
সিলেট বিভাগের ৮০ শতাংশ এলাকা এখন পানির নিচে। এর মধ্যে সুনামগঞ্জের ৯০ শতাংশ এলাকা ডুবে গেছে। বন্যার পানিতে সীমাহীন কষ্টে দিন পার করছে সিলেট-সুনামগঞ্জসহ দেশের নিচু অঞ্চলের মানুষ। বন্যার্তদের উদ্ধার ও সহায়তায় এরই মধ্যে সেনাবাহিনীও নেমেছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। দেশের এমন ক্রান্তিলগ্নে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা বাংলাদেশ দলের মন কাঁদছে।
অ্যান্টিগা টেস্টের মধ্যেই বন্যার খবর পৌঁছে গেছে সাকিব আল হাসান,তামিম ইকবালদের কাছে। বন্যাকবলিত মানুষের দুঃখ-কষ্টে তারাও ব্যথিত। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের পাশেই আছে পুরো বাংলাদেশ। আসুন এই সংকটময় পরিস্থিতিতে সবাই সিলেটকে প্রার্থনায় রাখি।’
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বন্যাদুর্গতদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ দলের এই ওপেনার তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট-সুনামগঞ্জ আজ বিপর্যস্ত ভয়াবহ বন্যায়। বিভিন্ন ছবি দেখে এবং বন্যার খবর জেনে খুব খারাপ লাগছে। সবাই ধৈর্য রাখুন, মানসিকভাবে শক্ত থাকুন। যতটা সম্ভব সবাই দুর্গতদের পাশে থাকুন, পরস্পরের সহায়তা করুন। প্রার্থনা করছি, যেন এই বিপদ দ্রুত কেটে যায়। আল্লাহ সবার সহায় হোন।’
মেহেদী হাসান মিরাজও সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়ে লিখেছেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা, বন্যায় প্লাবিত সিলেট বিভাগকে তিনি রক্ষা করুন। দ্রুতই যেন সিলেট বিভাগের বাসিন্দারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন মহান আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি। কর্তৃপক্ষ ও সামর্থ্যবান সবাই এই ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় হাতে হাত রেখে কাজ করবেন ইনশাআল্লাহ। ফি-আমানিল্লাহ।
বানভাসি মানুষদের রক্ষায় সৃষ্টিকর্তার কাছে নিজের আকুতির কথা জানিয়ে লিটন দাস লিখেছেন, ‘মহামানবিক বিপর্যয় নেমে এসেছে সিলেটের বুকে। এই মুহূর্তে সিলেটে বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ ও উদ্ধার অভিযান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রতি মুহূর্তে পানি বাড়ছে। ঈশ্বর সবাইকে রক্ষা করুন।’

সিলেট বিভাগের ৮০ শতাংশ এলাকা এখন পানির নিচে। এর মধ্যে সুনামগঞ্জের ৯০ শতাংশ এলাকা ডুবে গেছে। বন্যার পানিতে সীমাহীন কষ্টে দিন পার করছে সিলেট-সুনামগঞ্জসহ দেশের নিচু অঞ্চলের মানুষ। বন্যার্তদের উদ্ধার ও সহায়তায় এরই মধ্যে সেনাবাহিনীও নেমেছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। দেশের এমন ক্রান্তিলগ্নে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা বাংলাদেশ দলের মন কাঁদছে।
অ্যান্টিগা টেস্টের মধ্যেই বন্যার খবর পৌঁছে গেছে সাকিব আল হাসান,তামিম ইকবালদের কাছে। বন্যাকবলিত মানুষের দুঃখ-কষ্টে তারাও ব্যথিত। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের পাশেই আছে পুরো বাংলাদেশ। আসুন এই সংকটময় পরিস্থিতিতে সবাই সিলেটকে প্রার্থনায় রাখি।’
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বন্যাদুর্গতদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ দলের এই ওপেনার তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট-সুনামগঞ্জ আজ বিপর্যস্ত ভয়াবহ বন্যায়। বিভিন্ন ছবি দেখে এবং বন্যার খবর জেনে খুব খারাপ লাগছে। সবাই ধৈর্য রাখুন, মানসিকভাবে শক্ত থাকুন। যতটা সম্ভব সবাই দুর্গতদের পাশে থাকুন, পরস্পরের সহায়তা করুন। প্রার্থনা করছি, যেন এই বিপদ দ্রুত কেটে যায়। আল্লাহ সবার সহায় হোন।’
মেহেদী হাসান মিরাজও সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়ে লিখেছেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা, বন্যায় প্লাবিত সিলেট বিভাগকে তিনি রক্ষা করুন। দ্রুতই যেন সিলেট বিভাগের বাসিন্দারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন মহান আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি। কর্তৃপক্ষ ও সামর্থ্যবান সবাই এই ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় হাতে হাত রেখে কাজ করবেন ইনশাআল্লাহ। ফি-আমানিল্লাহ।
বানভাসি মানুষদের রক্ষায় সৃষ্টিকর্তার কাছে নিজের আকুতির কথা জানিয়ে লিটন দাস লিখেছেন, ‘মহামানবিক বিপর্যয় নেমে এসেছে সিলেটের বুকে। এই মুহূর্তে সিলেটে বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ ও উদ্ধার অভিযান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রতি মুহূর্তে পানি বাড়ছে। ঈশ্বর সবাইকে রক্ষা করুন।’

দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৩ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে