
সেঞ্চুরি যেন সহজলভ্য হয়ে গেছে শুভমান গিলের কাছে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-সব সংস্করণেই তিন অঙ্কের দেখা পাচ্ছেন গিল। আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে সেঞ্চুরি করেছেন ভারতীয় এই ওপেনার। গিলের পর দুর্দান্ত ব্যাটিং করেছেন বিরাট কোহলি। ব্যাটারদের বীরত্বে তৃতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে ভারত। ১৯১ রানে পিছিয়ে থাকলেও ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকেরা।
বিনা উইকেটে ৩৬ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল বেশ সাবলীলভাবেই খেলতে থাকেন অস্ট্রেলিয়ার বোলারদের। ১২৬ বলে ৭৪ রানের উদ্বোধনী জুটি গড়েছেন রোহিত-গিল। ৩৫ রান করা রোহিতকে ফিরিয়ে জুটি ভেঙেছেন ম্যাথ্যু কুহনেমান। রোহিতের পর উইকেটে আসেন চেতেশ্বর পূজারা। গিলকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন পূজারা। ২৪৮ বলে ১১৩ রানের জুটি গড়েন গিল-পূজারা। এই জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন গিল। পূজারাকে এলবিডব্লুর ফাঁদে ফেলে শতরানের এই জুটি ভাঙেন টড মার্ফি। ১২১ বলে ৪২ রান করেন ভারতীয় এই টপ অর্ডার ব্যাটার।
রোহিত, পূজারার পর কোহলিকে নিয়েও পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন গিল। তৃতীয় উইকেটে কোহলির সঙ্গে ১০০ বলে ৫৮ রানের জুটি গড়তে অবদান রাখেন ভারতীয় এই ওপেনার। নাথান লায়নের বলে গিল এলবিডব্লু হলে ভেঙে যায় এই জুটি। ২৩৫ বলে ১২৮ রান করেন ভারতীয় এই ব্যাটার। গিলের পর ফিফটির দেখা পেয়েছেন কোহলি। টেস্ট ক্যারিয়ারের ২৯ তম ফিফটি পেয়েছেন কোহলি। ১৫ ইনিংস পর সাদা পোশাকে ফিফটির দেখা পেয়েছেন ভারতীয় এই ব্যাটার। চতুর্থ উইকেটে ১২২ বলে ৪৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন কোহলি ও রবীন্দ্র জাদেজা। তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২৮৯ রান করে ভারত। কোহলি ৫৯ রানে ও রবীন্দ্র জাদেজা ১৬ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন কুহনেমান, মার্ফি ও লায়ন।

সেঞ্চুরি যেন সহজলভ্য হয়ে গেছে শুভমান গিলের কাছে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-সব সংস্করণেই তিন অঙ্কের দেখা পাচ্ছেন গিল। আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে সেঞ্চুরি করেছেন ভারতীয় এই ওপেনার। গিলের পর দুর্দান্ত ব্যাটিং করেছেন বিরাট কোহলি। ব্যাটারদের বীরত্বে তৃতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে ভারত। ১৯১ রানে পিছিয়ে থাকলেও ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকেরা।
বিনা উইকেটে ৩৬ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল বেশ সাবলীলভাবেই খেলতে থাকেন অস্ট্রেলিয়ার বোলারদের। ১২৬ বলে ৭৪ রানের উদ্বোধনী জুটি গড়েছেন রোহিত-গিল। ৩৫ রান করা রোহিতকে ফিরিয়ে জুটি ভেঙেছেন ম্যাথ্যু কুহনেমান। রোহিতের পর উইকেটে আসেন চেতেশ্বর পূজারা। গিলকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন পূজারা। ২৪৮ বলে ১১৩ রানের জুটি গড়েন গিল-পূজারা। এই জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন গিল। পূজারাকে এলবিডব্লুর ফাঁদে ফেলে শতরানের এই জুটি ভাঙেন টড মার্ফি। ১২১ বলে ৪২ রান করেন ভারতীয় এই টপ অর্ডার ব্যাটার।
রোহিত, পূজারার পর কোহলিকে নিয়েও পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন গিল। তৃতীয় উইকেটে কোহলির সঙ্গে ১০০ বলে ৫৮ রানের জুটি গড়তে অবদান রাখেন ভারতীয় এই ওপেনার। নাথান লায়নের বলে গিল এলবিডব্লু হলে ভেঙে যায় এই জুটি। ২৩৫ বলে ১২৮ রান করেন ভারতীয় এই ব্যাটার। গিলের পর ফিফটির দেখা পেয়েছেন কোহলি। টেস্ট ক্যারিয়ারের ২৯ তম ফিফটি পেয়েছেন কোহলি। ১৫ ইনিংস পর সাদা পোশাকে ফিফটির দেখা পেয়েছেন ভারতীয় এই ব্যাটার। চতুর্থ উইকেটে ১২২ বলে ৪৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন কোহলি ও রবীন্দ্র জাদেজা। তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২৮৯ রান করে ভারত। কোহলি ৫৯ রানে ও রবীন্দ্র জাদেজা ১৬ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন কুহনেমান, মার্ফি ও লায়ন।

লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন, এই প্রশ্ন এখন সবার মনে। বিষয়টি নিয়ে আগেও একাধিকবার কথা বলতে দেখা গেছে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিকে। এলএমটেনকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছিলেন তিনি। আরও একবার একই কথা শোনা গেল বিশ্বকাপ জয়ী কোচের কণ্ঠে।
১২ মিনিট আগে
ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এ সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা, আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
১ ঘণ্টা আগে
সিরিজ শুরুর আগে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দলকে ‘ড্যাডস আর্মি’ বলে কটাক্ষ করেছিল ইংলিশ মিডিয়া ও ইংল্যান্ডের সমর্থকেরা। শেষ পর্যন্ত ‘ড্যাড’দের অভিজ্ঞতারই জয় হয়েছে মাত্রই শেষ হওয়া অ্যাশেজে।
১ ঘণ্টা আগে
টানা হারের বৃত্তে আটকে থাকা নোয়াখালী এক্সপ্রেস নিজেদের প্রথম জয় পেয়েছে রংপুর রাইডার্সের বিপক্ষে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল নবাগত ফ্র্যাঞ্চাইজিটির কাছে ৯ রানে হেরেছে নুরুল হাসান সোহানের দল। এই হারের জন্য ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রংপুরের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।
২ ঘণ্টা আগে