
পাকিস্তান সিরিজ দিয়েই ফেরার ব্যাপারে আশার কথা শুনিয়েছিলেন বেন স্টোকস। শেষ পর্যন্ত সেটাই হলো। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরেছেন স্টোকস। অভিষেকের অপেক্ষায় থাকা আরও দুই ইংলিশ ক্রিকেটার যাচ্ছেন পাকিস্তানে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন স্টোকস। ১৭ সদস্যের দলে টেস্টে অভিষেকের অপেক্ষায় আছেন ব্রাইডন কার্স ও জর্ডান কক্স। যেখানে ১৪ ওয়ানডে ও ৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টি—কার্স ইংল্যান্ডের জার্সিতে ১৭ ম্যাচ খেলেছেন। তবে কক্স এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।
পেস আক্রমণে কার্সের সঙ্গে থাকছেন গাস অ্যাটকিনসন, ম্যাথু পটস, জশ হাল ও ওলি স্টোন। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো বিদেশে ম্যাচ খেলতে যাচ্ছেন হাল। লন্ডনের ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্ট দিয়ে ইংল্যান্ডের জার্সিতে পথচলা শুরু হয় হালের। অ্যাটকিনসন তো এরই মধ্যে টেস্টে রেকর্ড বই ওলট পালট করে দিয়েছেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন। এটা তিনি করেছেন লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে।
পাকিস্তান সিরিজ দিয়ে স্টোকসের পাশাপাশি ফিরেছেন জ্যাক ক্রলি, জ্যাক লিচ ও রেহান আহমেদ। যেখানে লিচ ও রেহান এ বছর ভারতের বিপক্ষে টেস্টের পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে আর কোনো ম্যাচই খেলেননি। ক্রলি লঙ্কানদের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজটা মিস করেছেন। স্পিন আক্রমণে পাকিস্তান সিরিজে লিচ, রেহানের সঙ্গে থাকছেন শোয়েব বশির। ব্যাটিং লাইনআপে জো রুট, বেন ডাকেট, হ্যারি ব্রুকদের সঙ্গে থাকছেন দুই পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস ও স্টোকস। শ্রীলঙ্কা সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে থাকা ওলি পোপও পাকিস্তান সিরিজে আছেন। যেখানে স্টোকস চোটে পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটা খেলতে পারেননি।
৭ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের অন্তর্ভুক্ত। তবে ভেন্যু নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ড দল
বেন স্টোকস (অধিনায়ক), ওলি পোপ, জর্ডান কক্স, জো রুট, শোয়েব বশির, বেন ডাকেট, জ্যাক ক্রলি, ম্যাথু পটস, ওলি স্টোন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স ক্রিস ওকস, জেমি স্মিথ, জ্যাক লিচ, গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, জশ হাল

পাকিস্তান সিরিজ দিয়েই ফেরার ব্যাপারে আশার কথা শুনিয়েছিলেন বেন স্টোকস। শেষ পর্যন্ত সেটাই হলো। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরেছেন স্টোকস। অভিষেকের অপেক্ষায় থাকা আরও দুই ইংলিশ ক্রিকেটার যাচ্ছেন পাকিস্তানে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন স্টোকস। ১৭ সদস্যের দলে টেস্টে অভিষেকের অপেক্ষায় আছেন ব্রাইডন কার্স ও জর্ডান কক্স। যেখানে ১৪ ওয়ানডে ও ৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টি—কার্স ইংল্যান্ডের জার্সিতে ১৭ ম্যাচ খেলেছেন। তবে কক্স এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।
পেস আক্রমণে কার্সের সঙ্গে থাকছেন গাস অ্যাটকিনসন, ম্যাথু পটস, জশ হাল ও ওলি স্টোন। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো বিদেশে ম্যাচ খেলতে যাচ্ছেন হাল। লন্ডনের ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্ট দিয়ে ইংল্যান্ডের জার্সিতে পথচলা শুরু হয় হালের। অ্যাটকিনসন তো এরই মধ্যে টেস্টে রেকর্ড বই ওলট পালট করে দিয়েছেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন। এটা তিনি করেছেন লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে।
পাকিস্তান সিরিজ দিয়ে স্টোকসের পাশাপাশি ফিরেছেন জ্যাক ক্রলি, জ্যাক লিচ ও রেহান আহমেদ। যেখানে লিচ ও রেহান এ বছর ভারতের বিপক্ষে টেস্টের পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে আর কোনো ম্যাচই খেলেননি। ক্রলি লঙ্কানদের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজটা মিস করেছেন। স্পিন আক্রমণে পাকিস্তান সিরিজে লিচ, রেহানের সঙ্গে থাকছেন শোয়েব বশির। ব্যাটিং লাইনআপে জো রুট, বেন ডাকেট, হ্যারি ব্রুকদের সঙ্গে থাকছেন দুই পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস ও স্টোকস। শ্রীলঙ্কা সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে থাকা ওলি পোপও পাকিস্তান সিরিজে আছেন। যেখানে স্টোকস চোটে পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটা খেলতে পারেননি।
৭ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের অন্তর্ভুক্ত। তবে ভেন্যু নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ড দল
বেন স্টোকস (অধিনায়ক), ওলি পোপ, জর্ডান কক্স, জো রুট, শোয়েব বশির, বেন ডাকেট, জ্যাক ক্রলি, ম্যাথু পটস, ওলি স্টোন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স ক্রিস ওকস, জেমি স্মিথ, জ্যাক লিচ, গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, জশ হাল

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১০ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৫ ঘণ্টা আগে