
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ সিরিজ দিয়ে ফিরেছেন পাকিস্তানের তারকা পেসাররা। তবে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের মতো ক্রিকেটারদের এই সিরিজে জায়গা হয়নি।
বাংলাদেশ সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন শাদাব খান। এই সিরিজ দিয়ে চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন হুসেইন তালাত। ২০২১ সালে টি-টোয়েন্টি ম্যাচটাই পাকিস্তানের জার্সিতে তালাতের সবশেষ কোনো ম্যাচ। আর নাসিম শাহ, হাসান আলীর মতো পেসাররা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন বাংলাদেশ সিরিজ দিয়েই। দুই পেসারই পাকিস্তানের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালে। যেখানে পাকিস্তান সবশেষ টি-টোয়েন্টি খেলেছে এ বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে।
ব্যাটিং লাইনআপে থাকছেন ফখর জামান, সাইম আইয়ুব, হাসান নাওয়াজরা। এ বছরের মার্চে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। সাইমের খন্ডকালীন স্পিন বোলিং কার্যকরী হতে পারে। শাদাবের সঙ্গে আরেক লেগস্পিনার আবরার আহমেদ থাকছেন এই সিরিজে। সালমান স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার খুশদিল শাহ আছেন এই সিরিজে। শেষের দিকে ঝড় তুলতে তিনি বেশ সিদ্ধহস্ত।
মিডল অর্ডারে ঝোড়ো ব্যাটিংয়ে অভ্যস্ত আরেক ব্যাটার মুহাম্মদ ইরফান খান আছেন বাংলাদেশ সিরিজে। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আছেন মোহাম্মদ হারিস। কদিন আগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরির বন্যা বইয়ে দেওয়া সাহিবজাদা ফারহানকে নেওয়া হয়েছে বাংলাদেশ সিরিজের দলে। তবে তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির জায়গা মেলেনি এই সিরিজে। পেস বোলিং ডিপার্টমেন্টকে নাসিম-হাসানদের নেতৃত্ব দিতে হবে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তালাতের সঙ্গে আছেন ফাহিম আশরাফ।
বাংলাদেশ সিরিজ দিয়ে পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসনের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে। পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিন ম্যাচ। শিগগিরই সিরিজের পূর্ণাঙ্গ সূচি জানানো হবে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের দল
সালমান আলী আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক ব্যাটার), সাইম আইয়ুব

বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে