
পাকিস্তানি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ক্রিকেটার! রাজনৈতিক বৈরিতায় সাম্প্রতিক সময়ে এমন দৃশ্য এখন যেন হারাতেই বসেছে। পাকিস্তানিদের মুখে ভারতীয়দের প্রশংসা কালেভদ্রে শোনা গেলেও ভারতের দিক থেকে তার উল্টো প্রতিক্রিয়াটাই পাওয়া যায়। উল্টো স্রোতে হাঁটা সেই ভারতীয়দের মধ্যে ব্যতিক্রমধর্মী প্রতিক্রিয়া দেখা গেল দিনেশ কার্তিকের কথায়।
আইসিসির র্যাঙ্কিংয়ে সাদা বলের ক্রিকেটে দুই ফরম্যাটেই সেরা ব্যাটার বাবর আজম। টেস্টেও খুব বেশি পিছিয়ে নেই পাকিস্তান অধিনায়ক। অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ইংল্যান্ডের জো রুটের পরেই পাঁচে অবস্থান ২৭ বছর বয়সী বাবরের।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সেরা অবস্থানে আছেন বাবর। এ দুই ফরম্যাটের সঙ্গে টেস্টেও পাকিস্তানি ব্যাটারের শীর্ষে ওঠার ভালো সুযোগ দেখছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার দিনেশ কার্তিক। আইপিএলে দারুণ খেলে দক্ষিণ আফ্রিকা সিরিজের টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া ৩৭ বছর বয়সী ব্যাটার আছেন ফুরফুরে মেজাজে। আইসিসির কাছে পাকিস্তানি অধিনায়কের প্রশংসা করে কার্তিক বলেছেন, ‘বাবরের শতভাগ সুযোগ আছে তিন ফরম্যাটে শীর্ষে ওঠার। সে উচ্চমানের একজন ক্রিকেটার, যে নিজের ব্যাটিং দক্ষতা দিয়েই শীর্ষে উঠেছে।’
পাশাপাশি বাবরের জন্য শুভকামনাও জানিয়ে রেখেছেন কার্তিক, ‘তিন ফরম্যাটের ক্রিকেটেই সে অবিশ্বাস্য এবং যেকোনো পজিশনেই খেলতে পারে। তার মধ্যে সম্ভাবনা আছে এবং তাকে শুভকামনা জানাচ্ছি। সে সব পাকিস্তানির সমর্থন, যা তাঁকে নিজের এবং দেশের জন্য ভালো করতে অনুপ্রেরণা জোগায়।’
৪০ টেস্টে ৪৫.৯৮ গড়ে ২৮৫১ রান করেছেন বাবর। এ বছর টেস্টে পার করবেন ব্যস্ত এক সময়। বর্তমানের সাফল্য ধরে রাখতে পারলে বাবরও একদিন ‘ফ্যাব ফোর’খ্যাত কোহলি, স্মিথ, উইলিয়ামসন, রুটদের তালিকায় ঢুকতে পারবেন বলে বিশ্বাস কার্তিকের। বলেছেন, ‘আমরা যে ফ্যাব ফোরের কথা বলছি, তাঁরা অনেক দিন থেকেই ক্রিকেট খেলছে। কোনো সন্দেহ নেই, বাবরের ভালো সম্ভাবনা আছে। হয়তো তাঁকে নিয়েও একদিন ফ্যাব ফাইভ নামে একটা দল হবে। সে আসলেই একজন সেরা ক্রিকেটার।’

পাকিস্তানি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ক্রিকেটার! রাজনৈতিক বৈরিতায় সাম্প্রতিক সময়ে এমন দৃশ্য এখন যেন হারাতেই বসেছে। পাকিস্তানিদের মুখে ভারতীয়দের প্রশংসা কালেভদ্রে শোনা গেলেও ভারতের দিক থেকে তার উল্টো প্রতিক্রিয়াটাই পাওয়া যায়। উল্টো স্রোতে হাঁটা সেই ভারতীয়দের মধ্যে ব্যতিক্রমধর্মী প্রতিক্রিয়া দেখা গেল দিনেশ কার্তিকের কথায়।
আইসিসির র্যাঙ্কিংয়ে সাদা বলের ক্রিকেটে দুই ফরম্যাটেই সেরা ব্যাটার বাবর আজম। টেস্টেও খুব বেশি পিছিয়ে নেই পাকিস্তান অধিনায়ক। অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ইংল্যান্ডের জো রুটের পরেই পাঁচে অবস্থান ২৭ বছর বয়সী বাবরের।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সেরা অবস্থানে আছেন বাবর। এ দুই ফরম্যাটের সঙ্গে টেস্টেও পাকিস্তানি ব্যাটারের শীর্ষে ওঠার ভালো সুযোগ দেখছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার দিনেশ কার্তিক। আইপিএলে দারুণ খেলে দক্ষিণ আফ্রিকা সিরিজের টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া ৩৭ বছর বয়সী ব্যাটার আছেন ফুরফুরে মেজাজে। আইসিসির কাছে পাকিস্তানি অধিনায়কের প্রশংসা করে কার্তিক বলেছেন, ‘বাবরের শতভাগ সুযোগ আছে তিন ফরম্যাটে শীর্ষে ওঠার। সে উচ্চমানের একজন ক্রিকেটার, যে নিজের ব্যাটিং দক্ষতা দিয়েই শীর্ষে উঠেছে।’
পাশাপাশি বাবরের জন্য শুভকামনাও জানিয়ে রেখেছেন কার্তিক, ‘তিন ফরম্যাটের ক্রিকেটেই সে অবিশ্বাস্য এবং যেকোনো পজিশনেই খেলতে পারে। তার মধ্যে সম্ভাবনা আছে এবং তাকে শুভকামনা জানাচ্ছি। সে সব পাকিস্তানির সমর্থন, যা তাঁকে নিজের এবং দেশের জন্য ভালো করতে অনুপ্রেরণা জোগায়।’
৪০ টেস্টে ৪৫.৯৮ গড়ে ২৮৫১ রান করেছেন বাবর। এ বছর টেস্টে পার করবেন ব্যস্ত এক সময়। বর্তমানের সাফল্য ধরে রাখতে পারলে বাবরও একদিন ‘ফ্যাব ফোর’খ্যাত কোহলি, স্মিথ, উইলিয়ামসন, রুটদের তালিকায় ঢুকতে পারবেন বলে বিশ্বাস কার্তিকের। বলেছেন, ‘আমরা যে ফ্যাব ফোরের কথা বলছি, তাঁরা অনেক দিন থেকেই ক্রিকেট খেলছে। কোনো সন্দেহ নেই, বাবরের ভালো সম্ভাবনা আছে। হয়তো তাঁকে নিয়েও একদিন ফ্যাব ফাইভ নামে একটা দল হবে। সে আসলেই একজন সেরা ক্রিকেটার।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে