
বিশ্বকাপের প্রথম ম্যাচ বলে কথা। এই ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই থাকে ভক্ত-সমর্থকদের আগ্রহ, যেখানে ঘণ্টাখানেক পরেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। এই ম্যাচের আগে ‘সুসংবাদ’ পেয়েছেন কয়েক হাজার নারী ভক্ত-সমর্থক।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার, যার মধ্যে আহমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে ৩০ থেকে ৪০ হাজার নারীর জন্য ফ্রিতে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের সূত্রে তা জানা গেছে। একই সঙ্গে তাঁদের চা ও খাবারের জন্য দুটি করে কুপন দেওয়া হবে।
বিজেপির আহমেদাবাদের বোদাকেভ এলাকার সহসভাপতি ললিত ওয়াধাওয়ান জানিয়েছেন, গত মাসে নারীদের জন্য রিজার্ভেশন বিল পাস হওয়ার অনুপ্রেরণা থেকে তিনি এমন পরিকল্পনা করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, ‘আহমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে ৩০ থেকে ৪০ হাজার নারী আগামীকাল (আজ) খেলা দেখবেন। আমাদের স্বেচ্ছাসেবীরা নাম সংগ্রহ করে আজ (গতকাল) তাদের টিকিট দিয়েছে। আমরা ওপর থেকে টিকিটগুলো পেয়েছি। নারীদের ৩৩ শতাংশ রিজার্ভেশন বিল পাস হয়েছে। স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া এসব নারীর হাতে চা, নাশতার কুপন দেওয়া হবে।’
গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘সাধারণত স্কুলপড়ুয়ারা এখানে খেলা দেখতে আসে। তাতে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পার্থক্য হচ্ছে, তাদের পরিবর্তে খেলা দেখবেন নারীরা।’
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই গতকাল হয়েছে বিশ্বকাপের আগে অধিনায়ক দিবস। এই মাঠেই ১৪ অক্টোবর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালও হবে এই স্টেডিয়ামে।

বিশ্বকাপের প্রথম ম্যাচ বলে কথা। এই ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই থাকে ভক্ত-সমর্থকদের আগ্রহ, যেখানে ঘণ্টাখানেক পরেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। এই ম্যাচের আগে ‘সুসংবাদ’ পেয়েছেন কয়েক হাজার নারী ভক্ত-সমর্থক।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার, যার মধ্যে আহমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে ৩০ থেকে ৪০ হাজার নারীর জন্য ফ্রিতে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের সূত্রে তা জানা গেছে। একই সঙ্গে তাঁদের চা ও খাবারের জন্য দুটি করে কুপন দেওয়া হবে।
বিজেপির আহমেদাবাদের বোদাকেভ এলাকার সহসভাপতি ললিত ওয়াধাওয়ান জানিয়েছেন, গত মাসে নারীদের জন্য রিজার্ভেশন বিল পাস হওয়ার অনুপ্রেরণা থেকে তিনি এমন পরিকল্পনা করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, ‘আহমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে ৩০ থেকে ৪০ হাজার নারী আগামীকাল (আজ) খেলা দেখবেন। আমাদের স্বেচ্ছাসেবীরা নাম সংগ্রহ করে আজ (গতকাল) তাদের টিকিট দিয়েছে। আমরা ওপর থেকে টিকিটগুলো পেয়েছি। নারীদের ৩৩ শতাংশ রিজার্ভেশন বিল পাস হয়েছে। স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া এসব নারীর হাতে চা, নাশতার কুপন দেওয়া হবে।’
গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘সাধারণত স্কুলপড়ুয়ারা এখানে খেলা দেখতে আসে। তাতে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পার্থক্য হচ্ছে, তাদের পরিবর্তে খেলা দেখবেন নারীরা।’
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই গতকাল হয়েছে বিশ্বকাপের আগে অধিনায়ক দিবস। এই মাঠেই ১৪ অক্টোবর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালও হবে এই স্টেডিয়ামে।

দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১৫ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে