
বিশ্বকাপের প্রথম ম্যাচ বলে কথা। এই ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই থাকে ভক্ত-সমর্থকদের আগ্রহ, যেখানে ঘণ্টাখানেক পরেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। এই ম্যাচের আগে ‘সুসংবাদ’ পেয়েছেন কয়েক হাজার নারী ভক্ত-সমর্থক।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার, যার মধ্যে আহমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে ৩০ থেকে ৪০ হাজার নারীর জন্য ফ্রিতে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের সূত্রে তা জানা গেছে। একই সঙ্গে তাঁদের চা ও খাবারের জন্য দুটি করে কুপন দেওয়া হবে।
বিজেপির আহমেদাবাদের বোদাকেভ এলাকার সহসভাপতি ললিত ওয়াধাওয়ান জানিয়েছেন, গত মাসে নারীদের জন্য রিজার্ভেশন বিল পাস হওয়ার অনুপ্রেরণা থেকে তিনি এমন পরিকল্পনা করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, ‘আহমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে ৩০ থেকে ৪০ হাজার নারী আগামীকাল (আজ) খেলা দেখবেন। আমাদের স্বেচ্ছাসেবীরা নাম সংগ্রহ করে আজ (গতকাল) তাদের টিকিট দিয়েছে। আমরা ওপর থেকে টিকিটগুলো পেয়েছি। নারীদের ৩৩ শতাংশ রিজার্ভেশন বিল পাস হয়েছে। স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া এসব নারীর হাতে চা, নাশতার কুপন দেওয়া হবে।’
গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘সাধারণত স্কুলপড়ুয়ারা এখানে খেলা দেখতে আসে। তাতে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পার্থক্য হচ্ছে, তাদের পরিবর্তে খেলা দেখবেন নারীরা।’
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই গতকাল হয়েছে বিশ্বকাপের আগে অধিনায়ক দিবস। এই মাঠেই ১৪ অক্টোবর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালও হবে এই স্টেডিয়ামে।

বিশ্বকাপের প্রথম ম্যাচ বলে কথা। এই ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই থাকে ভক্ত-সমর্থকদের আগ্রহ, যেখানে ঘণ্টাখানেক পরেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। এই ম্যাচের আগে ‘সুসংবাদ’ পেয়েছেন কয়েক হাজার নারী ভক্ত-সমর্থক।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার, যার মধ্যে আহমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে ৩০ থেকে ৪০ হাজার নারীর জন্য ফ্রিতে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের সূত্রে তা জানা গেছে। একই সঙ্গে তাঁদের চা ও খাবারের জন্য দুটি করে কুপন দেওয়া হবে।
বিজেপির আহমেদাবাদের বোদাকেভ এলাকার সহসভাপতি ললিত ওয়াধাওয়ান জানিয়েছেন, গত মাসে নারীদের জন্য রিজার্ভেশন বিল পাস হওয়ার অনুপ্রেরণা থেকে তিনি এমন পরিকল্পনা করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, ‘আহমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে ৩০ থেকে ৪০ হাজার নারী আগামীকাল (আজ) খেলা দেখবেন। আমাদের স্বেচ্ছাসেবীরা নাম সংগ্রহ করে আজ (গতকাল) তাদের টিকিট দিয়েছে। আমরা ওপর থেকে টিকিটগুলো পেয়েছি। নারীদের ৩৩ শতাংশ রিজার্ভেশন বিল পাস হয়েছে। স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া এসব নারীর হাতে চা, নাশতার কুপন দেওয়া হবে।’
গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘সাধারণত স্কুলপড়ুয়ারা এখানে খেলা দেখতে আসে। তাতে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পার্থক্য হচ্ছে, তাদের পরিবর্তে খেলা দেখবেন নারীরা।’
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই গতকাল হয়েছে বিশ্বকাপের আগে অধিনায়ক দিবস। এই মাঠেই ১৪ অক্টোবর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালও হবে এই স্টেডিয়ামে।

কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
৩৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
১ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
২ ঘণ্টা আগে