
ইতিহাস জানাচ্ছে, ওয়ানডে বিশ্বকাপে ভারতকে কখনোই হারাতে পারেনি পাকিস্তান। এখন পর্যন্ত মোট সাতবার দেখা হয়েছে দুই দলের, প্রতিবারই জিতেছে ভারত। এমনিতে ওয়ানডে পরিসংখ্যানের জয়ে এগিয়ে থাকলেও বিশ্বকাপে একবারের জন্যও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।
বিশ্বকাপে দেখা হলে প্রতিবারই ভারতকে হারানোর স্বপ্ন নিয়ে নামে পাকিস্তান, কিন্তু ম্যাচ শেষে দেখা যায় তাদের কপালে জোটে না জয়। তবে এবার ভিন্ন কিছু হবে বলে আশা করছেন মাইকেল আথারটন। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মতে, বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান।
স্কাই স্পোর্টসকে এমনটিই জানিয়েছেন আথারটন। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ টুর্নামেন্টের সবচেয়ে বড় প্রতিযোগিতা হতে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এতে গ্যালারি কানায় কানায় পূর্ণ হবে সন্দেহ নেই তাঁর। জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেছেন, ‘আমার সাহসী ভবিষ্যদ্বাণী হিসেবে বলছি, ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারাবে পাকিস্তান। যদিও এখন পর্যন্ত তাদের ফল সাত ম্যাচের মধ্যে শূন্য। এটি টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ হতে চলেছে, সেমিফাইনাল অথবা ফাইনালে দেখা না হলে। নিশ্চিতভাবেই গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকবে। জমজমাট এক লড়াই হবে এবং পাকিস্তান সারপ্রাইজ দেবে।’
আথারটনের কথা সত্যি হবে কি না, তা জানা যাবে ১৪ অক্টোবর আহমেদাবাদে। টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই সেদিন হবে। তবে তার আগে আজ বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে পাকিস্তান। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ম্যাচটি হবে হায়দরাবাদে।

ইতিহাস জানাচ্ছে, ওয়ানডে বিশ্বকাপে ভারতকে কখনোই হারাতে পারেনি পাকিস্তান। এখন পর্যন্ত মোট সাতবার দেখা হয়েছে দুই দলের, প্রতিবারই জিতেছে ভারত। এমনিতে ওয়ানডে পরিসংখ্যানের জয়ে এগিয়ে থাকলেও বিশ্বকাপে একবারের জন্যও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।
বিশ্বকাপে দেখা হলে প্রতিবারই ভারতকে হারানোর স্বপ্ন নিয়ে নামে পাকিস্তান, কিন্তু ম্যাচ শেষে দেখা যায় তাদের কপালে জোটে না জয়। তবে এবার ভিন্ন কিছু হবে বলে আশা করছেন মাইকেল আথারটন। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মতে, বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান।
স্কাই স্পোর্টসকে এমনটিই জানিয়েছেন আথারটন। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ টুর্নামেন্টের সবচেয়ে বড় প্রতিযোগিতা হতে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এতে গ্যালারি কানায় কানায় পূর্ণ হবে সন্দেহ নেই তাঁর। জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেছেন, ‘আমার সাহসী ভবিষ্যদ্বাণী হিসেবে বলছি, ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারাবে পাকিস্তান। যদিও এখন পর্যন্ত তাদের ফল সাত ম্যাচের মধ্যে শূন্য। এটি টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ হতে চলেছে, সেমিফাইনাল অথবা ফাইনালে দেখা না হলে। নিশ্চিতভাবেই গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকবে। জমজমাট এক লড়াই হবে এবং পাকিস্তান সারপ্রাইজ দেবে।’
আথারটনের কথা সত্যি হবে কি না, তা জানা যাবে ১৪ অক্টোবর আহমেদাবাদে। টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই সেদিন হবে। তবে তার আগে আজ বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে পাকিস্তান। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ম্যাচটি হবে হায়দরাবাদে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে