আইপিএলে এবার দুর্দান্ত শুরু হয়েছে মোস্তাফিজুর রহমানের। উদ্বোধনী ম্যাচে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরার পুরস্কার জেতা বাঁহাতি পেসার ভেসে যাচ্ছেন প্রশংসায়। দুর্দান্ত শুরু হলেও ২০২৪ আইপিএলের পুরোটা খেলা হবে না মোস্তাফিজের।
ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে এখন বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পেতে ভালোই বেগ পেতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। মোস্তাফিজের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বাঁহাতি পেসারকে বিসিবি এবার এনওসি দিয়েছে পুরো এপ্রিল পর্যন্ত। ৩ মে থেকে ঘরের মাঠে বাংলাদেশকে খেলতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ। ফিজকে তার আগেই আইপিএল থেকে ফিরে আসতে হবে।
গত ডিসেম্বরে আইপিএল নিলামের সময়ে মোস্তাফিজের এনওসি মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ছিল। তখনো যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হয়নি বিসিবির।২১, ২৩ ও ২৫ মে হিউস্টনে এই সিরিজটি নিশ্চিত হওয়া আর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ ২০২৫ সালে চলে যাওয়ায় ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজটি এগিয়ে এসেছে ১০-১২ দিন আগে ৷ মোস্তাফিজকে তাই ফিরে আসতে হচ্ছে এপ্রিল শেষেই ৷
এবার আইপিএল কর্তৃপক্ষ টুর্নামেন্টের আগে ভারতের সাধারণ নির্বাচনের কারণে পূর্ণ সূচি প্রকাশ করতে পারেনি। এখনো জানার উপায় নেই মোস্তাফিজের সামনে আসলে কতটি ম্যাচ খেলার সুযোগ থাকছে। তবে জানা গেছে, ২৬ মে হতে পারে আইপিএলের ফাইনাল। সে হিসাবে এটা বলাই যায়, টুর্নামেন্টের শেষ অংশে চেন্নাইয়ের ম্যাচে তিনি থাকছেন না।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৬ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে