নারী এশিয়া কাপের ফাইনালে এবারও উঠতে পারেনি বাংলাদেশ। ডাম্বুলায় গত পরশু ভারতের কাছে বিধ্বস্ত হয়ে সেমিফাইনালে বিদায়ঘণ্টা বেজে যায় নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ দলের। সেমিতে হারলেও ফাইনালে ঠিকই রয়েছে বাংলাদেশ।
শিরোপা ধরে রাখার লক্ষ্যে ডাম্বুলায় আজ ভারতীয় নারী ক্রিকেট দল খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাথিরা জাকির জেসি। মাঠের আম্পায়ারের দায়িত্বে আছেন বাংলাদেশের এই নারী আম্পায়ার। আম্পায়ারিংটাও করছেন দুর্দান্ত। ১৬তম ওভারের চতুর্থ বলে চামারি আতাপাত্তুর কট এন্ড বোল্ডে পরিণত হয়ে মাঠ ছাড়ছিলেন স্মৃতি মান্ধানা। সেই সময় নো বলের সংকেত দেন জেসি। কারণ মান্ধানাকে যে বল আতাপাত্তু করেছেন, তা ব্যাটারের কাছে পৌঁছানোর আগে পিচে দুবার ড্রপ করে।
৫৯ রানে জীবন পাওয়া মান্ধানা এর পর যোগ করতে পেরেছেন ১ রান। ১৭তম ওভারের পঞ্চম বলে ভারতীয় এই বাঁহাতি ব্যাটারকে ফেরান কাভিশা দিলহারি। ডিপ মিডউইকেটে দুর্দান্ত ক্যাচ ধরেছেন আতাপাত্তু। ৪৭ বলে ১০ চারে ৬০ রান করেছেন মান্ধানা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান করেছে ভারত। ইনিংস সর্বোচ্চ রান করেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৬তম ফিফটি করা মান্ধানা। সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন দিলহারি। একটি করে উইকেট নিয়েছেন আতাপাত্তু, উদেশিকা প্রবোধনি ও সাচিনি নিশানসালা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা ৫ ওভারে ১ উইকেটে করেছে ২৮ রান।
ফাইনালে জেসির সঙ্গে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করছেন পাকিস্তানের সালিমা ইমতিয়াজ। টিভি আম্পায়ার সংযুক্ত আরব আমিরাতের হেমাঙ্গি ইয়ারজাল। মালয়েশিয়ার নুর হিজরাহ রিজার্ভ আম্পায়ারের কাজ করছেন। ম্যাচ রেফারি ভারতের জিএস লক্ষ্মী।
নারী এশিয়া কাপে জেসিই বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার। ফাইনালের আগে অন্যান্য ম্যাচেও ম্যাচ পরিচালনা করতে দেখা গেছে তাঁকে। মাঠের আম্পায়ারের পাশাপাশি রিজার্ভ আম্পায়ারের কাজ করেছেন বাংলাদেশের এই নারী আম্পায়ার।

দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৪ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
২ ঘণ্টা আগে