
পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় ভারত। আবুধাবিতে আজ আফগানিস্তানের কাছে হারলে নিভু নিভু আশাটাও ফুরিয়ে যাবে।
যদিও নামে-ভারে, শক্তিমত্তায় ভারতীয়দের ধারেকাছেও নেই আফগানরা। বিশ্বকাপে এর আগে মুখোমুখি হওয়া দুই ম্যাচে হেসেখেলে জিতেছে ভারত। কিন্তু আফগানিস্তানের আগের দলের সঙ্গে এই দলকে মেলালে চলবে না, সেটি ভালো করেই জানা আছে সবার।
রশিদ খান-মোহাম্মদ নবী-মুজিব উর রহমানদের ঘূর্ণি সামলে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বিরাট কোহলির দলকে আজ সেরা ক্রিকেটটাই খেলতে হবে। নয়তো ফের পা হড়কাবে ভারত। উত্তরসূরিদের সেটি মনে করিয়ে দিতে আফগানদের ‘কলার খোসার’ মতোই পিচ্ছিল হিসেবে তুলনা করলেন সুনীল গাভাস্কার। ভারতের কিংবদন্তি এই ব্যাটারের ভাষ্য, ‘ওরা (আফগানিস্তান) কলার খোসার মতোই পিচ্ছিল প্রতিপক্ষ। কেউ যদি রাস্তা দেখে না হাঁটে (আফগানদের সহজভাবে নেয়), তাহলে পিছলে পড়বেই।’
আফগানদের মূল শক্তি স্পিনাররা। কিন্তু স্পিনারদের বিপক্ষে ভারতীয় ব্যাটারদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ব্যাপারটি গাভাস্কারের মনেও উৎকণ্ঠার জন্ম দিয়েছে, ‘ওরা (রশিদ-নবী-মুজিবরা) ব্যতিক্রম ও বৈচিত্র্যময় বোলার, যা কোনো দলের জন্য ভয়ের কারণ। এ ধরনের স্পিনারদের বিপক্ষে ভারতের ব্যাটারদের সাম্প্রতিক পারফরম্যান্সও আশাব্যঞ্জক নয়।’
শুধু স্পিনার নয়, আফগানদের হার্ড হিটার ব্যাটারদের নিয়েও সতর্ক করলেন বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে থাকা গাভাস্কার, ‘ওদের ব্যাটাররা নির্ভীক। পুরো ২০ ওভার বড় শট খেলতে পছন্দ করে, ক্রিজে গিয়েই স্বচ্ছন্দে ব্যাট চালাতে থাকে। ওরা সত্যিই বিপজ্জনক।’

পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় ভারত। আবুধাবিতে আজ আফগানিস্তানের কাছে হারলে নিভু নিভু আশাটাও ফুরিয়ে যাবে।
যদিও নামে-ভারে, শক্তিমত্তায় ভারতীয়দের ধারেকাছেও নেই আফগানরা। বিশ্বকাপে এর আগে মুখোমুখি হওয়া দুই ম্যাচে হেসেখেলে জিতেছে ভারত। কিন্তু আফগানিস্তানের আগের দলের সঙ্গে এই দলকে মেলালে চলবে না, সেটি ভালো করেই জানা আছে সবার।
রশিদ খান-মোহাম্মদ নবী-মুজিব উর রহমানদের ঘূর্ণি সামলে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বিরাট কোহলির দলকে আজ সেরা ক্রিকেটটাই খেলতে হবে। নয়তো ফের পা হড়কাবে ভারত। উত্তরসূরিদের সেটি মনে করিয়ে দিতে আফগানদের ‘কলার খোসার’ মতোই পিচ্ছিল হিসেবে তুলনা করলেন সুনীল গাভাস্কার। ভারতের কিংবদন্তি এই ব্যাটারের ভাষ্য, ‘ওরা (আফগানিস্তান) কলার খোসার মতোই পিচ্ছিল প্রতিপক্ষ। কেউ যদি রাস্তা দেখে না হাঁটে (আফগানদের সহজভাবে নেয়), তাহলে পিছলে পড়বেই।’
আফগানদের মূল শক্তি স্পিনাররা। কিন্তু স্পিনারদের বিপক্ষে ভারতীয় ব্যাটারদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ব্যাপারটি গাভাস্কারের মনেও উৎকণ্ঠার জন্ম দিয়েছে, ‘ওরা (রশিদ-নবী-মুজিবরা) ব্যতিক্রম ও বৈচিত্র্যময় বোলার, যা কোনো দলের জন্য ভয়ের কারণ। এ ধরনের স্পিনারদের বিপক্ষে ভারতের ব্যাটারদের সাম্প্রতিক পারফরম্যান্সও আশাব্যঞ্জক নয়।’
শুধু স্পিনার নয়, আফগানদের হার্ড হিটার ব্যাটারদের নিয়েও সতর্ক করলেন বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে থাকা গাভাস্কার, ‘ওদের ব্যাটাররা নির্ভীক। পুরো ২০ ওভার বড় শট খেলতে পছন্দ করে, ক্রিজে গিয়েই স্বচ্ছন্দে ব্যাট চালাতে থাকে। ওরা সত্যিই বিপজ্জনক।’

মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ পড়ার ঘটনায় সমালোচনার ঝড় যেন থামছেই না। বিষয়টি নিয়ে এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে দেশের ক্রিকেটেই। যেখানে জড়িয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং দেশের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন তামিম ইকবালের নাম।
৮ মিনিট আগে
ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের মুখে পড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তেজনা চলছে ক্রিকেটবিশ্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক মনে করেন, মোস্তাফিজের জায়গায় লিটন দাস কিংবা সৌম্
১ ঘণ্টা আগে
পার্থ স্করচার্সের পর সিডনি থান্ডারের বিপক্ষে উইকেটের দেখা পাননি রিশাদ হোসেন। টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকার পর অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে বল হাতে নিজের সেরাটাই দিলেন এই লেগস্পিনার। দুর্দান্ত বোলিংয়ে আজ ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। এমন বোলিংয়ের পর হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান এলিসের প্রশংসা ক
২ ঘণ্টা আগে
১২৯ রানের লক্ষ্য বর্তমান টি-টোয়েন্টির বিচারে আহামরি কিছু নয়। তবে কখনো কখনো বোলাররা এতটাই দাপট দেখান যে ব্যাটারদের রান করতে রীতিমতো নাভিশ্বাস উঠে যায়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচটা হয়েছে এমনই। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে চট্টগ্রাম।
২ ঘণ্টা আগে