নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিপিএল শেষে দৃষ্টি এবার বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে। আগামীকাল সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে দুই দল, যার মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তর। নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো কাল দলকে নেতৃত্ব দেবেন তিনি।
সব মিলিয়ে অধিনায়কত্ব, নিজের পারফরম্যান্স, ম্যাচের ফল বের করে আনার কৌশল, অনেক কিছুই শান্তকে সামলাতে হবে। ফলে তাঁর কিছুটা চাপ থাকবে এটাই স্বাভাবিক। শান্ত অবশ্য চাপ নিয়ে কিছুই চিন্তা করছেন না। শুধু কাজেই তাঁর দৃষ্টি।
আজ টি-টোয়েন্টি সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বললেন, ‘চাপ অনুভব করছি না। আমাদের কাজ নিয়ে আমরা ফোকাস করছি। আমরা কী করতে পারি, আমাদের হাতে কোন জিনিসটা আছে, আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারি সেটাই করব। চাপ প্রত্যেকটা আন্তর্জাতিক সিরিজই। সেটা আমাদের জন্যও, প্রতিপক্ষ দলের জন্যও। এটা থাকবেই। সবাই যথেষ্ট পরিণত এই ব্যাপারগুলো সামলানোর জন্য।’
আঙুলের চোটে পড়ে এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক। কিন্তু একজন স্পিনারের জায়গায় ব্যাটারকে কেন দলে নেওয়া হয়েছে?
সেই ব্যাখ্যায় শান্ত বললেন, ‘আমাদের মাশাআল্লাহ যথেষ্ট স্পিন অপশন আছে। রিশাদ ভালো বল করেছে, তাইজুল ভাই আছে। ব্যাটার নেওয়া বা জাকেরকে নেওয়ার একটাই কারণ, আমাদের মিডল অর্ডার ব্যাটার প্রয়োজন মনে হয়েছে। আমি বা নির্বাচক-কোচিং স্টাফ যাঁরা ছিলেন, সবার কাছে মনে হয়েছে আমাদের আরেকটা মিডল অর্ডার ব্যাটার প্রয়োজন। এ কারণেই জাকেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
বিপিএলে ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আলিসের জায়গায় সেটা ভালো অপশন হতো কি না, তাঁকে দলে না নেওয়ার ব্যাপারে শান্ত বলেন, ‘সাইফউদ্দিন চোট থেকে ফিরে খুব ভালো খেলেছে, ভালো কামব্যাক করেছে। তবে এত বড় চোট থেকে ফিরে এত বড় সিরিজ খেলাটা, ফিজিও-ট্রেনারদের মনে হয়েছে ওর জন্য ঝুঁকি হবে। আশা করছি ও যদি ধারাবাহিকতা রাখে... সামনে ডিপিএল আছে। যদি ভালো করে, অবশ্যই সুযোগ আসবে ইনশা আল্লাহ।’

বিপিএল শেষে দৃষ্টি এবার বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে। আগামীকাল সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে দুই দল, যার মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তর। নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো কাল দলকে নেতৃত্ব দেবেন তিনি।
সব মিলিয়ে অধিনায়কত্ব, নিজের পারফরম্যান্স, ম্যাচের ফল বের করে আনার কৌশল, অনেক কিছুই শান্তকে সামলাতে হবে। ফলে তাঁর কিছুটা চাপ থাকবে এটাই স্বাভাবিক। শান্ত অবশ্য চাপ নিয়ে কিছুই চিন্তা করছেন না। শুধু কাজেই তাঁর দৃষ্টি।
আজ টি-টোয়েন্টি সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বললেন, ‘চাপ অনুভব করছি না। আমাদের কাজ নিয়ে আমরা ফোকাস করছি। আমরা কী করতে পারি, আমাদের হাতে কোন জিনিসটা আছে, আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারি সেটাই করব। চাপ প্রত্যেকটা আন্তর্জাতিক সিরিজই। সেটা আমাদের জন্যও, প্রতিপক্ষ দলের জন্যও। এটা থাকবেই। সবাই যথেষ্ট পরিণত এই ব্যাপারগুলো সামলানোর জন্য।’
আঙুলের চোটে পড়ে এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক। কিন্তু একজন স্পিনারের জায়গায় ব্যাটারকে কেন দলে নেওয়া হয়েছে?
সেই ব্যাখ্যায় শান্ত বললেন, ‘আমাদের মাশাআল্লাহ যথেষ্ট স্পিন অপশন আছে। রিশাদ ভালো বল করেছে, তাইজুল ভাই আছে। ব্যাটার নেওয়া বা জাকেরকে নেওয়ার একটাই কারণ, আমাদের মিডল অর্ডার ব্যাটার প্রয়োজন মনে হয়েছে। আমি বা নির্বাচক-কোচিং স্টাফ যাঁরা ছিলেন, সবার কাছে মনে হয়েছে আমাদের আরেকটা মিডল অর্ডার ব্যাটার প্রয়োজন। এ কারণেই জাকেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
বিপিএলে ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আলিসের জায়গায় সেটা ভালো অপশন হতো কি না, তাঁকে দলে না নেওয়ার ব্যাপারে শান্ত বলেন, ‘সাইফউদ্দিন চোট থেকে ফিরে খুব ভালো খেলেছে, ভালো কামব্যাক করেছে। তবে এত বড় চোট থেকে ফিরে এত বড় সিরিজ খেলাটা, ফিজিও-ট্রেনারদের মনে হয়েছে ওর জন্য ঝুঁকি হবে। আশা করছি ও যদি ধারাবাহিকতা রাখে... সামনে ডিপিএল আছে। যদি ভালো করে, অবশ্যই সুযোগ আসবে ইনশা আল্লাহ।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৭ ঘণ্টা আগে