Ajker Patrika

বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে তাহলে কী বোঝাতে চাইছেন জাদেজা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৪২
বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে তাহলে কী বোঝাতে চাইছেন জাদেজা

বাংলাদেশ-ভারত সিরিজ শুরু হতে না হতেই চলছে নানা রকম আলোচনা। ঘুরেফিরে বারবার চলে আসছে বাংলাদেশ-পাকিস্তান ঐতিহাসিক টেস্ট সিরিজের প্রসঙ্গ। এই সিরিজ নিয়ে কথা বলতে বাদ রাখেননি অজয় জাদেজাও। 

১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট। সিরিজ শুরুর আগে স্বাভাবিকভাবেই নাজমুল হোসেন শান্তর দলের মনোবল অনেক চাঙা। কারণ পাকিস্তানের বিপক্ষে ‘অধরা’ টেস্ট জয়ও বাংলাদেশ পেয়েছে কদিন আগে পাকিস্তানের মাঠে। পাকিস্তানকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর বাংলাদেশ আজ দুপুরে রওনা দেবে ভারতের উদ্দেশে। বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে গতকাল কলকাতার এক অনুষ্ঠানে সাংবাদিকদের জাদেজা বলেন, ‘বাংলাদেশের দৃষ্টিকোণ দেখলে তারা বিশ্বাস করতে পারে যে পাকিস্তানকে হারানো সম্ভব হলে ভারতকে কেন পারবে না? তবে আমরা অনেক ভালো দল, তারাও (বাংলাদেশ) ভালো। তারা (বাংলাদেশ) স্পিন ভালো খেলে। কন্ডিশনও পক্ষে আছে।’

মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ—বাংলাদেশের এই চার ক্রিকেটার কদিন আগে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন, যেখানে অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানের বিপক্ষে সিরিজ-সেরা হয়েছেন মিরাজ। এশিয়ান কন্ডিশনে আবার বাংলাদেশ খেলতে গেলেও ভারত সিরিজ যে সহজ হবে না, সেটা মনে করিয়ে দিলেন জাদেজা। কারণ ভারত নিজেদের মাঠে সবশেষ টেস্ট সিরিজ হেরেছে ২০১২ সালে।

২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পারফরম্যান্স কথা বলবে ভারতের পক্ষেই । যেখানে এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে এশিয়ার দলটি। বাংলাদেশ রয়েছে ৪ নম্বরে। ৯ দলের মধ্যে আটে অবস্থান করছে পাকিস্তান। এ ছাড়া পাকিস্তান সবশেষ ঘরের মাঠে টেস্ট জিতেছে সাড়ে তিন বছর আগে। জাদেজা বলেন, ‘জয়ের পর যে দলই যেখানে খেলুক, তাদের মধ্যে আত্মবিশ্বাস থাকে যে তারা জিতবে। তবে এই মুহূর্তে পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট দলের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। পাকিস্তানের চেয়ে ভারত অনেক অনেক এগিয়ে।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়। দ্রাবিড়ের শূন্যস্থান শিগগিরই পূরণ করেন গৌতম গম্ভীর। নতুন কোচের (গম্ভীর) অধীনে ভারত টি-টোয়েন্টি, ওয়ানডে খেললেও টেস্টে নামা হয়নি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষেও ক্রিকেটের রাজকীয় সংস্করণে একাধিক ম্যাচ খেলতে যাচ্ছে ভারত। গম্ভীরকে নিয়ে জাদেজা বলেন, ‘আশা করছি সে (গম্ভীর) কারও পরামর্শ নেবে না। কোনো কিছু  চলতে থাকুক আপন গতিতে, এটা সে হতে দেব না। সেখানে (বাংলাদেশ) সে কিছু একটা করার চেষ্টা করবে। যেখানে আমরা দেখেছি যে সূর্যকুমার যাদবকে হঠাৎ করে অধিনায়ক হয়ে যেতে। এ বছর আর কী কী হতে যাচ্ছে, সেটা দেখতে মুখিয়ে আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত