
সেঞ্চুরিয়নে দারুণ দুইটা দিন কাটল করবিন বোশের। অভিষেক টেস্টের প্রথম দিনে ৪ উইকেট নেওয়ার আজ ব্যাট হাতেও আলো ছড়ালেন দক্ষিণ আফ্রিকান পেসার। ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৩ বলে করেছেন অপরাজিত ৮১ রান। ইনিংসে চারের সংখ্যা ১৫। তাঁর সঙ্গে বাকি দুই লেজের ব্যাটার কাগিসো রাবাদা (১৩) ও ড্যান পিটারসনের (১২) সুবাদে প্রোটিয়ারাও প্রথম ইনিংসে করে ৩০১ রান।
প্রথম দিনের লড়াই সমানে সমান হলেও পাকিস্তান দ্বিতীয় দিন পার করেছে চাপে থেকে। দ্বিতীয় ইনিংস শুরু করে ৮৮ রান করতেই যে হারিয়ে ফেলেছে ৩ উইকেট! তৃতীয় দিনে সফরকারীরা ব্যাটিংয়ে নামবে ২ রানে পিছিয়ে থেকে। সৌদ শাকিলকে (৮) নিয়ে আগামীকাল দিন শুরু করবেন বাবর আজম (১৬)। পাকিস্তান প্রথম ইনিংসে করেছিল ২১১ রান।
আজ চা বিরতির পর দারুণ শুরু করেছিলেন সাইম আইয়ুব ও শান মাসুদ। দুজনের ৪৯ রানের জুটি ভাঙেন রাবাদা। ২৮ রানে বোল্ড হয়ে ফেরেন আইয়ুব। এরপর দিন মার্কো ইয়ানসেনের জোড়া শিকার। ৪ রানের ব্যবধানে ফেরেন অধিনায়ক মাসুদ (২৮) ও কামরান গোলাম (৪)।
তার আগে ৩ উইকেটে ৮২ রানে দিন শুরু করে প্রোটিয়ারা। সকালটা বেশ ভালোভাবে সামাল দেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার এইডেন মার্করাম ও টেম্বা বাভুমা। দুজনের ৭০ রানের জুটি ভাঙেন আমের জামাল। ৩১ রানে ফেরেন অধিনায়ক বাভুমা। প্রোটিয়ারা বিপদে পড়ে দ্বিতীয় সেশনে। ১৭১ থেকে ১৯১ রানের মধ্যে হারায় আরও ৩ উইকেট। ৫ উইকেটে ১৮০ রান নিয়ে মধ্যাহ্নভোজে যাওয়া স্বাগতিকেরা বাকি উইকেট হারায় দ্বিতীয় সেশনে।
সতীর্থদের আসা যাওয়ার মাঝে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন মার্করাম। খুররম শাহজাদের বলে প্রোটিয়া ওপেনার ৮৯ রানে ফিরলেও বোশের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯০ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরিয়নে দারুণ দুইটা দিন কাটল করবিন বোশের। অভিষেক টেস্টের প্রথম দিনে ৪ উইকেট নেওয়ার আজ ব্যাট হাতেও আলো ছড়ালেন দক্ষিণ আফ্রিকান পেসার। ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৩ বলে করেছেন অপরাজিত ৮১ রান। ইনিংসে চারের সংখ্যা ১৫। তাঁর সঙ্গে বাকি দুই লেজের ব্যাটার কাগিসো রাবাদা (১৩) ও ড্যান পিটারসনের (১২) সুবাদে প্রোটিয়ারাও প্রথম ইনিংসে করে ৩০১ রান।
প্রথম দিনের লড়াই সমানে সমান হলেও পাকিস্তান দ্বিতীয় দিন পার করেছে চাপে থেকে। দ্বিতীয় ইনিংস শুরু করে ৮৮ রান করতেই যে হারিয়ে ফেলেছে ৩ উইকেট! তৃতীয় দিনে সফরকারীরা ব্যাটিংয়ে নামবে ২ রানে পিছিয়ে থেকে। সৌদ শাকিলকে (৮) নিয়ে আগামীকাল দিন শুরু করবেন বাবর আজম (১৬)। পাকিস্তান প্রথম ইনিংসে করেছিল ২১১ রান।
আজ চা বিরতির পর দারুণ শুরু করেছিলেন সাইম আইয়ুব ও শান মাসুদ। দুজনের ৪৯ রানের জুটি ভাঙেন রাবাদা। ২৮ রানে বোল্ড হয়ে ফেরেন আইয়ুব। এরপর দিন মার্কো ইয়ানসেনের জোড়া শিকার। ৪ রানের ব্যবধানে ফেরেন অধিনায়ক মাসুদ (২৮) ও কামরান গোলাম (৪)।
তার আগে ৩ উইকেটে ৮২ রানে দিন শুরু করে প্রোটিয়ারা। সকালটা বেশ ভালোভাবে সামাল দেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার এইডেন মার্করাম ও টেম্বা বাভুমা। দুজনের ৭০ রানের জুটি ভাঙেন আমের জামাল। ৩১ রানে ফেরেন অধিনায়ক বাভুমা। প্রোটিয়ারা বিপদে পড়ে দ্বিতীয় সেশনে। ১৭১ থেকে ১৯১ রানের মধ্যে হারায় আরও ৩ উইকেট। ৫ উইকেটে ১৮০ রান নিয়ে মধ্যাহ্নভোজে যাওয়া স্বাগতিকেরা বাকি উইকেট হারায় দ্বিতীয় সেশনে।
সতীর্থদের আসা যাওয়ার মাঝে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন মার্করাম। খুররম শাহজাদের বলে প্রোটিয়া ওপেনার ৮৯ রানে ফিরলেও বোশের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯০ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
২ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
২ ঘণ্টা আগে