছেন ৪৩ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন। গত মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদোর চেয়েও বেশি গোল করেছেন তিনি। নাইজেরিয়ার এই স্ট্রাইকার করেছিলেন ১৯ গোল।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে