আজকের পত্রিকা ডেস্ক

তানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়েন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বলের গতি, লাইন-লেংথ এবং ধারাবাহিকতায় সবার নজর কাড়েন তানজিম। সেই পারফরম্যান্স দেখে তাহির নিজেই তাঁর যোগাযোগের নম্বর সংগ্রহ করে প্রস্তাব দেন খেলার। তানজিম গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্বকাপে আমার পারফরম্যান্স দেখে তাহির ভাই মুগ্ধ হন। তিনি আমার সঙ্গে যোগাযোগ করে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার প্রস্তাব দেন। আমার সময়ও তখন ফাঁকা ছিল, তাই আমি রাজি হয়ে যাই।’
প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত তানজিম। তিনি বলেন, ‘বিদেশি ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারা আমার জন্য একটি বড় সুযোগ। আশা করছি, এই লিগে খেলে অনেক কিছু শিখতে পারব এবং নিজের খেলায় আরও উন্নতি করতে পারব।’
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলেছেন সাকিব আল হাসান। তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদেরও বাইরের লিগে যথেষ্ট খেলার অভিজ্ঞতা হয়েছে। বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা আছে মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়েরও।
কদিন আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সুযোগ এসেছিল সাইফউদ্দিন ও রিশাদ হোসেনের। এবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন তানজিম সাকিবও। এই অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় দলে তাঁর পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই বিশ্বাস তানজিমের।

তানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়েন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বলের গতি, লাইন-লেংথ এবং ধারাবাহিকতায় সবার নজর কাড়েন তানজিম। সেই পারফরম্যান্স দেখে তাহির নিজেই তাঁর যোগাযোগের নম্বর সংগ্রহ করে প্রস্তাব দেন খেলার। তানজিম গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্বকাপে আমার পারফরম্যান্স দেখে তাহির ভাই মুগ্ধ হন। তিনি আমার সঙ্গে যোগাযোগ করে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার প্রস্তাব দেন। আমার সময়ও তখন ফাঁকা ছিল, তাই আমি রাজি হয়ে যাই।’
প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত তানজিম। তিনি বলেন, ‘বিদেশি ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারা আমার জন্য একটি বড় সুযোগ। আশা করছি, এই লিগে খেলে অনেক কিছু শিখতে পারব এবং নিজের খেলায় আরও উন্নতি করতে পারব।’
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলেছেন সাকিব আল হাসান। তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদেরও বাইরের লিগে যথেষ্ট খেলার অভিজ্ঞতা হয়েছে। বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা আছে মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়েরও।
কদিন আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সুযোগ এসেছিল সাইফউদ্দিন ও রিশাদ হোসেনের। এবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন তানজিম সাকিবও। এই অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় দলে তাঁর পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই বিশ্বাস তানজিমের।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে