
ক্যারিয়ারের অধিকাংশ সময় জুড়ে সমালোচনা সহ্য করতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে। এখন যখন আবার তিনি বাংলাদেশের অধিনায়ক, তখন আরও বেশি করে ধেয়ে আসছে সমালোচনার তির। দল ও মাঠের পারফরম্যান্স সব মিলিয়ে বাজে পারফরম্যান্সের কারণে বেশি করে বিদ্রুপের শিকার হতে হয় শান্তকে।
শান্তর নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। সেমিফাইনালের আশা জাগিয়েও বাংলাদেশ ব্যর্থ হয়েছে। সংবাদ সম্মেলন, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান—শান্ত যেখানে যা বলেছেন, বেশিরভাগ সময়ই সমালোচনা হয়েছে। সামাজিক মাধ্যমেও ট্রলের শিকার হতে হয়েছে তাঁকে। বিশ্বকাপ শেষে বাংলাদেশ ক্রিকেট দলের যখন আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ততা নেই, তখন সামাজিক মাধ্যমে রহস্যময় পোস্ট করেছেন শান্ত। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক আজ নিজের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন। ক্যাপশন দিয়েছেন, ‘আমি শান্ত ছিলাম। তবে অন্ধ ছিলাম না।’ তবে শান্তর এই পোস্ট চলমান কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে কিনা, সেটা অবশ্য পরিষ্কার নয়।
বাংলাদেশের তিন সংস্করণের শান্ত হয়েছেন এ বছরই। এর আগেও ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। সব মিলিয়ে বাংলাদেশকে ৩৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে জয় পেয়েছে ১৪ ম্যাচ। যার মধ্যে গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণে শান্তর নেতৃত্বে বাংলাদেশ জয় পেয়েছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ৩ ম্যাচ জিতেছে, যা বাংলাদেশের এক আসরে সর্বোচ্চ জয়। শান্তর নেতৃত্বে বাংলাদেশ হেরেছে ১৯ ম্যাচ ও ১ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৬ গড় ও ৯৫.৭২ স্ট্রাইকরেটে করেছেন ১১২ রান।

ক্যারিয়ারের অধিকাংশ সময় জুড়ে সমালোচনা সহ্য করতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে। এখন যখন আবার তিনি বাংলাদেশের অধিনায়ক, তখন আরও বেশি করে ধেয়ে আসছে সমালোচনার তির। দল ও মাঠের পারফরম্যান্স সব মিলিয়ে বাজে পারফরম্যান্সের কারণে বেশি করে বিদ্রুপের শিকার হতে হয় শান্তকে।
শান্তর নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। সেমিফাইনালের আশা জাগিয়েও বাংলাদেশ ব্যর্থ হয়েছে। সংবাদ সম্মেলন, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান—শান্ত যেখানে যা বলেছেন, বেশিরভাগ সময়ই সমালোচনা হয়েছে। সামাজিক মাধ্যমেও ট্রলের শিকার হতে হয়েছে তাঁকে। বিশ্বকাপ শেষে বাংলাদেশ ক্রিকেট দলের যখন আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ততা নেই, তখন সামাজিক মাধ্যমে রহস্যময় পোস্ট করেছেন শান্ত। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক আজ নিজের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন। ক্যাপশন দিয়েছেন, ‘আমি শান্ত ছিলাম। তবে অন্ধ ছিলাম না।’ তবে শান্তর এই পোস্ট চলমান কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে কিনা, সেটা অবশ্য পরিষ্কার নয়।
বাংলাদেশের তিন সংস্করণের শান্ত হয়েছেন এ বছরই। এর আগেও ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। সব মিলিয়ে বাংলাদেশকে ৩৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে জয় পেয়েছে ১৪ ম্যাচ। যার মধ্যে গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণে শান্তর নেতৃত্বে বাংলাদেশ জয় পেয়েছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ৩ ম্যাচ জিতেছে, যা বাংলাদেশের এক আসরে সর্বোচ্চ জয়। শান্তর নেতৃত্বে বাংলাদেশ হেরেছে ১৯ ম্যাচ ও ১ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৬ গড় ও ৯৫.৭২ স্ট্রাইকরেটে করেছেন ১১২ রান।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১১ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে