
সেঞ্চুরি যেন সহজলভ্য হয়ে গেছে শুভমান গিলের কাছে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-সব সংস্করণেই তিন অঙ্কের দেখা পাচ্ছেন গিল। আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে সেঞ্চুরি করেছেন ভারতীয় এই ওপেনার। গিলের পর দুর্দান্ত ব্যাটিং করেছেন বিরাট কোহলি। ব্যাটারদের বীরত্বে তৃতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে ভারত। ১৯১ রানে পিছিয়ে থাকলেও ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকেরা।
বিনা উইকেটে ৩৬ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল বেশ সাবলীলভাবেই খেলতে থাকেন অস্ট্রেলিয়ার বোলারদের। ১২৬ বলে ৭৪ রানের উদ্বোধনী জুটি গড়েছেন রোহিত-গিল। ৩৫ রান করা রোহিতকে ফিরিয়ে জুটি ভেঙেছেন ম্যাথ্যু কুহনেমান। রোহিতের পর উইকেটে আসেন চেতেশ্বর পূজারা। গিলকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন পূজারা। ২৪৮ বলে ১১৩ রানের জুটি গড়েন গিল-পূজারা। এই জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন গিল। পূজারাকে এলবিডব্লুর ফাঁদে ফেলে শতরানের এই জুটি ভাঙেন টড মার্ফি। ১২১ বলে ৪২ রান করেন ভারতীয় এই টপ অর্ডার ব্যাটার।
রোহিত, পূজারার পর কোহলিকে নিয়েও পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন গিল। তৃতীয় উইকেটে কোহলির সঙ্গে ১০০ বলে ৫৮ রানের জুটি গড়তে অবদান রাখেন ভারতীয় এই ওপেনার। নাথান লায়নের বলে গিল এলবিডব্লু হলে ভেঙে যায় এই জুটি। ২৩৫ বলে ১২৮ রান করেন ভারতীয় এই ব্যাটার। গিলের পর ফিফটির দেখা পেয়েছেন কোহলি। টেস্ট ক্যারিয়ারের ২৯ তম ফিফটি পেয়েছেন কোহলি। ১৫ ইনিংস পর সাদা পোশাকে ফিফটির দেখা পেয়েছেন ভারতীয় এই ব্যাটার। চতুর্থ উইকেটে ১২২ বলে ৪৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন কোহলি ও রবীন্দ্র জাদেজা। তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২৮৯ রান করে ভারত। কোহলি ৫৯ রানে ও রবীন্দ্র জাদেজা ১৬ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন কুহনেমান, মার্ফি ও লায়ন।

সেঞ্চুরি যেন সহজলভ্য হয়ে গেছে শুভমান গিলের কাছে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-সব সংস্করণেই তিন অঙ্কের দেখা পাচ্ছেন গিল। আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে সেঞ্চুরি করেছেন ভারতীয় এই ওপেনার। গিলের পর দুর্দান্ত ব্যাটিং করেছেন বিরাট কোহলি। ব্যাটারদের বীরত্বে তৃতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে ভারত। ১৯১ রানে পিছিয়ে থাকলেও ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকেরা।
বিনা উইকেটে ৩৬ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল বেশ সাবলীলভাবেই খেলতে থাকেন অস্ট্রেলিয়ার বোলারদের। ১২৬ বলে ৭৪ রানের উদ্বোধনী জুটি গড়েছেন রোহিত-গিল। ৩৫ রান করা রোহিতকে ফিরিয়ে জুটি ভেঙেছেন ম্যাথ্যু কুহনেমান। রোহিতের পর উইকেটে আসেন চেতেশ্বর পূজারা। গিলকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন পূজারা। ২৪৮ বলে ১১৩ রানের জুটি গড়েন গিল-পূজারা। এই জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন গিল। পূজারাকে এলবিডব্লুর ফাঁদে ফেলে শতরানের এই জুটি ভাঙেন টড মার্ফি। ১২১ বলে ৪২ রান করেন ভারতীয় এই টপ অর্ডার ব্যাটার।
রোহিত, পূজারার পর কোহলিকে নিয়েও পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন গিল। তৃতীয় উইকেটে কোহলির সঙ্গে ১০০ বলে ৫৮ রানের জুটি গড়তে অবদান রাখেন ভারতীয় এই ওপেনার। নাথান লায়নের বলে গিল এলবিডব্লু হলে ভেঙে যায় এই জুটি। ২৩৫ বলে ১২৮ রান করেন ভারতীয় এই ব্যাটার। গিলের পর ফিফটির দেখা পেয়েছেন কোহলি। টেস্ট ক্যারিয়ারের ২৯ তম ফিফটি পেয়েছেন কোহলি। ১৫ ইনিংস পর সাদা পোশাকে ফিফটির দেখা পেয়েছেন ভারতীয় এই ব্যাটার। চতুর্থ উইকেটে ১২২ বলে ৪৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন কোহলি ও রবীন্দ্র জাদেজা। তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২৮৯ রান করে ভারত। কোহলি ৫৯ রানে ও রবীন্দ্র জাদেজা ১৬ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন কুহনেমান, মার্ফি ও লায়ন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৩৮ মিনিট আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে