ক্রীড়া ডেস্ক

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ২০২ রানের লক্ষ্য তাড়ায় নেমে দারুণ শুরুর পর খেই হারায় বাংলাদেশের ব্যাটিং। তানজিদ হাসান তামিমের ঝোড়ো শুরুর সৌজন্যে ৩.৫ ওভারেই ৪৪ রান তোলে তারা। তারপর ১২ রানের মধ্যে ৫ উইকেট হারায়। সেখানেই মূলত ম্যাচ ফসকে বাংলাদেশের। এর মধ্যে তাওহীদ হৃদয়ের ওপর লিটন দাসের মেজাজ হারানো নিয়েও চলছে আলোচনা।
পাওয়ার প্লের শেষ ওভারে রান না নেওয়া নিয়ে হৃদয়ের ওপর মেজাজ হারান লিটন। পরের বলেই আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। সেই ওভারের পঞ্চম বলে হাসান আলির বল আলতো করে খেলেই রানের জন্য ছুটেছিলেন লিটন, দুইবার কলেও সাড়া দেননি নন স্ট্রাইকিং প্রান্তে থাকা হৃদয়, ফিরিয়ে দেন লিটনকে। এতে মেজাজ হারান বাংলাদেশ অধিনায়ক। ফিরে গিয়ে তিনি হৃদয়কে কিছু একটা বলছিলেন।
মেজাজ হারানোর পরের বলেই বাজে শটে ক্যাচ তুলে বিদায় নেন লিটন। তাঁর পর হৃদয়-জাকের আলী অনিকরা একে একে বিদায় নিলে পথ হারায় বাংলাদেশ। তবে লিটনের মেজাজ হারানোর ব্যাপারটি নিয়ে ধারাভাষ্যকক্ষে আলোচনা করছিলেন রমিজ রাজা ও আমির সোহেল। রমিজ বলছিলেন, ‘লিটন তো রেগেমেগে আগুন।’ সোহেল জবাবে বলছিলেন, ‘এটা তো সিঙ্গেল হয় না। হৃদয় ঠিক কাজই করেছেন।’
ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর সময়ও লিটনের কাছে মেজাজ হারানো প্রসঙ্গে জানতে চান রমিজ, ‘আপনার আউট নিয়ে কি বলবেন, একটা সিঙ্গেল না নেওয়ায় উত্তেজিত হওয়ার পর পরই আউট হয়ে গেলেন?’
লিটন অবশ্য আউটের পেছনে কাউকে দায় দেননি। তবে সিঙ্গেল নিতে হৃদয়ের সাড়া না দেওয়াকে মৌলিক কাজের ব্যত্যয় বললেন, ‘আসলে তা নয় (মেজাজ হারানোয় আউট নয়)। এটা মৌলিক ব্যাপার। আপনাকে মৌলিক জিনিসগুলো তো করতে হবে। পরপর দুটি উইকেট পড়ল। আমরা দুটি রান নিইনি। দায় দিচ্ছি না, তবে মৌলিক বিষয়ে মনোযোগ দিতে হবে।’

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ২০২ রানের লক্ষ্য তাড়ায় নেমে দারুণ শুরুর পর খেই হারায় বাংলাদেশের ব্যাটিং। তানজিদ হাসান তামিমের ঝোড়ো শুরুর সৌজন্যে ৩.৫ ওভারেই ৪৪ রান তোলে তারা। তারপর ১২ রানের মধ্যে ৫ উইকেট হারায়। সেখানেই মূলত ম্যাচ ফসকে বাংলাদেশের। এর মধ্যে তাওহীদ হৃদয়ের ওপর লিটন দাসের মেজাজ হারানো নিয়েও চলছে আলোচনা।
পাওয়ার প্লের শেষ ওভারে রান না নেওয়া নিয়ে হৃদয়ের ওপর মেজাজ হারান লিটন। পরের বলেই আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। সেই ওভারের পঞ্চম বলে হাসান আলির বল আলতো করে খেলেই রানের জন্য ছুটেছিলেন লিটন, দুইবার কলেও সাড়া দেননি নন স্ট্রাইকিং প্রান্তে থাকা হৃদয়, ফিরিয়ে দেন লিটনকে। এতে মেজাজ হারান বাংলাদেশ অধিনায়ক। ফিরে গিয়ে তিনি হৃদয়কে কিছু একটা বলছিলেন।
মেজাজ হারানোর পরের বলেই বাজে শটে ক্যাচ তুলে বিদায় নেন লিটন। তাঁর পর হৃদয়-জাকের আলী অনিকরা একে একে বিদায় নিলে পথ হারায় বাংলাদেশ। তবে লিটনের মেজাজ হারানোর ব্যাপারটি নিয়ে ধারাভাষ্যকক্ষে আলোচনা করছিলেন রমিজ রাজা ও আমির সোহেল। রমিজ বলছিলেন, ‘লিটন তো রেগেমেগে আগুন।’ সোহেল জবাবে বলছিলেন, ‘এটা তো সিঙ্গেল হয় না। হৃদয় ঠিক কাজই করেছেন।’
ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর সময়ও লিটনের কাছে মেজাজ হারানো প্রসঙ্গে জানতে চান রমিজ, ‘আপনার আউট নিয়ে কি বলবেন, একটা সিঙ্গেল না নেওয়ায় উত্তেজিত হওয়ার পর পরই আউট হয়ে গেলেন?’
লিটন অবশ্য আউটের পেছনে কাউকে দায় দেননি। তবে সিঙ্গেল নিতে হৃদয়ের সাড়া না দেওয়াকে মৌলিক কাজের ব্যত্যয় বললেন, ‘আসলে তা নয় (মেজাজ হারানোয় আউট নয়)। এটা মৌলিক ব্যাপার। আপনাকে মৌলিক জিনিসগুলো তো করতে হবে। পরপর দুটি উইকেট পড়ল। আমরা দুটি রান নিইনি। দায় দিচ্ছি না, তবে মৌলিক বিষয়ে মনোযোগ দিতে হবে।’

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৮ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৮ ঘণ্টা আগে