বিপিএল শেষে দৃষ্টি এবার বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে। আগামীকাল সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে দুই দল, যার মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তর। নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো কাল দলকে নেতৃত্ব দেবেন তিনি।
সব মিলিয়ে অধিনায়কত্ব, নিজের পারফরম্যান্স, ম্যাচের ফল বের করে আনার কৌশল, অনেক কিছুই শান্তকে সামলাতে হবে। ফলে তাঁর কিছুটা চাপ থাকবে এটাই স্বাভাবিক। শান্ত অবশ্য চাপ নিয়ে কিছুই চিন্তা করছেন না। শুধু কাজেই তাঁর দৃষ্টি।
আজ টি-টোয়েন্টি সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বললেন, ‘চাপ অনুভব করছি না। আমাদের কাজ নিয়ে আমরা ফোকাস করছি। আমরা কী করতে পারি, আমাদের হাতে কোন জিনিসটা আছে, আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারি সেটাই করব। চাপ প্রত্যেকটা আন্তর্জাতিক সিরিজই। সেটা আমাদের জন্যও, প্রতিপক্ষ দলের জন্যও। এটা থাকবেই। সবাই যথেষ্ট পরিণত এই ব্যাপারগুলো সামলানোর জন্য।’
আঙুলের চোটে পড়ে এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক। কিন্তু একজন স্পিনারের জায়গায় ব্যাটারকে কেন দলে নেওয়া হয়েছে?
সেই ব্যাখ্যায় শান্ত বললেন, ‘আমাদের মাশাআল্লাহ যথেষ্ট স্পিন অপশন আছে। রিশাদ ভালো বল করেছে, তাইজুল ভাই আছে। ব্যাটার নেওয়া বা জাকেরকে নেওয়ার একটাই কারণ, আমাদের মিডল অর্ডার ব্যাটার প্রয়োজন মনে হয়েছে। আমি বা নির্বাচক-কোচিং স্টাফ যাঁরা ছিলেন, সবার কাছে মনে হয়েছে আমাদের আরেকটা মিডল অর্ডার ব্যাটার প্রয়োজন। এ কারণেই জাকেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
বিপিএলে ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আলিসের জায়গায় সেটা ভালো অপশন হতো কি না, তাঁকে দলে না নেওয়ার ব্যাপারে শান্ত বলেন, ‘সাইফউদ্দিন চোট থেকে ফিরে খুব ভালো খেলেছে, ভালো কামব্যাক করেছে। তবে এত বড় চোট থেকে ফিরে এত বড় সিরিজ খেলাটা, ফিজিও-ট্রেনারদের মনে হয়েছে ওর জন্য ঝুঁকি হবে। আশা করছি ও যদি ধারাবাহিকতা রাখে... সামনে ডিপিএল আছে। যদি ভালো করে, অবশ্যই সুযোগ আসবে ইনশা আল্লাহ।’

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
১ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
৮ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে