
সিলেট বিভাগের ৮০ শতাংশ এলাকা এখন পানির নিচে। এর মধ্যে সুনামগঞ্জের ৯০ শতাংশ এলাকা ডুবে গেছে। বন্যার পানিতে সীমাহীন কষ্টে দিন পার করছে সিলেট-সুনামগঞ্জসহ দেশের নিচু অঞ্চলের মানুষ। বন্যার্তদের উদ্ধার ও সহায়তায় এরই মধ্যে সেনাবাহিনীও নেমেছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। দেশের এমন ক্রান্তিলগ্নে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা বাংলাদেশ দলের মন কাঁদছে।
অ্যান্টিগা টেস্টের মধ্যেই বন্যার খবর পৌঁছে গেছে সাকিব আল হাসান,তামিম ইকবালদের কাছে। বন্যাকবলিত মানুষের দুঃখ-কষ্টে তারাও ব্যথিত। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের পাশেই আছে পুরো বাংলাদেশ। আসুন এই সংকটময় পরিস্থিতিতে সবাই সিলেটকে প্রার্থনায় রাখি।’
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বন্যাদুর্গতদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ দলের এই ওপেনার তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট-সুনামগঞ্জ আজ বিপর্যস্ত ভয়াবহ বন্যায়। বিভিন্ন ছবি দেখে এবং বন্যার খবর জেনে খুব খারাপ লাগছে। সবাই ধৈর্য রাখুন, মানসিকভাবে শক্ত থাকুন। যতটা সম্ভব সবাই দুর্গতদের পাশে থাকুন, পরস্পরের সহায়তা করুন। প্রার্থনা করছি, যেন এই বিপদ দ্রুত কেটে যায়। আল্লাহ সবার সহায় হোন।’
মেহেদী হাসান মিরাজও সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়ে লিখেছেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা, বন্যায় প্লাবিত সিলেট বিভাগকে তিনি রক্ষা করুন। দ্রুতই যেন সিলেট বিভাগের বাসিন্দারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন মহান আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি। কর্তৃপক্ষ ও সামর্থ্যবান সবাই এই ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় হাতে হাত রেখে কাজ করবেন ইনশাআল্লাহ। ফি-আমানিল্লাহ।
বানভাসি মানুষদের রক্ষায় সৃষ্টিকর্তার কাছে নিজের আকুতির কথা জানিয়ে লিটন দাস লিখেছেন, ‘মহামানবিক বিপর্যয় নেমে এসেছে সিলেটের বুকে। এই মুহূর্তে সিলেটে বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ ও উদ্ধার অভিযান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রতি মুহূর্তে পানি বাড়ছে। ঈশ্বর সবাইকে রক্ষা করুন।’

সিলেট বিভাগের ৮০ শতাংশ এলাকা এখন পানির নিচে। এর মধ্যে সুনামগঞ্জের ৯০ শতাংশ এলাকা ডুবে গেছে। বন্যার পানিতে সীমাহীন কষ্টে দিন পার করছে সিলেট-সুনামগঞ্জসহ দেশের নিচু অঞ্চলের মানুষ। বন্যার্তদের উদ্ধার ও সহায়তায় এরই মধ্যে সেনাবাহিনীও নেমেছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। দেশের এমন ক্রান্তিলগ্নে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা বাংলাদেশ দলের মন কাঁদছে।
অ্যান্টিগা টেস্টের মধ্যেই বন্যার খবর পৌঁছে গেছে সাকিব আল হাসান,তামিম ইকবালদের কাছে। বন্যাকবলিত মানুষের দুঃখ-কষ্টে তারাও ব্যথিত। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের পাশেই আছে পুরো বাংলাদেশ। আসুন এই সংকটময় পরিস্থিতিতে সবাই সিলেটকে প্রার্থনায় রাখি।’
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বন্যাদুর্গতদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ দলের এই ওপেনার তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট-সুনামগঞ্জ আজ বিপর্যস্ত ভয়াবহ বন্যায়। বিভিন্ন ছবি দেখে এবং বন্যার খবর জেনে খুব খারাপ লাগছে। সবাই ধৈর্য রাখুন, মানসিকভাবে শক্ত থাকুন। যতটা সম্ভব সবাই দুর্গতদের পাশে থাকুন, পরস্পরের সহায়তা করুন। প্রার্থনা করছি, যেন এই বিপদ দ্রুত কেটে যায়। আল্লাহ সবার সহায় হোন।’
মেহেদী হাসান মিরাজও সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়ে লিখেছেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা, বন্যায় প্লাবিত সিলেট বিভাগকে তিনি রক্ষা করুন। দ্রুতই যেন সিলেট বিভাগের বাসিন্দারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন মহান আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি। কর্তৃপক্ষ ও সামর্থ্যবান সবাই এই ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় হাতে হাত রেখে কাজ করবেন ইনশাআল্লাহ। ফি-আমানিল্লাহ।
বানভাসি মানুষদের রক্ষায় সৃষ্টিকর্তার কাছে নিজের আকুতির কথা জানিয়ে লিটন দাস লিখেছেন, ‘মহামানবিক বিপর্যয় নেমে এসেছে সিলেটের বুকে। এই মুহূর্তে সিলেটে বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ ও উদ্ধার অভিযান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রতি মুহূর্তে পানি বাড়ছে। ঈশ্বর সবাইকে রক্ষা করুন।’

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
২ ঘণ্টা আগে
দিনের প্রথম ম্যাচের মতো আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ানোর কোনো ইঙ্গিত নেই। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের সময় (সাড়ে ৫টা) ইতোমধ্যেই পেরিয়েছে। দুই দলের কেউই এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছায়নি।
২ ঘণ্টা আগে
এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বনানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন শেষে এমনটা জানানোর অল্প কিছুক্ষণ পরেই তাঁকে অব্যহতি দিয়েছে বিসিবি। তবে তাঁকে পরিচালক পদ থেকে সরানোর সুযো
২ ঘণ্টা আগে
বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানসহ সব কর্মকাণ্ড থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। আজ অনলাইনে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির এক সূত্র।
৩ ঘণ্টা আগে