নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একের পর এক রেকর্ড গড়েই চলেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আর তাতে বিশ্বকাপ বাছাইয়ে নতুন উচ্চতায় দল। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর, রানের হিসাবে সবচেয়ে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েন মেয়েরা। রেকর্ড গড়ার এই জয়ের ধারা ধরে রেখে গতকালও নতুন রেকর্ড গড়েছেন জ্যোতিরা। আগের দলীয় সর্বোচ্চ স্কোর ছাড়িয়ে গতকাল স্কটল্যান্ডের বিপক্ষে ২৭৬ রানের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ নারী দল। ম্যাচ জিতেছে ৩৪ রানে। বিশ্বকাপ বাছাইয়ে এটি হ্যাটট্রিক জয় জ্যোতিদের।
২৭৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে স্কটল্যান্ড ৫০ ওভার খেললেও ৯ উইকেটে ২৪২ রানের বেশি তুলতে পারেনি। নাহিদাদের ঘূর্ণিজাদুর সামনে দলীয় ১১০ রানেই ৭ উইকেট হারায় তারা। অস্টম উইকেট জুটিতে প্রিয়ানাজ চ্যাটার্জি (৬১) ও রাচেল স্লাটার (৬৩*) ১২৪ বলে ১১৫ রানের জুটি গড়লেও, সেটা শুধু হারের ব্যবধান কমিয়েছে মাত্র। নাহিদা আক্তার ৪০ রানে ৪টি এবং জান্নাতুল ফেরদৌস ৪৩ রানে ২টি উইকেট নিয়েছেন।
আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হারতে হারতে শুধু অবিশ্বাস্যভাবে ম্যাচই জেতেনি বাংলাদেশ—নিজেদের আত্মবিশ্বাসের ছাতিটাও মেলেছে বেশ। টানা দুই জয়ের পর গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে তাদের ব্যাটিংটা ছিল ঠিক সে রকমই। অধিনায়ক জ্যোতির ব্যাটিং তাণ্ডবের সঙ্গে ফারজানা হক ও শারমিন আক্তারের ফিফটিতে ৬ উইকেটে ২৭৬ রান তোলে বাংলাদেশ।
ওয়ানডে সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহও এটি। বিশ্বকাপে বাছাইয়ে প্রথম ম্যাচে তারা থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে করেছিল ২৭১ রান। পাঁচ দিনের মাথায় নিজেদের সর্বোচ্চ ইনিংসের নতুন রেকর্ড গড়ল তারা। সেই ম্যাচেই পেয়েছিল ওয়ানডেতে সর্বোচ্চ ১৭৮ রানের জয়। লাহোরের রানপ্রসবা উইকেটে টস জিতে আগে ব্যাটিংই নিয়েছিল বাংলাদেশ।
ব্যাটিংয়ে শুরুটা মোটামুটি ভালোই হয়েছিল। ৩৫ রানে নবম ওভারে প্রথম উইকেট হারায় তারা। ইসমা তানজিম এ ম্যাচেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। ফেরেন ১৪ রান করে। দ্বিতীয় উইকেটে ইনিংসের শক্ত ভিত গড়ে দেন ফারজানা ও শারমিন। দুজনে গড়েন ১০৩ রানের জুটি। শারমিন ৭৯ বলে ৫৭ ও ফারজানা ৮৪ বলে ৬ চারে করেন ৫৭ রান। তিন ম্যাচে ফারজানার দ্বিতীয় ফিফটি।
চার নম্বরে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালিয়েছেন জ্যোতি। ৫৯ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন এ উইকেটরক্ষক-ব্যাটার। ইনিংসে ছিল ১১টি চার। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর আয়ারল্যান্ডের বিপক্ষেও করেছিলেন ফিফটি। আজ তৃতীয় ম্যাচেও নিজের সেই ছন্দ ধরে রাখলেন জ্যোতি। ফাহিমা খাতুন ২২ বলে করেছেন ২৬ রান। স্কটল্যান্ডের পেসার ক্যাথরিন ব্রাইস ৫৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রানও জ্যোতির। তিন ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে করেছেন ২৩৫ রান, নজরকাড়া ব্যাটিং গড় ১১৭.৫০।
ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছেন ক্যাথেরিন ফ্রেজার। ওয়ানডেতে স্কটল্যান্ডের হয়ে ইনিংসে সর্বোচ্চ ৬টি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। তাঁর আগে ডার্সি কার্টার নিয়েছিলেন ৫টি ক্যাচ।

একের পর এক রেকর্ড গড়েই চলেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আর তাতে বিশ্বকাপ বাছাইয়ে নতুন উচ্চতায় দল। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর, রানের হিসাবে সবচেয়ে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েন মেয়েরা। রেকর্ড গড়ার এই জয়ের ধারা ধরে রেখে গতকালও নতুন রেকর্ড গড়েছেন জ্যোতিরা। আগের দলীয় সর্বোচ্চ স্কোর ছাড়িয়ে গতকাল স্কটল্যান্ডের বিপক্ষে ২৭৬ রানের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ নারী দল। ম্যাচ জিতেছে ৩৪ রানে। বিশ্বকাপ বাছাইয়ে এটি হ্যাটট্রিক জয় জ্যোতিদের।
২৭৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে স্কটল্যান্ড ৫০ ওভার খেললেও ৯ উইকেটে ২৪২ রানের বেশি তুলতে পারেনি। নাহিদাদের ঘূর্ণিজাদুর সামনে দলীয় ১১০ রানেই ৭ উইকেট হারায় তারা। অস্টম উইকেট জুটিতে প্রিয়ানাজ চ্যাটার্জি (৬১) ও রাচেল স্লাটার (৬৩*) ১২৪ বলে ১১৫ রানের জুটি গড়লেও, সেটা শুধু হারের ব্যবধান কমিয়েছে মাত্র। নাহিদা আক্তার ৪০ রানে ৪টি এবং জান্নাতুল ফেরদৌস ৪৩ রানে ২টি উইকেট নিয়েছেন।
আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হারতে হারতে শুধু অবিশ্বাস্যভাবে ম্যাচই জেতেনি বাংলাদেশ—নিজেদের আত্মবিশ্বাসের ছাতিটাও মেলেছে বেশ। টানা দুই জয়ের পর গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে তাদের ব্যাটিংটা ছিল ঠিক সে রকমই। অধিনায়ক জ্যোতির ব্যাটিং তাণ্ডবের সঙ্গে ফারজানা হক ও শারমিন আক্তারের ফিফটিতে ৬ উইকেটে ২৭৬ রান তোলে বাংলাদেশ।
ওয়ানডে সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহও এটি। বিশ্বকাপে বাছাইয়ে প্রথম ম্যাচে তারা থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে করেছিল ২৭১ রান। পাঁচ দিনের মাথায় নিজেদের সর্বোচ্চ ইনিংসের নতুন রেকর্ড গড়ল তারা। সেই ম্যাচেই পেয়েছিল ওয়ানডেতে সর্বোচ্চ ১৭৮ রানের জয়। লাহোরের রানপ্রসবা উইকেটে টস জিতে আগে ব্যাটিংই নিয়েছিল বাংলাদেশ।
ব্যাটিংয়ে শুরুটা মোটামুটি ভালোই হয়েছিল। ৩৫ রানে নবম ওভারে প্রথম উইকেট হারায় তারা। ইসমা তানজিম এ ম্যাচেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। ফেরেন ১৪ রান করে। দ্বিতীয় উইকেটে ইনিংসের শক্ত ভিত গড়ে দেন ফারজানা ও শারমিন। দুজনে গড়েন ১০৩ রানের জুটি। শারমিন ৭৯ বলে ৫৭ ও ফারজানা ৮৪ বলে ৬ চারে করেন ৫৭ রান। তিন ম্যাচে ফারজানার দ্বিতীয় ফিফটি।
চার নম্বরে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালিয়েছেন জ্যোতি। ৫৯ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন এ উইকেটরক্ষক-ব্যাটার। ইনিংসে ছিল ১১টি চার। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর আয়ারল্যান্ডের বিপক্ষেও করেছিলেন ফিফটি। আজ তৃতীয় ম্যাচেও নিজের সেই ছন্দ ধরে রাখলেন জ্যোতি। ফাহিমা খাতুন ২২ বলে করেছেন ২৬ রান। স্কটল্যান্ডের পেসার ক্যাথরিন ব্রাইস ৫৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রানও জ্যোতির। তিন ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে করেছেন ২৩৫ রান, নজরকাড়া ব্যাটিং গড় ১১৭.৫০।
ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছেন ক্যাথেরিন ফ্রেজার। ওয়ানডেতে স্কটল্যান্ডের হয়ে ইনিংসে সর্বোচ্চ ৬টি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। তাঁর আগে ডার্সি কার্টার নিয়েছিলেন ৫টি ক্যাচ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
৪৩ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে