
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে না পড়লে ঘরের মাটিতে এবারের এশিয়া কাপ আয়োজন করত শ্রীলঙ্কা। কিন্তু আয়োজক সত্ত্ব নিজেদের থাকলেও সংযুক্ত আরব আমিরাতে খেলতে হচ্ছে তাদের। আসরের শুরুটাও একদম ভালো হয়নি লঙ্কানদের। দুবাইয়ে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একেবারে উড়ে গেছে তারা। হেরেছে ৮ উইকেটের ব্যবধানে।
আসরে টিকে থাকতে হলে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে দাসুন শানাকাদের জিততে হবে বাংলাদেশের বিপক্ষে। ম্যাচটি তাদের জন্য যেমন বাঁচা-মরার তেমনি সাকিব আল হাসানদেরও। যারা জিতবে গ্রুপ রানার-আপ হয়ে জায়গা করে নেবে সুপার ফোরে। এই সুযোগ সাকিবদের থাকলেও দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। লঙ্কান বোলার ভানুকা রাজাপক্ষে জানিয়েছেন, তারা সুপার ফোরে ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলার দিকে তাকিয়ে। বাংলাদেশ বাধা পেরোনোর ব্যাপারে আত্মবিশ্বাসী ভানুকা ভারতীয় বার্তা সংস্থা এএনআই’কে বলেন, ‘প্রথম ম্যাচ হারার পর আমরা জানি, এই ম্যাচে (বাংলাদেশের বিপক্ষে) আমাদের অবশ্যই জিততে হবে। আগামীকাল (আজ) বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হতে এবং সুপার ফোর নিশ্চিত করতে আমাদের ক্যাম্প বেশ উচ্ছ্বসিত। আমরা বাংলাদেশের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে এবং প্রতিযোগিতা করার দিকে তাকিয়ে আছি।’
টি-টোয়েন্টিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার সর্বশেষ দেখা হয়েছিল শারজায়, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্যাচে হেসেছিল লঙ্কানরা। তার মধ্যে গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে তারা। সেই সফরে শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ হারলেও শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ায়। বাংলাদেশের বিপক্ষে আরেকটি লড়াইয়ের আগে এই জয় থেকেই যেন আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন ভানুকা, ‘আমি মনে করি আগামীকাল (আজ) ম্যাচটি খুবই প্রতিযোগিতাপূর্ণ হবে। কারণ গত কয়েকটি ম্যাচে আমরা তাদের হারিয়েছি। তবে আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। এশিয়া কাপে তাদের অভিজ্ঞতা বেশ ভালো। কিন্তু আমরা শ্রীলঙ্কান, গত দুই বছর ধরে ভালো ক্রিকেট খেলছি। তাই এটি সত্যিকারের ভালো লড়াই হতে যাচ্ছে।’

অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে না পড়লে ঘরের মাটিতে এবারের এশিয়া কাপ আয়োজন করত শ্রীলঙ্কা। কিন্তু আয়োজক সত্ত্ব নিজেদের থাকলেও সংযুক্ত আরব আমিরাতে খেলতে হচ্ছে তাদের। আসরের শুরুটাও একদম ভালো হয়নি লঙ্কানদের। দুবাইয়ে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একেবারে উড়ে গেছে তারা। হেরেছে ৮ উইকেটের ব্যবধানে।
আসরে টিকে থাকতে হলে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে দাসুন শানাকাদের জিততে হবে বাংলাদেশের বিপক্ষে। ম্যাচটি তাদের জন্য যেমন বাঁচা-মরার তেমনি সাকিব আল হাসানদেরও। যারা জিতবে গ্রুপ রানার-আপ হয়ে জায়গা করে নেবে সুপার ফোরে। এই সুযোগ সাকিবদের থাকলেও দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। লঙ্কান বোলার ভানুকা রাজাপক্ষে জানিয়েছেন, তারা সুপার ফোরে ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলার দিকে তাকিয়ে। বাংলাদেশ বাধা পেরোনোর ব্যাপারে আত্মবিশ্বাসী ভানুকা ভারতীয় বার্তা সংস্থা এএনআই’কে বলেন, ‘প্রথম ম্যাচ হারার পর আমরা জানি, এই ম্যাচে (বাংলাদেশের বিপক্ষে) আমাদের অবশ্যই জিততে হবে। আগামীকাল (আজ) বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হতে এবং সুপার ফোর নিশ্চিত করতে আমাদের ক্যাম্প বেশ উচ্ছ্বসিত। আমরা বাংলাদেশের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে এবং প্রতিযোগিতা করার দিকে তাকিয়ে আছি।’
টি-টোয়েন্টিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার সর্বশেষ দেখা হয়েছিল শারজায়, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্যাচে হেসেছিল লঙ্কানরা। তার মধ্যে গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে তারা। সেই সফরে শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ হারলেও শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ায়। বাংলাদেশের বিপক্ষে আরেকটি লড়াইয়ের আগে এই জয় থেকেই যেন আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন ভানুকা, ‘আমি মনে করি আগামীকাল (আজ) ম্যাচটি খুবই প্রতিযোগিতাপূর্ণ হবে। কারণ গত কয়েকটি ম্যাচে আমরা তাদের হারিয়েছি। তবে আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। এশিয়া কাপে তাদের অভিজ্ঞতা বেশ ভালো। কিন্তু আমরা শ্রীলঙ্কান, গত দুই বছর ধরে ভালো ক্রিকেট খেলছি। তাই এটি সত্যিকারের ভালো লড়াই হতে যাচ্ছে।’

নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
১ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
১ ঘণ্টা আগে
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
২ ঘণ্টা আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৫ ঘণ্টা আগে