
রেকর্ড তো গড়াই হয় রেকর্ড ভাঙার জন্য। বেশির ভাগ ক্ষেত্রে আজ যে রেকর্ড গড়া হয়, সেটা চিরস্থায়ী হয় না। দেরিতে হলেও কোনো না কোনো দিন ঠিকই ভেঙে যায়। ক্রিস্টিয়ানো রোনালদোর বহু পুরোনো এক রেকর্ড ভেঙে দিলেন স্পেনের তরুণ ফুটবলার ল্যামিন ইয়ামাল।
স্পেন, জার্মানি—দুটি দলই অপরাজিত থেকে গত রাতে স্টুটগার্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে। লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে, সেটা জানা ছিল সবারই। প্রথমার্ধে কোনো দলই গোলমুখ খুলতে পারছিল না। ৫১ মিনিটে ইয়ামালের অ্যাসিস্ট থেকে লক্ষ্যভেদ করেন দানি অলমো। তাতেই রেকর্ড বইয়ে নাম লেখালেন ইয়ামাল। ১৬ বছর বয়সী স্প্যানিশ এই ফরোয়ার্ড এবারের ইউরোতে করেছেন ৩ অ্যাসিস্ট। বয়সের হিসেবে সবচেয়ে কম বয়সে এক ইউরোতে বেশি অ্যাসিস্টের কীর্তি গড়েন তিনি। এর আগে ২০০৪ ইউরোতে ২ অ্যাসিস্ট করেছিলেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের বয়স তখন ছিল ১৯ বছর।
নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। অতিরিক্ত সময়ে গড়ালেও কেউ লক্ষ্যভেদ করতে পারছিল না। অবশেষে ১১৯ মিনিটে জয়সূচক গোলটি করেন স্পেনের সেন্ট্রাল মিডফিল্ডার মিকেল মেরিনো। অলমোর ক্রস থেকে হেডে দুর্দান্ত গোল করেন মেরিনো। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে সেমিফাইনালে উঠেছে স্পেন। ৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন-ফ্রান্স। ম্যাচটি হবে আলিয়াঞ্জ অ্যারেনায়। ইয়ামালের কাছে সুযোগ থাকছে রেকর্ডটি আরও সমৃদ্ধ করার।
রোনালদোর পর্তুগাল গত রাতে ফ্রান্সের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। হামবুর্গের ভক্সপার্ক স্টেডিয়ামে ফ্রান্স-পর্তুগাল ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল মূল ম্যাচ। ১২০ মিনিটের লড়াই শেষে টাইব্রেকারে গড়ালে ৫-৩ গোলে জেতে ফ্রান্স। ম্যাচ শেষে রোনালদো ছিলেন অশ্রুসিক্ত। একই সঙ্গে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের এটাই ছিল ইউরোর শেষ ম্যাচ।

রেকর্ড তো গড়াই হয় রেকর্ড ভাঙার জন্য। বেশির ভাগ ক্ষেত্রে আজ যে রেকর্ড গড়া হয়, সেটা চিরস্থায়ী হয় না। দেরিতে হলেও কোনো না কোনো দিন ঠিকই ভেঙে যায়। ক্রিস্টিয়ানো রোনালদোর বহু পুরোনো এক রেকর্ড ভেঙে দিলেন স্পেনের তরুণ ফুটবলার ল্যামিন ইয়ামাল।
স্পেন, জার্মানি—দুটি দলই অপরাজিত থেকে গত রাতে স্টুটগার্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে। লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে, সেটা জানা ছিল সবারই। প্রথমার্ধে কোনো দলই গোলমুখ খুলতে পারছিল না। ৫১ মিনিটে ইয়ামালের অ্যাসিস্ট থেকে লক্ষ্যভেদ করেন দানি অলমো। তাতেই রেকর্ড বইয়ে নাম লেখালেন ইয়ামাল। ১৬ বছর বয়সী স্প্যানিশ এই ফরোয়ার্ড এবারের ইউরোতে করেছেন ৩ অ্যাসিস্ট। বয়সের হিসেবে সবচেয়ে কম বয়সে এক ইউরোতে বেশি অ্যাসিস্টের কীর্তি গড়েন তিনি। এর আগে ২০০৪ ইউরোতে ২ অ্যাসিস্ট করেছিলেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের বয়স তখন ছিল ১৯ বছর।
নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। অতিরিক্ত সময়ে গড়ালেও কেউ লক্ষ্যভেদ করতে পারছিল না। অবশেষে ১১৯ মিনিটে জয়সূচক গোলটি করেন স্পেনের সেন্ট্রাল মিডফিল্ডার মিকেল মেরিনো। অলমোর ক্রস থেকে হেডে দুর্দান্ত গোল করেন মেরিনো। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে সেমিফাইনালে উঠেছে স্পেন। ৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন-ফ্রান্স। ম্যাচটি হবে আলিয়াঞ্জ অ্যারেনায়। ইয়ামালের কাছে সুযোগ থাকছে রেকর্ডটি আরও সমৃদ্ধ করার।
রোনালদোর পর্তুগাল গত রাতে ফ্রান্সের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। হামবুর্গের ভক্সপার্ক স্টেডিয়ামে ফ্রান্স-পর্তুগাল ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল মূল ম্যাচ। ১২০ মিনিটের লড়াই শেষে টাইব্রেকারে গড়ালে ৫-৩ গোলে জেতে ফ্রান্স। ম্যাচ শেষে রোনালদো ছিলেন অশ্রুসিক্ত। একই সঙ্গে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের এটাই ছিল ইউরোর শেষ ম্যাচ।

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
১ ঘণ্টা আগে
দিনের প্রথম ম্যাচের মতো আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ানোর কোনো ইঙ্গিত নেই। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের সময় (সাড়ে ৫টা) ইতোমধ্যেই পেরিয়েছে। দুই দলের কেউই এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছায়নি।
১ ঘণ্টা আগে
এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বনানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন শেষে এমনটা জানানোর অল্প কিছুক্ষণ পরেই তাঁকে অব্যহতি দিয়েছে বিসিবি। তবে তাঁকে পরিচালক পদ থেকে সরানোর সুযো
১ ঘণ্টা আগে
বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানসহ সব কর্মকাণ্ড থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। আজ অনলাইনে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির এক সূত্র।
২ ঘণ্টা আগে