
সেঞ্চুরি যেন সহজলভ্য হয়ে গেছে শুভমান গিলের কাছে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-সব সংস্করণেই তিন অঙ্কের দেখা পাচ্ছেন গিল। আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে সেঞ্চুরি করেছেন ভারতীয় এই ওপেনার। গিলের পর দুর্দান্ত ব্যাটিং করেছেন বিরাট কোহলি। ব্যাটারদের বীরত্বে তৃতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে ভারত। ১৯১ রানে পিছিয়ে থাকলেও ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকেরা।
বিনা উইকেটে ৩৬ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল বেশ সাবলীলভাবেই খেলতে থাকেন অস্ট্রেলিয়ার বোলারদের। ১২৬ বলে ৭৪ রানের উদ্বোধনী জুটি গড়েছেন রোহিত-গিল। ৩৫ রান করা রোহিতকে ফিরিয়ে জুটি ভেঙেছেন ম্যাথ্যু কুহনেমান। রোহিতের পর উইকেটে আসেন চেতেশ্বর পূজারা। গিলকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন পূজারা। ২৪৮ বলে ১১৩ রানের জুটি গড়েন গিল-পূজারা। এই জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন গিল। পূজারাকে এলবিডব্লুর ফাঁদে ফেলে শতরানের এই জুটি ভাঙেন টড মার্ফি। ১২১ বলে ৪২ রান করেন ভারতীয় এই টপ অর্ডার ব্যাটার।
রোহিত, পূজারার পর কোহলিকে নিয়েও পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন গিল। তৃতীয় উইকেটে কোহলির সঙ্গে ১০০ বলে ৫৮ রানের জুটি গড়তে অবদান রাখেন ভারতীয় এই ওপেনার। নাথান লায়নের বলে গিল এলবিডব্লু হলে ভেঙে যায় এই জুটি। ২৩৫ বলে ১২৮ রান করেন ভারতীয় এই ব্যাটার। গিলের পর ফিফটির দেখা পেয়েছেন কোহলি। টেস্ট ক্যারিয়ারের ২৯ তম ফিফটি পেয়েছেন কোহলি। ১৫ ইনিংস পর সাদা পোশাকে ফিফটির দেখা পেয়েছেন ভারতীয় এই ব্যাটার। চতুর্থ উইকেটে ১২২ বলে ৪৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন কোহলি ও রবীন্দ্র জাদেজা। তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২৮৯ রান করে ভারত। কোহলি ৫৯ রানে ও রবীন্দ্র জাদেজা ১৬ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন কুহনেমান, মার্ফি ও লায়ন।

সেঞ্চুরি যেন সহজলভ্য হয়ে গেছে শুভমান গিলের কাছে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-সব সংস্করণেই তিন অঙ্কের দেখা পাচ্ছেন গিল। আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে সেঞ্চুরি করেছেন ভারতীয় এই ওপেনার। গিলের পর দুর্দান্ত ব্যাটিং করেছেন বিরাট কোহলি। ব্যাটারদের বীরত্বে তৃতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে ভারত। ১৯১ রানে পিছিয়ে থাকলেও ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকেরা।
বিনা উইকেটে ৩৬ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল বেশ সাবলীলভাবেই খেলতে থাকেন অস্ট্রেলিয়ার বোলারদের। ১২৬ বলে ৭৪ রানের উদ্বোধনী জুটি গড়েছেন রোহিত-গিল। ৩৫ রান করা রোহিতকে ফিরিয়ে জুটি ভেঙেছেন ম্যাথ্যু কুহনেমান। রোহিতের পর উইকেটে আসেন চেতেশ্বর পূজারা। গিলকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন পূজারা। ২৪৮ বলে ১১৩ রানের জুটি গড়েন গিল-পূজারা। এই জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন গিল। পূজারাকে এলবিডব্লুর ফাঁদে ফেলে শতরানের এই জুটি ভাঙেন টড মার্ফি। ১২১ বলে ৪২ রান করেন ভারতীয় এই টপ অর্ডার ব্যাটার।
রোহিত, পূজারার পর কোহলিকে নিয়েও পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন গিল। তৃতীয় উইকেটে কোহলির সঙ্গে ১০০ বলে ৫৮ রানের জুটি গড়তে অবদান রাখেন ভারতীয় এই ওপেনার। নাথান লায়নের বলে গিল এলবিডব্লু হলে ভেঙে যায় এই জুটি। ২৩৫ বলে ১২৮ রান করেন ভারতীয় এই ব্যাটার। গিলের পর ফিফটির দেখা পেয়েছেন কোহলি। টেস্ট ক্যারিয়ারের ২৯ তম ফিফটি পেয়েছেন কোহলি। ১৫ ইনিংস পর সাদা পোশাকে ফিফটির দেখা পেয়েছেন ভারতীয় এই ব্যাটার। চতুর্থ উইকেটে ১২২ বলে ৪৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন কোহলি ও রবীন্দ্র জাদেজা। তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২৮৯ রান করে ভারত। কোহলি ৫৯ রানে ও রবীন্দ্র জাদেজা ১৬ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন কুহনেমান, মার্ফি ও লায়ন।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৩ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৪ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৫ ঘণ্টা আগে