
প্রায় ১ বছর পর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট দল। সিলেটে আজ শুরু হচ্ছে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর।
অধিনায়কত্বের পাশাপাশি প্রথম ম্যাচে বাংলাদেশের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি। বাঁহাতি স্পিনার নাহিদা আকতার দলটির সহঅধিনায়ক। একাদশে ফিরেছেন সোবহানা মোস্তারি ও সুলতানা খাতুন। সোবহানা, জ্যোতির পাশাপাশি দিলারা আকতার দোলা, মুর্শিদা খাতুন থাকছেন ব্যাটিং লাইন আপে। শেষের দিকে ঝড় তোলার জন্য আছেন স্বর্ণা আকতার। বোলিং আক্রমণে সুলতানার সঙ্গে থাকছেন ফাহিমা খাতুন, মারুফা আকতার ও ফারিহা ইসলাম তৃষ্ণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এরই মধ্যে দুই হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা।
হারমানপ্রীতের নেতৃত্বাধীন ভারতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। শেফালি ভার্মা, দীপ্তি শর্মার মতো দুই তারকা অলরাউন্ডার আছেন ভারতের একাদশে। পূজা ভাস্ত্রকর, রেনুকা সিং ঠাকুর দুই তারকা পেসার রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে সাজানা সঞ্জীবনের।
বাংলাদেশের একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার দোলা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণা।
ভারতের একাদশ:
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), ইয়াসতিকা ভাটিকা (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), পূজা ভাস্ত্রকর, শ্রেয়াঙ্কা পাতিল, রেনুকা সিং, রাধা যাদব।

প্রায় ১ বছর পর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট দল। সিলেটে আজ শুরু হচ্ছে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর।
অধিনায়কত্বের পাশাপাশি প্রথম ম্যাচে বাংলাদেশের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি। বাঁহাতি স্পিনার নাহিদা আকতার দলটির সহঅধিনায়ক। একাদশে ফিরেছেন সোবহানা মোস্তারি ও সুলতানা খাতুন। সোবহানা, জ্যোতির পাশাপাশি দিলারা আকতার দোলা, মুর্শিদা খাতুন থাকছেন ব্যাটিং লাইন আপে। শেষের দিকে ঝড় তোলার জন্য আছেন স্বর্ণা আকতার। বোলিং আক্রমণে সুলতানার সঙ্গে থাকছেন ফাহিমা খাতুন, মারুফা আকতার ও ফারিহা ইসলাম তৃষ্ণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এরই মধ্যে দুই হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা।
হারমানপ্রীতের নেতৃত্বাধীন ভারতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। শেফালি ভার্মা, দীপ্তি শর্মার মতো দুই তারকা অলরাউন্ডার আছেন ভারতের একাদশে। পূজা ভাস্ত্রকর, রেনুকা সিং ঠাকুর দুই তারকা পেসার রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে সাজানা সঞ্জীবনের।
বাংলাদেশের একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার দোলা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণা।
ভারতের একাদশ:
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), ইয়াসতিকা ভাটিকা (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), পূজা ভাস্ত্রকর, শ্রেয়াঙ্কা পাতিল, রেনুকা সিং, রাধা যাদব।

র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় আগেই ঠিক হয়ে গিয়েছিল ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের মেয়েদের অংশ নিতে হবে বাছাইপর্বে। সেই বাছাইপর্বের সূচি আজ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নেপালে ১৮ জানুয়ারি শুরু হয়ে এই বাছাইপর্ব শেষ হবে ১ ফেব্রুয়ারি। শুরুর দিনই মাঠে নামবেন নি
৭ ঘণ্টা আগে
খালেদের আসল কাজটা বোলিংয়ে। কিন্তু আজ চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ব্যাটার হয়ে উঠেছিলেন তিনি। শেষ দিকে ব্যাট করতে নামা খালেদের ছোট ঝোড়ো ইনিংসে চিন্তায় পড়ে গিয়েছিল চট্টগ্রাম। শেষ পর্যন্ত অনাকাঙ্খিত কিছু হয়নি। খালেদের ঝড় থামিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে ১৪ রানের জয় তুলে নিয়েছে চট্টগ্রাম।
৮ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমান ইস্যুতে তোলপাড় চলছে ক্রিকেট বিশ্বে। সাম্প্রতিক টানাপোড়েনের জেরে কাটার মাস্টারকে ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে দল পাওয়ার পর বাদ পড়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ ছিল মোস্তাফিজের। তবে মন ভালো করার উপকরণ পেতেও বেশি সময় লাগল না তাঁর।
৮ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হারের বৃত্তে আটকে আছে নোয়াখালী এক্সপ্রেস। নিজেদের সবশেষ ম্যাচে নাসির হোসেনের দারুণ ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালসের কাছে ৭ উইকেটে হেরেছে নবাগত দলটি। টুর্নামেন্টে এটা তাদের টানা পঞ্চম হার।
৯ ঘণ্টা আগে