নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোচ নিয়োগ দিতে গত মাসে যে বিসিবি যে চারটি পদে বিজ্ঞপ্তি দিয়েছিল, তাতে ছিল না স্পিন বোলিং কোচের পদটি। বিসিবির সঙ্গে তখন কথা চলছিল আগের কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে। তবে শেষ পর্যন্ত বিসিবিকে ‘না’ করে দিয়েছেন তিনি।
২০২১ সালের আগস্ট থেকে হেরাথ বিসিবির সঙ্গে কাজ করছিলেন জাতীয় দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে। গত বছর ৩০ নভেম্বর তাঁর চুক্তির মেয়াদ শেষ হলেও বিসিবি চেয়েছিল লঙ্কান কিংবদন্তিকে রেখে দিতে। সে হিসেবে স্পিন কোচ হিসেবে হেরাথকে নতুন করে প্রস্তাব দিয়েছিল বিসিবি। তবে নতুন প্রস্তাবের শর্তে কিছু পরিবর্তন ছিল। এবার তাঁকে কাজ করতে হবে জাতীয় দলের বাইরেও আর তাঁর কাজ হবে দিনভিত্তিক। বিসিবির প্রস্তাবকে ‘না’ করে দিয়েছেন হেরাথ।
আজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘সে আমাদের সঙ্গে আর নেই। হেরাথকে যে প্রস্তাব দিয়েছি, সেটা যে গ্রহণ করেনি। হেরাথের অধ্যায় শেষ। স্পিন বোলিং কোচের নিয়োগের বিজ্ঞাপন তখন আমরা দিইনি। কারণ, ওর সঙ্গে কথা চলছিল। সম্প্রতি (গত ২১ জানুয়ারি) আবার বিজ্ঞাপন দিয়েছি। আমাদের যে প্রস্তাব ছিল তার মনঃপূত না হওয়ায় তার সঙ্গে আমাদের আর চুক্তি হচ্ছে না।’
স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, পেস বোলিং কোচ, ব্যাটিং কোচ ও পারফরম্যান্স বিশ্লেষক নিয়োগের যে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি, আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৬ ফেব্রুয়ারি আগ্রহীদের ভার্চুয়াল সাক্ষাৎকার নেবে বিসিবি। আর ২০ ফেব্রুয়ারিতে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

কোচ নিয়োগ দিতে গত মাসে যে বিসিবি যে চারটি পদে বিজ্ঞপ্তি দিয়েছিল, তাতে ছিল না স্পিন বোলিং কোচের পদটি। বিসিবির সঙ্গে তখন কথা চলছিল আগের কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে। তবে শেষ পর্যন্ত বিসিবিকে ‘না’ করে দিয়েছেন তিনি।
২০২১ সালের আগস্ট থেকে হেরাথ বিসিবির সঙ্গে কাজ করছিলেন জাতীয় দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে। গত বছর ৩০ নভেম্বর তাঁর চুক্তির মেয়াদ শেষ হলেও বিসিবি চেয়েছিল লঙ্কান কিংবদন্তিকে রেখে দিতে। সে হিসেবে স্পিন কোচ হিসেবে হেরাথকে নতুন করে প্রস্তাব দিয়েছিল বিসিবি। তবে নতুন প্রস্তাবের শর্তে কিছু পরিবর্তন ছিল। এবার তাঁকে কাজ করতে হবে জাতীয় দলের বাইরেও আর তাঁর কাজ হবে দিনভিত্তিক। বিসিবির প্রস্তাবকে ‘না’ করে দিয়েছেন হেরাথ।
আজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘সে আমাদের সঙ্গে আর নেই। হেরাথকে যে প্রস্তাব দিয়েছি, সেটা যে গ্রহণ করেনি। হেরাথের অধ্যায় শেষ। স্পিন বোলিং কোচের নিয়োগের বিজ্ঞাপন তখন আমরা দিইনি। কারণ, ওর সঙ্গে কথা চলছিল। সম্প্রতি (গত ২১ জানুয়ারি) আবার বিজ্ঞাপন দিয়েছি। আমাদের যে প্রস্তাব ছিল তার মনঃপূত না হওয়ায় তার সঙ্গে আমাদের আর চুক্তি হচ্ছে না।’
স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, পেস বোলিং কোচ, ব্যাটিং কোচ ও পারফরম্যান্স বিশ্লেষক নিয়োগের যে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি, আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৬ ফেব্রুয়ারি আগ্রহীদের ভার্চুয়াল সাক্ষাৎকার নেবে বিসিবি। আর ২০ ফেব্রুয়ারিতে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
৮ মিনিট আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
৩৩ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
১ ঘণ্টা আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ ঘণ্টা আগে