
ঢাকা: লর্ডসে চলছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের টেস্ট। আর ঘুম হারাম ডেভিড ওয়ার্নারের! এই ম্যাচে তো ওয়ার্নারের ভূমিকা শুধুই দর্শক, তবু কেন অস্ট্রেলিয়ান ওপেনারের এত চিন্তা?
ওয়ার্নার নিজেই টুইটারে বিষয়টি পরিষ্কার করেছেন, টিভি পর্দায় যতবার স্টুয়ার্ট ব্রডকে দেখছেন ততবারই গত অ্যাশেজের ব্রড–আতঙ্ক ফিরে আসছে মনে! যে আতঙ্কে তিনি সামনের অ্যাশেজে ব্রডকে কীভাবে সামলাবেন, সেই চিন্তায় ঘুমাতে পারছেন না! ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ২০১৯ অ্যাশেজে ব্রড যেভাবে ওয়ার্নারকে ভুগিয়েছেন, তাতে ওয়ার্নারের ঘুম উধাও হওয়াটাই স্বাভাবিক!
পাঁচ ম্যাচের সেই সিরিজে ১০ ইনিংসের সাতবারই ওয়ার্নারকে আউট করেছেন ব্রড। সাতবারের তিনবারই রানের খাতা খুলতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনার। বাকি চার ইনিংসে তাঁর রান ২,৮,৩ ও ১১। ব্রডের বলে আউট হওয়া বিবর্ণ সংখ্যাগুলো গত অ্যাশেজে ওয়ার্নারের মলিন পারফরম্যান্সের সাক্ষী দেয়। অন্য তিন ইনিংসে তিনি আউট হয়েছিলেন জফরা আর্চারের বলে। সব মিলিয়ে সেই সিরিজে ওয়ার্নারের ব্যাট থেকে এসেছিল ৯৫ রান।
শুধু গত অ্যাশেজই নয়, ক্যারিয়ারজুড়েই ওয়ার্নারকে রীতিমতো ‘বানি’ বানিয়ে ফেলেছেন ব্রড। টেস্ট ক্যারিয়ারে ওয়ার্নার সবচেয়ে বেশি আউট হয়েছেন এই ইংলিশ ফাস্ট বোলারের বলে। ব্রডের বিপক্ষে ৪২ ইনিংসের ১২বারই আউট হয়েছেন এই বাঁহাতি ওপেনার। নির্দিষ্ট বোলারের বলে ওয়ার্নারের বেশিবার আউটের এই তালিকার প্রথম তিনজনের দুজনই ইংলিশ পেসার। তালিকার এক নম্বরে ব্রড সেটা তো আগেই বলা হয়েছে। তিনে রয়েছেন আরেক ইংলিশ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন।
টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসনের বিপক্ষে ৩১ ইনিংসের নয়বার ড্রেসিংরুমে ফিরেছেন ওয়ার্নার। কঠিন এই বোলারদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হচ্ছেন ওয়ার্নারও। আগামী অ্যাশেজ হতে যাচ্ছে ডিসেম্বরে। গতবারের ভুলে যাওয়ার পরিসংখ্যান তবু ফিরে ফিরে আসছে ওয়ার্নারের মনে। সেটি যেন আরও বেশি মনে পড়ছে টিভি পর্দায় ব্রডকে দেখে! তবে শুধু আতঙ্কিত হতেই নয়, ওয়ার্নার কিন্তু পরোক্ষভাবে তৈরি হওয়ার কথাটাও জানিয়ে রাখলেন। ঘরের মাঠে হতে যাওয়া সামনের অ্যাশেজে অস্ট্রেলীয় ওপেনার নামতে চাইবেন ব্রডেরই ঘুম হারাম করতে!

ঢাকা: লর্ডসে চলছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের টেস্ট। আর ঘুম হারাম ডেভিড ওয়ার্নারের! এই ম্যাচে তো ওয়ার্নারের ভূমিকা শুধুই দর্শক, তবু কেন অস্ট্রেলিয়ান ওপেনারের এত চিন্তা?
ওয়ার্নার নিজেই টুইটারে বিষয়টি পরিষ্কার করেছেন, টিভি পর্দায় যতবার স্টুয়ার্ট ব্রডকে দেখছেন ততবারই গত অ্যাশেজের ব্রড–আতঙ্ক ফিরে আসছে মনে! যে আতঙ্কে তিনি সামনের অ্যাশেজে ব্রডকে কীভাবে সামলাবেন, সেই চিন্তায় ঘুমাতে পারছেন না! ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ২০১৯ অ্যাশেজে ব্রড যেভাবে ওয়ার্নারকে ভুগিয়েছেন, তাতে ওয়ার্নারের ঘুম উধাও হওয়াটাই স্বাভাবিক!
পাঁচ ম্যাচের সেই সিরিজে ১০ ইনিংসের সাতবারই ওয়ার্নারকে আউট করেছেন ব্রড। সাতবারের তিনবারই রানের খাতা খুলতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনার। বাকি চার ইনিংসে তাঁর রান ২,৮,৩ ও ১১। ব্রডের বলে আউট হওয়া বিবর্ণ সংখ্যাগুলো গত অ্যাশেজে ওয়ার্নারের মলিন পারফরম্যান্সের সাক্ষী দেয়। অন্য তিন ইনিংসে তিনি আউট হয়েছিলেন জফরা আর্চারের বলে। সব মিলিয়ে সেই সিরিজে ওয়ার্নারের ব্যাট থেকে এসেছিল ৯৫ রান।
শুধু গত অ্যাশেজই নয়, ক্যারিয়ারজুড়েই ওয়ার্নারকে রীতিমতো ‘বানি’ বানিয়ে ফেলেছেন ব্রড। টেস্ট ক্যারিয়ারে ওয়ার্নার সবচেয়ে বেশি আউট হয়েছেন এই ইংলিশ ফাস্ট বোলারের বলে। ব্রডের বিপক্ষে ৪২ ইনিংসের ১২বারই আউট হয়েছেন এই বাঁহাতি ওপেনার। নির্দিষ্ট বোলারের বলে ওয়ার্নারের বেশিবার আউটের এই তালিকার প্রথম তিনজনের দুজনই ইংলিশ পেসার। তালিকার এক নম্বরে ব্রড সেটা তো আগেই বলা হয়েছে। তিনে রয়েছেন আরেক ইংলিশ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন।
টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসনের বিপক্ষে ৩১ ইনিংসের নয়বার ড্রেসিংরুমে ফিরেছেন ওয়ার্নার। কঠিন এই বোলারদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হচ্ছেন ওয়ার্নারও। আগামী অ্যাশেজ হতে যাচ্ছে ডিসেম্বরে। গতবারের ভুলে যাওয়ার পরিসংখ্যান তবু ফিরে ফিরে আসছে ওয়ার্নারের মনে। সেটি যেন আরও বেশি মনে পড়ছে টিভি পর্দায় ব্রডকে দেখে! তবে শুধু আতঙ্কিত হতেই নয়, ওয়ার্নার কিন্তু পরোক্ষভাবে তৈরি হওয়ার কথাটাও জানিয়ে রাখলেন। ঘরের মাঠে হতে যাওয়া সামনের অ্যাশেজে অস্ট্রেলীয় ওপেনার নামতে চাইবেন ব্রডেরই ঘুম হারাম করতে!

২০২৫ সাল শেষে এল ২০২৬। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নতুন বছরকে বরণ করে নিয়েছেন দেশবাসী। গান বাজনার পাশাপাশি আতশবাজি, পটকা ফুটিয়ে গত রাতে অনেকে উদযাপন করেছেন ‘থার্টি ফার্স্ট নাইট’। কিন্তু দেশে শোকের পরিবেশে নতুন বছরের আগমন উপলক্ষ্যে এমন জমকালো আয়োজন মেনে নিতে পারছেন না।
১৫ মিনিট আগে
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
১২ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
১৫ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৬ ঘণ্টা আগে