
সিলেট বিভাগের ৮০ শতাংশ এলাকা এখন পানির নিচে। এর মধ্যে সুনামগঞ্জের ৯০ শতাংশ এলাকা ডুবে গেছে। বন্যার পানিতে সীমাহীন কষ্টে দিন পার করছে সিলেট-সুনামগঞ্জসহ দেশের নিচু অঞ্চলের মানুষ। বন্যার্তদের উদ্ধার ও সহায়তায় এরই মধ্যে সেনাবাহিনীও নেমেছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। দেশের এমন ক্রান্তিলগ্নে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা বাংলাদেশ দলের মন কাঁদছে।
অ্যান্টিগা টেস্টের মধ্যেই বন্যার খবর পৌঁছে গেছে সাকিব আল হাসান,তামিম ইকবালদের কাছে। বন্যাকবলিত মানুষের দুঃখ-কষ্টে তারাও ব্যথিত। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের পাশেই আছে পুরো বাংলাদেশ। আসুন এই সংকটময় পরিস্থিতিতে সবাই সিলেটকে প্রার্থনায় রাখি।’
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বন্যাদুর্গতদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ দলের এই ওপেনার তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট-সুনামগঞ্জ আজ বিপর্যস্ত ভয়াবহ বন্যায়। বিভিন্ন ছবি দেখে এবং বন্যার খবর জেনে খুব খারাপ লাগছে। সবাই ধৈর্য রাখুন, মানসিকভাবে শক্ত থাকুন। যতটা সম্ভব সবাই দুর্গতদের পাশে থাকুন, পরস্পরের সহায়তা করুন। প্রার্থনা করছি, যেন এই বিপদ দ্রুত কেটে যায়। আল্লাহ সবার সহায় হোন।’
মেহেদী হাসান মিরাজও সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়ে লিখেছেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা, বন্যায় প্লাবিত সিলেট বিভাগকে তিনি রক্ষা করুন। দ্রুতই যেন সিলেট বিভাগের বাসিন্দারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন মহান আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি। কর্তৃপক্ষ ও সামর্থ্যবান সবাই এই ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় হাতে হাত রেখে কাজ করবেন ইনশাআল্লাহ। ফি-আমানিল্লাহ।
বানভাসি মানুষদের রক্ষায় সৃষ্টিকর্তার কাছে নিজের আকুতির কথা জানিয়ে লিটন দাস লিখেছেন, ‘মহামানবিক বিপর্যয় নেমে এসেছে সিলেটের বুকে। এই মুহূর্তে সিলেটে বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ ও উদ্ধার অভিযান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রতি মুহূর্তে পানি বাড়ছে। ঈশ্বর সবাইকে রক্ষা করুন।’

সিলেট বিভাগের ৮০ শতাংশ এলাকা এখন পানির নিচে। এর মধ্যে সুনামগঞ্জের ৯০ শতাংশ এলাকা ডুবে গেছে। বন্যার পানিতে সীমাহীন কষ্টে দিন পার করছে সিলেট-সুনামগঞ্জসহ দেশের নিচু অঞ্চলের মানুষ। বন্যার্তদের উদ্ধার ও সহায়তায় এরই মধ্যে সেনাবাহিনীও নেমেছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। দেশের এমন ক্রান্তিলগ্নে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা বাংলাদেশ দলের মন কাঁদছে।
অ্যান্টিগা টেস্টের মধ্যেই বন্যার খবর পৌঁছে গেছে সাকিব আল হাসান,তামিম ইকবালদের কাছে। বন্যাকবলিত মানুষের দুঃখ-কষ্টে তারাও ব্যথিত। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের পাশেই আছে পুরো বাংলাদেশ। আসুন এই সংকটময় পরিস্থিতিতে সবাই সিলেটকে প্রার্থনায় রাখি।’
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বন্যাদুর্গতদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ দলের এই ওপেনার তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট-সুনামগঞ্জ আজ বিপর্যস্ত ভয়াবহ বন্যায়। বিভিন্ন ছবি দেখে এবং বন্যার খবর জেনে খুব খারাপ লাগছে। সবাই ধৈর্য রাখুন, মানসিকভাবে শক্ত থাকুন। যতটা সম্ভব সবাই দুর্গতদের পাশে থাকুন, পরস্পরের সহায়তা করুন। প্রার্থনা করছি, যেন এই বিপদ দ্রুত কেটে যায়। আল্লাহ সবার সহায় হোন।’
মেহেদী হাসান মিরাজও সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়ে লিখেছেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা, বন্যায় প্লাবিত সিলেট বিভাগকে তিনি রক্ষা করুন। দ্রুতই যেন সিলেট বিভাগের বাসিন্দারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন মহান আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি। কর্তৃপক্ষ ও সামর্থ্যবান সবাই এই ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় হাতে হাত রেখে কাজ করবেন ইনশাআল্লাহ। ফি-আমানিল্লাহ।
বানভাসি মানুষদের রক্ষায় সৃষ্টিকর্তার কাছে নিজের আকুতির কথা জানিয়ে লিটন দাস লিখেছেন, ‘মহামানবিক বিপর্যয় নেমে এসেছে সিলেটের বুকে। এই মুহূর্তে সিলেটে বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ ও উদ্ধার অভিযান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রতি মুহূর্তে পানি বাড়ছে। ঈশ্বর সবাইকে রক্ষা করুন।’

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২০ মিনিট আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
৪২ মিনিট আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
২ ঘণ্টা আগেনতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে