ক্রীড়া ডেস্ক

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ২০২ রানের লক্ষ্য তাড়ায় নেমে দারুণ শুরুর পর খেই হারায় বাংলাদেশের ব্যাটিং। তানজিদ হাসান তামিমের ঝোড়ো শুরুর সৌজন্যে ৩.৫ ওভারেই ৪৪ রান তোলে তারা। তারপর ১২ রানের মধ্যে ৫ উইকেট হারায়। সেখানেই মূলত ম্যাচ ফসকে বাংলাদেশের। এর মধ্যে তাওহীদ হৃদয়ের ওপর লিটন দাসের মেজাজ হারানো নিয়েও চলছে আলোচনা।
পাওয়ার প্লের শেষ ওভারে রান না নেওয়া নিয়ে হৃদয়ের ওপর মেজাজ হারান লিটন। পরের বলেই আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। সেই ওভারের পঞ্চম বলে হাসান আলির বল আলতো করে খেলেই রানের জন্য ছুটেছিলেন লিটন, দুইবার কলেও সাড়া দেননি নন স্ট্রাইকিং প্রান্তে থাকা হৃদয়, ফিরিয়ে দেন লিটনকে। এতে মেজাজ হারান বাংলাদেশ অধিনায়ক। ফিরে গিয়ে তিনি হৃদয়কে কিছু একটা বলছিলেন।
মেজাজ হারানোর পরের বলেই বাজে শটে ক্যাচ তুলে বিদায় নেন লিটন। তাঁর পর হৃদয়-জাকের আলী অনিকরা একে একে বিদায় নিলে পথ হারায় বাংলাদেশ। তবে লিটনের মেজাজ হারানোর ব্যাপারটি নিয়ে ধারাভাষ্যকক্ষে আলোচনা করছিলেন রমিজ রাজা ও আমির সোহেল। রমিজ বলছিলেন, ‘লিটন তো রেগেমেগে আগুন।’ সোহেল জবাবে বলছিলেন, ‘এটা তো সিঙ্গেল হয় না। হৃদয় ঠিক কাজই করেছেন।’
ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর সময়ও লিটনের কাছে মেজাজ হারানো প্রসঙ্গে জানতে চান রমিজ, ‘আপনার আউট নিয়ে কি বলবেন, একটা সিঙ্গেল না নেওয়ায় উত্তেজিত হওয়ার পর পরই আউট হয়ে গেলেন?’
লিটন অবশ্য আউটের পেছনে কাউকে দায় দেননি। তবে সিঙ্গেল নিতে হৃদয়ের সাড়া না দেওয়াকে মৌলিক কাজের ব্যত্যয় বললেন, ‘আসলে তা নয় (মেজাজ হারানোয় আউট নয়)। এটা মৌলিক ব্যাপার। আপনাকে মৌলিক জিনিসগুলো তো করতে হবে। পরপর দুটি উইকেট পড়ল। আমরা দুটি রান নিইনি। দায় দিচ্ছি না, তবে মৌলিক বিষয়ে মনোযোগ দিতে হবে।’

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ২০২ রানের লক্ষ্য তাড়ায় নেমে দারুণ শুরুর পর খেই হারায় বাংলাদেশের ব্যাটিং। তানজিদ হাসান তামিমের ঝোড়ো শুরুর সৌজন্যে ৩.৫ ওভারেই ৪৪ রান তোলে তারা। তারপর ১২ রানের মধ্যে ৫ উইকেট হারায়। সেখানেই মূলত ম্যাচ ফসকে বাংলাদেশের। এর মধ্যে তাওহীদ হৃদয়ের ওপর লিটন দাসের মেজাজ হারানো নিয়েও চলছে আলোচনা।
পাওয়ার প্লের শেষ ওভারে রান না নেওয়া নিয়ে হৃদয়ের ওপর মেজাজ হারান লিটন। পরের বলেই আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। সেই ওভারের পঞ্চম বলে হাসান আলির বল আলতো করে খেলেই রানের জন্য ছুটেছিলেন লিটন, দুইবার কলেও সাড়া দেননি নন স্ট্রাইকিং প্রান্তে থাকা হৃদয়, ফিরিয়ে দেন লিটনকে। এতে মেজাজ হারান বাংলাদেশ অধিনায়ক। ফিরে গিয়ে তিনি হৃদয়কে কিছু একটা বলছিলেন।
মেজাজ হারানোর পরের বলেই বাজে শটে ক্যাচ তুলে বিদায় নেন লিটন। তাঁর পর হৃদয়-জাকের আলী অনিকরা একে একে বিদায় নিলে পথ হারায় বাংলাদেশ। তবে লিটনের মেজাজ হারানোর ব্যাপারটি নিয়ে ধারাভাষ্যকক্ষে আলোচনা করছিলেন রমিজ রাজা ও আমির সোহেল। রমিজ বলছিলেন, ‘লিটন তো রেগেমেগে আগুন।’ সোহেল জবাবে বলছিলেন, ‘এটা তো সিঙ্গেল হয় না। হৃদয় ঠিক কাজই করেছেন।’
ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর সময়ও লিটনের কাছে মেজাজ হারানো প্রসঙ্গে জানতে চান রমিজ, ‘আপনার আউট নিয়ে কি বলবেন, একটা সিঙ্গেল না নেওয়ায় উত্তেজিত হওয়ার পর পরই আউট হয়ে গেলেন?’
লিটন অবশ্য আউটের পেছনে কাউকে দায় দেননি। তবে সিঙ্গেল নিতে হৃদয়ের সাড়া না দেওয়াকে মৌলিক কাজের ব্যত্যয় বললেন, ‘আসলে তা নয় (মেজাজ হারানোয় আউট নয়)। এটা মৌলিক ব্যাপার। আপনাকে মৌলিক জিনিসগুলো তো করতে হবে। পরপর দুটি উইকেট পড়ল। আমরা দুটি রান নিইনি। দায় দিচ্ছি না, তবে মৌলিক বিষয়ে মনোযোগ দিতে হবে।’

জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
২ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ইন্দোরে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। আজ শেষ হবে বিপিএলের লিগ পর্ব। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
৩ ঘণ্টা আগে