ভারতীয় ক্রিকেট দলকে এখন প্রায় সময়ই নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। আরও একবার হার্দিকের কাঁধে উঠল ভারতীয় দলের দায়িত্ব। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার। আর ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
টি-টোয়েন্টির অধিনায়কত্ব তো বটেই, ওয়ানডে সিরিজের সহ-অধিনায়কের দায়িত্বও পেয়েছেন হার্দিক। রোহিতের নেতৃত্বে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন শিখর ধাওয়ান। চলতি বছর ওয়ানডেতে অফ ফর্মে ছিলেন ধাওয়ান। সদ্য সমাপ্ত বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৬ গড় ও ৫১.৪২ স্ট্রাইকরেটে করেছেন ১৮ রান। চোটের কারণে বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে যাওয়া দীপক চাহারও নেই শ্রীলঙ্কা সিরিজে। দলে ফিরেছেন সঞ্জু স্যামসন ও আর্শদীপ সিং।
অন্যদিকে টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন শিভম মাভি ও মুকেশ কুমার। বিরাট কোহলি, লোকেশ রাহুলের কেউই নেই টি-টোয়েন্টি দলে। আর হাঁটুর চোট থেকে এখনো সেরে না ওঠায় রবীন্দ্র জাদেজা নেই কোনো সিরিজে। ঋষভ পন্তকেও ওয়ানডে, টি-টোয়েন্টির কোনো দলেই রাখা হয়নি।
জানুয়ারিতে ভারত-শ্রীলঙ্কা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। ৩ জানুয়ারি ওয়াংখেড়েতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৫ ও ৭ জানুয়ারি পুনে ও রাজকোটে হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি। ১০, ১২ ও ১৫ জানুয়ারি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। গৌহাটি, কলকাতা ও তিরুবন্তপুরমে হবে ওয়ানডে তিনটি।
শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতের দল:
টি-টোয়েন্টি দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড, শুভমন গিল, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, হার্শাল প্যাটেল, উমরান মালিক, শিভম মাভি, মুকেশ কুমার
ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শুভমন গিল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, উমরান মালিক, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৬ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে