ক্রীড়া ডেস্ক

তারকাদের নিয়ে আগে থেকে কোনো উপসংহারে আসা যায় না। যত বেশি সমালোচনা, ততই বেশি উজ্জীবিত হয়ে ওঠেন। কদিন আগে যে স্টিভ স্মিথ ধুঁকছিলেন, ভারত সিরিজে ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। টানা দুই টেস্টে সেঞ্চুরি করে নতুন এক রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) গতকাল বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ৬৮ রান করেন স্মিথ। ১১১ বল খেলেছিলেন প্রথম দিনে। ৩৪তম টেস্ট সেঞ্চুরি করতে তাঁর লেগেছে আর ৫৬ বল। ইনিংসের ১০১তম ওভারের শেষ বলে নীতিশ কুমার রেড্ডিকে চার মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন স্মিথ। তাতে ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি ১১ সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার। এই তালিকায় দুইয়ে আছেন জো রুট। ভারতের বিপক্ষে টেস্টে রুট করেছেন ১০ সেঞ্চুরি।
ভারতের বিপক্ষে চলমান সিরিজের চতুর্থ টেস্টে সেঞ্চুরি করে ইনিংসটাকে লম্বা করেন স্মিথ। ১৯৭ বলে ১৩ চার ও ৩ ছক্কায় করেন ১৪০ রান। ৭১.০৬ স্ট্রাইকরেটই প্রমাণ করে ম্যাচের পরিস্থিতি বুঝে কীভাবে খেলতে হয়। স্মিথের এই সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে ৪৭৪ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৩৩ ওভারে ২ উইকেটে করেছে ১১৯ রান।যশস্বী জয়সওয়াল ৬১ রান করে অপরাজিত। ২৩ রানে ব্যাটিং করছেন বিরাট কোহলি।
৫১ সেঞ্চুরি করে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা এখনো শচীন টেন্ডুলকারের। দুই, তিন ও চারে থাকা জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা ক্রিকেটের রাজকীয় সংস্করণে করেন ৪৫, ৪১ ও ৩৮ সেঞ্চুরি। স্মিথের সমান ৩৪ সেঞ্চুরি টেস্টে করেন সুনীল গাভাস্কার, মাহেলা জয়বর্ধনে, ব্রায়ান লারা ও ইউনিস খান।
| দল | সেঞ্চুরি | |
|---|---|---|
| স্টিভ স্মিথ | অস্ট্রেলিয়া | ১১ |
| জো রুট | ইংল্যান্ড | ১০ |
| রিকি পন্টিং | অস্ট্রেলিয়া | ৮ |
| স্যার ভিভিয়ান রিচার্ডস | ওয়েস্ট ইন্ডিজ | ৮ |
| স্যার গ্যারি সোবার্স | ওয়েস্ট ইন্ডিজ | ৮ |

তারকাদের নিয়ে আগে থেকে কোনো উপসংহারে আসা যায় না। যত বেশি সমালোচনা, ততই বেশি উজ্জীবিত হয়ে ওঠেন। কদিন আগে যে স্টিভ স্মিথ ধুঁকছিলেন, ভারত সিরিজে ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। টানা দুই টেস্টে সেঞ্চুরি করে নতুন এক রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) গতকাল বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ৬৮ রান করেন স্মিথ। ১১১ বল খেলেছিলেন প্রথম দিনে। ৩৪তম টেস্ট সেঞ্চুরি করতে তাঁর লেগেছে আর ৫৬ বল। ইনিংসের ১০১তম ওভারের শেষ বলে নীতিশ কুমার রেড্ডিকে চার মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন স্মিথ। তাতে ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি ১১ সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার। এই তালিকায় দুইয়ে আছেন জো রুট। ভারতের বিপক্ষে টেস্টে রুট করেছেন ১০ সেঞ্চুরি।
ভারতের বিপক্ষে চলমান সিরিজের চতুর্থ টেস্টে সেঞ্চুরি করে ইনিংসটাকে লম্বা করেন স্মিথ। ১৯৭ বলে ১৩ চার ও ৩ ছক্কায় করেন ১৪০ রান। ৭১.০৬ স্ট্রাইকরেটই প্রমাণ করে ম্যাচের পরিস্থিতি বুঝে কীভাবে খেলতে হয়। স্মিথের এই সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে ৪৭৪ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৩৩ ওভারে ২ উইকেটে করেছে ১১৯ রান।যশস্বী জয়সওয়াল ৬১ রান করে অপরাজিত। ২৩ রানে ব্যাটিং করছেন বিরাট কোহলি।
৫১ সেঞ্চুরি করে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা এখনো শচীন টেন্ডুলকারের। দুই, তিন ও চারে থাকা জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা ক্রিকেটের রাজকীয় সংস্করণে করেন ৪৫, ৪১ ও ৩৮ সেঞ্চুরি। স্মিথের সমান ৩৪ সেঞ্চুরি টেস্টে করেন সুনীল গাভাস্কার, মাহেলা জয়বর্ধনে, ব্রায়ান লারা ও ইউনিস খান।
| দল | সেঞ্চুরি | |
|---|---|---|
| স্টিভ স্মিথ | অস্ট্রেলিয়া | ১১ |
| জো রুট | ইংল্যান্ড | ১০ |
| রিকি পন্টিং | অস্ট্রেলিয়া | ৮ |
| স্যার ভিভিয়ান রিচার্ডস | ওয়েস্ট ইন্ডিজ | ৮ |
| স্যার গ্যারি সোবার্স | ওয়েস্ট ইন্ডিজ | ৮ |

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৬ ঘণ্টা আগে