
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে না পড়লে ঘরের মাটিতে এবারের এশিয়া কাপ আয়োজন করত শ্রীলঙ্কা। কিন্তু আয়োজক সত্ত্ব নিজেদের থাকলেও সংযুক্ত আরব আমিরাতে খেলতে হচ্ছে তাদের। আসরের শুরুটাও একদম ভালো হয়নি লঙ্কানদের। দুবাইয়ে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একেবারে উড়ে গেছে তারা। হেরেছে ৮ উইকেটের ব্যবধানে।
আসরে টিকে থাকতে হলে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে দাসুন শানাকাদের জিততে হবে বাংলাদেশের বিপক্ষে। ম্যাচটি তাদের জন্য যেমন বাঁচা-মরার তেমনি সাকিব আল হাসানদেরও। যারা জিতবে গ্রুপ রানার-আপ হয়ে জায়গা করে নেবে সুপার ফোরে। এই সুযোগ সাকিবদের থাকলেও দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। লঙ্কান বোলার ভানুকা রাজাপক্ষে জানিয়েছেন, তারা সুপার ফোরে ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলার দিকে তাকিয়ে। বাংলাদেশ বাধা পেরোনোর ব্যাপারে আত্মবিশ্বাসী ভানুকা ভারতীয় বার্তা সংস্থা এএনআই’কে বলেন, ‘প্রথম ম্যাচ হারার পর আমরা জানি, এই ম্যাচে (বাংলাদেশের বিপক্ষে) আমাদের অবশ্যই জিততে হবে। আগামীকাল (আজ) বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হতে এবং সুপার ফোর নিশ্চিত করতে আমাদের ক্যাম্প বেশ উচ্ছ্বসিত। আমরা বাংলাদেশের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে এবং প্রতিযোগিতা করার দিকে তাকিয়ে আছি।’
টি-টোয়েন্টিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার সর্বশেষ দেখা হয়েছিল শারজায়, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্যাচে হেসেছিল লঙ্কানরা। তার মধ্যে গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে তারা। সেই সফরে শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ হারলেও শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ায়। বাংলাদেশের বিপক্ষে আরেকটি লড়াইয়ের আগে এই জয় থেকেই যেন আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন ভানুকা, ‘আমি মনে করি আগামীকাল (আজ) ম্যাচটি খুবই প্রতিযোগিতাপূর্ণ হবে। কারণ গত কয়েকটি ম্যাচে আমরা তাদের হারিয়েছি। তবে আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। এশিয়া কাপে তাদের অভিজ্ঞতা বেশ ভালো। কিন্তু আমরা শ্রীলঙ্কান, গত দুই বছর ধরে ভালো ক্রিকেট খেলছি। তাই এটি সত্যিকারের ভালো লড়াই হতে যাচ্ছে।’

অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে না পড়লে ঘরের মাটিতে এবারের এশিয়া কাপ আয়োজন করত শ্রীলঙ্কা। কিন্তু আয়োজক সত্ত্ব নিজেদের থাকলেও সংযুক্ত আরব আমিরাতে খেলতে হচ্ছে তাদের। আসরের শুরুটাও একদম ভালো হয়নি লঙ্কানদের। দুবাইয়ে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একেবারে উড়ে গেছে তারা। হেরেছে ৮ উইকেটের ব্যবধানে।
আসরে টিকে থাকতে হলে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে দাসুন শানাকাদের জিততে হবে বাংলাদেশের বিপক্ষে। ম্যাচটি তাদের জন্য যেমন বাঁচা-মরার তেমনি সাকিব আল হাসানদেরও। যারা জিতবে গ্রুপ রানার-আপ হয়ে জায়গা করে নেবে সুপার ফোরে। এই সুযোগ সাকিবদের থাকলেও দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। লঙ্কান বোলার ভানুকা রাজাপক্ষে জানিয়েছেন, তারা সুপার ফোরে ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলার দিকে তাকিয়ে। বাংলাদেশ বাধা পেরোনোর ব্যাপারে আত্মবিশ্বাসী ভানুকা ভারতীয় বার্তা সংস্থা এএনআই’কে বলেন, ‘প্রথম ম্যাচ হারার পর আমরা জানি, এই ম্যাচে (বাংলাদেশের বিপক্ষে) আমাদের অবশ্যই জিততে হবে। আগামীকাল (আজ) বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হতে এবং সুপার ফোর নিশ্চিত করতে আমাদের ক্যাম্প বেশ উচ্ছ্বসিত। আমরা বাংলাদেশের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে এবং প্রতিযোগিতা করার দিকে তাকিয়ে আছি।’
টি-টোয়েন্টিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার সর্বশেষ দেখা হয়েছিল শারজায়, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্যাচে হেসেছিল লঙ্কানরা। তার মধ্যে গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে তারা। সেই সফরে শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ হারলেও শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ায়। বাংলাদেশের বিপক্ষে আরেকটি লড়াইয়ের আগে এই জয় থেকেই যেন আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন ভানুকা, ‘আমি মনে করি আগামীকাল (আজ) ম্যাচটি খুবই প্রতিযোগিতাপূর্ণ হবে। কারণ গত কয়েকটি ম্যাচে আমরা তাদের হারিয়েছি। তবে আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। এশিয়া কাপে তাদের অভিজ্ঞতা বেশ ভালো। কিন্তু আমরা শ্রীলঙ্কান, গত দুই বছর ধরে ভালো ক্রিকেট খেলছি। তাই এটি সত্যিকারের ভালো লড়াই হতে যাচ্ছে।’

রেকর্ড দামে নিয়েও মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সিলেটে আজ ‘মিনি বিসিবি’ উদ্বোধন করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যম কর্মীদের কাছে অবশ্য মিনি বিসিবির চেয়ে বেশি জানার আগ্র
১ ঘণ্টা আগে
অবিশ্বাস্য কিছু করে ফেলার দুয়ারেই ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। শেষ ১৩ মিনিটে যেভাবে মেলে ধরে নিজেদের, তাতে বসুন্ধরা কিংসের কাঁপুনি ছুটে যায়। ৩ গোলে এগিয়ে থেকেও হারের শঙ্কায় ছিল মারিও গোমেসের দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে
২ ঘণ্টা আগে
নারী শুটারদের যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ থাকা বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১ জানুয়ারি এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে
৪ ঘণ্টা আগে
চলতি বিগ ব্যাশে হোবার্টে হারিকেন্সের হয়ে দুর্দান্ত বোলিং করছেন রিশাদ হোসেন। সিডনি থান্ডারের হয়ে আজ উইকেট না পেলেও সবচেয়ে কম রান দিয়েছেন এই লেগস্পিনার। রিশাদের হিসেবি বোলিংয়ের দিনে বিগ ব্যাশে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার।
৪ ঘণ্টা আগে