
চ্যাম্পিয়নস ট্রফিতে সেরা প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ—কদিন আগে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স এমনটাই জানিয়েছিলেন। কারণ, টি-টোয়েন্টি সংস্করণের বিপিএল খেলে বাংলাদেশের ক্রিকেটাররা এখন খেলবেন ৫০ ওভারের টুর্নামেন্ট। তবে সিমন্সের চেয়ে মোহাম্মদ নবী ব্যাপারটিকে দেখছেন একটু ভিন্নভাবে। কারণ, সদ্য শেষ হওয়া বিপিএলে নবী জিতেছেন শিরোপা।
চ্যাম্পিয়নস ট্রফির আগে আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তান সবশেষ ম্যাচ খেলেছে এ বছরের জানুয়ারিতে। জিম্বাবুয়ের বিপক্ষে সেটি ছিল টেস্ট ম্যাচ। নবী সবশেষ আফগানিস্তানের জার্সিতে গত বছরের ডিসেম্বরে খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে। এই সিরিজ খেলে নবী ব্যস্ত হয়ে যান বিপিএলে। এক মাসেরও বেশি সময় চলা এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। ফাইনালে তাঁর দল বরিশাল কী এক রুদ্ধশ্বাস ম্যাচ খেলে শিরোপা জিতেছে, সেটা তো অনেকেই দেখেছেন।
পেন্ডুলামের মতো দুলতে থাকা বিপিএল ফাইনালে বরিশালের শিরোপাজয় নবীকে দিচ্ছে বাড়তি অনুপ্রেরণা। দরজায় কড়া নাড়তে থাকা চ্যাম্পিয়নস ট্রফির আগে আইসিসিকে আফগানিস্তানের এই অলরাউন্ডার বলেছেন, ‘ফাইনালে কঠিন অবস্থা থেকে বিপিএলে চ্যাম্পিয়ন হওয়াটা আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে। পুরো টুর্নামেন্টে আমরা সত্যিই ভালো খেলেছি। আমার পারফরম্যান্সও ভালো ছিল। বোলিং, ব্যাটিং সব দিক থেকেই। চার-পাঁচটা ম্যাচে দলকে জেতাতে সাহায্য করেছি।’
ওয়ানডেতে আফগানিস্তান সবশেষ খেলেছে ২০২৪ সালের ডিসেম্বরে। গত দুই মাস ওয়ানডে সংস্করণের কোনো ম্যাচ না খেললেও চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুতিটা ভালো হয়েছে বলে জানিয়েছেন নবী। আফগানিস্তানের তারকা অলরাউন্ডার বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুতি ভালো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে ব্যস্ত ছিলাম। জাতীয় দলের সঙ্গে আবুধাবিতে তিনটি সেশন করেছি। মনে হয় আমি ভালো আছি।’
বাবার দেখানো পথ অনুসরণ করে ছেলের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার উদাহরণ রয়েছে অনেক। তবে জাতীয় দলে একই সঙ্গে খেলার ঘটনা বিরলই বলতে হচ্ছে। নবী চান এমন কিছুই করতে। যেখানে তাঁর ছেলে হাসান ইসাখিল আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচই খেলেননি। আইসিসিকে নবী বলেন, ‘এটা আমার স্বপ্ন (ছেলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলা)। আশা করি এটা আমরা করতে পারব। সে ভালো খেলছে। কঠোর পরিশ্রম করছে এবং আমি তাকে উৎসাহ দিচ্ছি।’
২০২৪ সালের নভেম্বরে নবী জানিয়েছিলেন, চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই ওয়ানডের ইতি টানতে যাচ্ছেন তিনি। তবে তিন মাস পর এসে তিনি ভুগছেন সিদ্ধান্তহীনতায়। চ্যাম্পিয়নস ট্রফির পর কী করবেন, সেটা নিয়ে আফগানিস্তানের তারকা অলরাউন্ডার বলেন, ‘এটা সম্ভবত আমার শেষ ওয়ানডে হচ্ছে না। আমি সম্ভবত ওয়ানডে কম খেলব এবং তরুণদের অভিজ্ঞতা অর্জন করতে সুযোগ দেব। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে দেখলাম, হতেও পারে আবার নাও হতে পারে (চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ওয়ানডে অবসর)। জিনিসটা ভেবে দেখব। ফিটনেসের ওপর নির্ভর করছে।’
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার গ্রুপে পড়েছে আফগানিস্তান। ২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আফগানদের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান। ২৬ ও ২৮ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে আফগানরা। আফগানিস্তান-ইংল্যান্ড, আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ দুটি হবে লাহোরেই।

চ্যাম্পিয়নস ট্রফিতে সেরা প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ—কদিন আগে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স এমনটাই জানিয়েছিলেন। কারণ, টি-টোয়েন্টি সংস্করণের বিপিএল খেলে বাংলাদেশের ক্রিকেটাররা এখন খেলবেন ৫০ ওভারের টুর্নামেন্ট। তবে সিমন্সের চেয়ে মোহাম্মদ নবী ব্যাপারটিকে দেখছেন একটু ভিন্নভাবে। কারণ, সদ্য শেষ হওয়া বিপিএলে নবী জিতেছেন শিরোপা।
চ্যাম্পিয়নস ট্রফির আগে আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তান সবশেষ ম্যাচ খেলেছে এ বছরের জানুয়ারিতে। জিম্বাবুয়ের বিপক্ষে সেটি ছিল টেস্ট ম্যাচ। নবী সবশেষ আফগানিস্তানের জার্সিতে গত বছরের ডিসেম্বরে খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে। এই সিরিজ খেলে নবী ব্যস্ত হয়ে যান বিপিএলে। এক মাসেরও বেশি সময় চলা এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। ফাইনালে তাঁর দল বরিশাল কী এক রুদ্ধশ্বাস ম্যাচ খেলে শিরোপা জিতেছে, সেটা তো অনেকেই দেখেছেন।
পেন্ডুলামের মতো দুলতে থাকা বিপিএল ফাইনালে বরিশালের শিরোপাজয় নবীকে দিচ্ছে বাড়তি অনুপ্রেরণা। দরজায় কড়া নাড়তে থাকা চ্যাম্পিয়নস ট্রফির আগে আইসিসিকে আফগানিস্তানের এই অলরাউন্ডার বলেছেন, ‘ফাইনালে কঠিন অবস্থা থেকে বিপিএলে চ্যাম্পিয়ন হওয়াটা আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে। পুরো টুর্নামেন্টে আমরা সত্যিই ভালো খেলেছি। আমার পারফরম্যান্সও ভালো ছিল। বোলিং, ব্যাটিং সব দিক থেকেই। চার-পাঁচটা ম্যাচে দলকে জেতাতে সাহায্য করেছি।’
ওয়ানডেতে আফগানিস্তান সবশেষ খেলেছে ২০২৪ সালের ডিসেম্বরে। গত দুই মাস ওয়ানডে সংস্করণের কোনো ম্যাচ না খেললেও চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুতিটা ভালো হয়েছে বলে জানিয়েছেন নবী। আফগানিস্তানের তারকা অলরাউন্ডার বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুতি ভালো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে ব্যস্ত ছিলাম। জাতীয় দলের সঙ্গে আবুধাবিতে তিনটি সেশন করেছি। মনে হয় আমি ভালো আছি।’
বাবার দেখানো পথ অনুসরণ করে ছেলের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার উদাহরণ রয়েছে অনেক। তবে জাতীয় দলে একই সঙ্গে খেলার ঘটনা বিরলই বলতে হচ্ছে। নবী চান এমন কিছুই করতে। যেখানে তাঁর ছেলে হাসান ইসাখিল আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচই খেলেননি। আইসিসিকে নবী বলেন, ‘এটা আমার স্বপ্ন (ছেলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলা)। আশা করি এটা আমরা করতে পারব। সে ভালো খেলছে। কঠোর পরিশ্রম করছে এবং আমি তাকে উৎসাহ দিচ্ছি।’
২০২৪ সালের নভেম্বরে নবী জানিয়েছিলেন, চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই ওয়ানডের ইতি টানতে যাচ্ছেন তিনি। তবে তিন মাস পর এসে তিনি ভুগছেন সিদ্ধান্তহীনতায়। চ্যাম্পিয়নস ট্রফির পর কী করবেন, সেটা নিয়ে আফগানিস্তানের তারকা অলরাউন্ডার বলেন, ‘এটা সম্ভবত আমার শেষ ওয়ানডে হচ্ছে না। আমি সম্ভবত ওয়ানডে কম খেলব এবং তরুণদের অভিজ্ঞতা অর্জন করতে সুযোগ দেব। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে দেখলাম, হতেও পারে আবার নাও হতে পারে (চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ওয়ানডে অবসর)। জিনিসটা ভেবে দেখব। ফিটনেসের ওপর নির্ভর করছে।’
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার গ্রুপে পড়েছে আফগানিস্তান। ২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আফগানদের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান। ২৬ ও ২৮ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে আফগানরা। আফগানিস্তান-ইংল্যান্ড, আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ দুটি হবে লাহোরেই।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে