রানা আব্বাস, মাসকাট থেকে

ইংল্যান্ডের ব্যাটারদের বিপক্ষে ভালো বোলিং করা অবশ্যই কঠিন ছিল নাসুম আহমেদের। গতকাল বাংলাদেশ দলের তরুণ বাঁহাতি স্পিনারের কাছে সংবাদ সম্মেলনটা যেন আরও কঠিন হলো। দলের টানা পরাজয়ের কী আর ব্যাখ্যা দেবেন ১৬ টি-টোয়েন্টি খেলা নাসুম! কী ব্যাখ্যা দেবেন ইংলিশদের কাছে ৮ উইকেটের হারের।
এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচের চেয়ে আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন। দলের তারকা ক্রিকেটারদের ঝাঁজাল মন্তব্যে জ্বলে উঠছে বিতর্কের সলতে। গতকাল অবশ্য তেমন কোনো আগুনে মন্তব্য পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে এসেছিলেন স্বল্পভাষী নাসুম। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নিজের জায়গা পোক্ত করার লক্ষ্যে এগোনো বাঁহাতি স্পিনারকে যত জটিল প্রশ্নই করা হোক, ঘুরেফিরে একই কথা—তাঁরা চেষ্টা করছেন, হচ্ছে না! নাসুমের অসহায় স্বীকারোক্তি, আমাদের দ্বারা হচ্ছে না, ভালোভাবে চেষ্টা করেও হচ্ছে না! ব্যর্থতার ব্যাখ্যা আরেকটু খুলে বললেন নাসুম, ‘চেষ্টা থাকে ম্যাচ জেতার। একজন ব্যাটার কিংবা বোলার ভালো করলে জেতার সুযোগ থাকে। আমরা চেষ্টা করছি, হচ্ছে না। যেভাবে পরিকল্পনা করছি মাঠে সেটা কাজে লাগাতে পারছি না’।
কেন হচ্ছে না, ভালো করতে কী করণীয়—এ প্রশ্নে নাসুমের সহজ উত্তর, ‘ভালো খেলতে হবে আর কী! ভালো খেলেই জিততে হবে।’ যত সহজে বলা গেল, মাঠে কাজটা ততই কঠিন। কাজটা আরও কঠিন করে তুলেছে বাংলাদেশ দলের টপঅর্ডার। প্রায় প্রতি ম্যাচেই ধারাবাহিক ব্যর্থ বাংলাদেশের টপঅর্ডার। ওপেনার লিটন দাসের রানখরার বড় মূল্যই দিতে হচ্ছে বাংলাদেশ দলকে। নাসুম বলছেন, ‘প্রথম ছয় ওভারে (পাওয়ার প্লে) আমরা রান করতে পারছি না। এতেই পিছিয়ে যাচ্ছি। রান তুলতে পারছি না, উইকেটও পড়ে যাচ্ছে। এসব নিয়ে আমাদের মধ্যে কথা হয়। সবাই ভালো কিছুর চেষ্টা করছে, কিন্তু সেভাবে হচ্ছে না।’
‘না হওয়ার’ পেছনে কি কোনো ভীতি কাজ করছে খেলোয়াড়দের মধ্যে? প্রসঙ্গটা নাসুম এক কথায় উড়িয়ে দিলেন, ‘ভয়ে থাকলে ক্রিকেট হয় না। আমাদের কারও ভয় ছিল না।’ ভয় না থাকুক, ক্রিকেট খেলাটাই এমন—একবার পরাজয়ের বৃত্তে আটকা পড়লে সেখান থেকে দ্রুত বের হওয়া কঠিন। আবার একটি জয়ই পারে পুরো দলের চেহারা পাল্টে দিতে।
সেই জয়ের অপেক্ষায় আছেন নাসুমও, ‘আমাদের আরও তিনটা ম্যাচ আছে। এখান একটা ম্যাচে ভালো করতে পারলে পরের দুটোয় ভালো করা সম্ভব। ওমানে ভালো ক্রিকেট খেলেছি। প্রথমটিতে হারলেও পরের দুটিতে জিতে সুপার টুয়েলভে এসেছি। আমাদের সবারই ইচ্ছা থাকে ভালো কিছু করার। দুর্ভাগ্য, হচ্ছে না।’

ইংল্যান্ডের ব্যাটারদের বিপক্ষে ভালো বোলিং করা অবশ্যই কঠিন ছিল নাসুম আহমেদের। গতকাল বাংলাদেশ দলের তরুণ বাঁহাতি স্পিনারের কাছে সংবাদ সম্মেলনটা যেন আরও কঠিন হলো। দলের টানা পরাজয়ের কী আর ব্যাখ্যা দেবেন ১৬ টি-টোয়েন্টি খেলা নাসুম! কী ব্যাখ্যা দেবেন ইংলিশদের কাছে ৮ উইকেটের হারের।
এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচের চেয়ে আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন। দলের তারকা ক্রিকেটারদের ঝাঁজাল মন্তব্যে জ্বলে উঠছে বিতর্কের সলতে। গতকাল অবশ্য তেমন কোনো আগুনে মন্তব্য পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে এসেছিলেন স্বল্পভাষী নাসুম। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নিজের জায়গা পোক্ত করার লক্ষ্যে এগোনো বাঁহাতি স্পিনারকে যত জটিল প্রশ্নই করা হোক, ঘুরেফিরে একই কথা—তাঁরা চেষ্টা করছেন, হচ্ছে না! নাসুমের অসহায় স্বীকারোক্তি, আমাদের দ্বারা হচ্ছে না, ভালোভাবে চেষ্টা করেও হচ্ছে না! ব্যর্থতার ব্যাখ্যা আরেকটু খুলে বললেন নাসুম, ‘চেষ্টা থাকে ম্যাচ জেতার। একজন ব্যাটার কিংবা বোলার ভালো করলে জেতার সুযোগ থাকে। আমরা চেষ্টা করছি, হচ্ছে না। যেভাবে পরিকল্পনা করছি মাঠে সেটা কাজে লাগাতে পারছি না’।
কেন হচ্ছে না, ভালো করতে কী করণীয়—এ প্রশ্নে নাসুমের সহজ উত্তর, ‘ভালো খেলতে হবে আর কী! ভালো খেলেই জিততে হবে।’ যত সহজে বলা গেল, মাঠে কাজটা ততই কঠিন। কাজটা আরও কঠিন করে তুলেছে বাংলাদেশ দলের টপঅর্ডার। প্রায় প্রতি ম্যাচেই ধারাবাহিক ব্যর্থ বাংলাদেশের টপঅর্ডার। ওপেনার লিটন দাসের রানখরার বড় মূল্যই দিতে হচ্ছে বাংলাদেশ দলকে। নাসুম বলছেন, ‘প্রথম ছয় ওভারে (পাওয়ার প্লে) আমরা রান করতে পারছি না। এতেই পিছিয়ে যাচ্ছি। রান তুলতে পারছি না, উইকেটও পড়ে যাচ্ছে। এসব নিয়ে আমাদের মধ্যে কথা হয়। সবাই ভালো কিছুর চেষ্টা করছে, কিন্তু সেভাবে হচ্ছে না।’
‘না হওয়ার’ পেছনে কি কোনো ভীতি কাজ করছে খেলোয়াড়দের মধ্যে? প্রসঙ্গটা নাসুম এক কথায় উড়িয়ে দিলেন, ‘ভয়ে থাকলে ক্রিকেট হয় না। আমাদের কারও ভয় ছিল না।’ ভয় না থাকুক, ক্রিকেট খেলাটাই এমন—একবার পরাজয়ের বৃত্তে আটকা পড়লে সেখান থেকে দ্রুত বের হওয়া কঠিন। আবার একটি জয়ই পারে পুরো দলের চেহারা পাল্টে দিতে।
সেই জয়ের অপেক্ষায় আছেন নাসুমও, ‘আমাদের আরও তিনটা ম্যাচ আছে। এখান একটা ম্যাচে ভালো করতে পারলে পরের দুটোয় ভালো করা সম্ভব। ওমানে ভালো ক্রিকেট খেলেছি। প্রথমটিতে হারলেও পরের দুটিতে জিতে সুপার টুয়েলভে এসেছি। আমাদের সবারই ইচ্ছা থাকে ভালো কিছু করার। দুর্ভাগ্য, হচ্ছে না।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে