ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টিকে থাকতে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। বাঁচা-মরার লড়াইয়ে আজ কলম্বোর প্রেমাদাসায় দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
দ্বিতীয় ওয়ানডেতে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। অফফর্মে থাকা লিটন দাস বাদ পড়েছেন। আর প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের পরও তাসকিন আহমেদ বাদ পড়েছেন। দ্বিতীয় ওয়ানডে লিটন ও তাসকিনের পরিবর্তে এসেছেন শামীম হোসেন পাটোয়ারী ও হাসান মাহমুদ। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্তকে নিয়ে টপ অর্ডার সাজিয়েছে বাংলাদেশ। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, মিরাজ, জাকের আলী অনিক ও শামীম থাকছেন।
স্পিন আক্রমণে মিরাজের সঙ্গে থাকছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। শামীমের খণ্ডকালীন স্পিনও কাজে দিতে পারে। পেস বোলিং আক্রমণে মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবের সঙ্গে থাকছেন হাসান মাহমুদ। শ্রীলঙ্কাও আজ তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। ইশান মালিঙ্গা ও মিলান রত্নায়েকের পরিবর্তে এসেছেন দুষ্মন্ত চামিরা ও দুনিথ ভেল্লালাগে। স্পিন আক্রমণে ভেল্লালেগের সঙ্গে থাকছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ তিকশানা। বাঁহাতি স্পিনের পাশাপাশি ভেল্লালেগের ব্যাটিংটাও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
শ্রীলঙ্কা আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে। তৃতীয় ওয়ানডে তখন হয়ে যাবে আনুষ্ঠানিকতার। পাল্লেকেলেতে মঙ্গলবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
বাংলাদেশের একাদশ
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটকিপার), তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব
শ্রীলঙ্কার একাদশ
নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ তিকসানা, দুষ্মন্ত চামিরা, আসিথা ফার্নান্দো
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টিকে থাকতে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। বাঁচা-মরার লড়াইয়ে আজ কলম্বোর প্রেমাদাসায় দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
দ্বিতীয় ওয়ানডেতে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। অফফর্মে থাকা লিটন দাস বাদ পড়েছেন। আর প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের পরও তাসকিন আহমেদ বাদ পড়েছেন। দ্বিতীয় ওয়ানডে লিটন ও তাসকিনের পরিবর্তে এসেছেন শামীম হোসেন পাটোয়ারী ও হাসান মাহমুদ। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্তকে নিয়ে টপ অর্ডার সাজিয়েছে বাংলাদেশ। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, মিরাজ, জাকের আলী অনিক ও শামীম থাকছেন।
স্পিন আক্রমণে মিরাজের সঙ্গে থাকছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। শামীমের খণ্ডকালীন স্পিনও কাজে দিতে পারে। পেস বোলিং আক্রমণে মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবের সঙ্গে থাকছেন হাসান মাহমুদ। শ্রীলঙ্কাও আজ তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। ইশান মালিঙ্গা ও মিলান রত্নায়েকের পরিবর্তে এসেছেন দুষ্মন্ত চামিরা ও দুনিথ ভেল্লালাগে। স্পিন আক্রমণে ভেল্লালেগের সঙ্গে থাকছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ তিকশানা। বাঁহাতি স্পিনের পাশাপাশি ভেল্লালেগের ব্যাটিংটাও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
শ্রীলঙ্কা আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে। তৃতীয় ওয়ানডে তখন হয়ে যাবে আনুষ্ঠানিকতার। পাল্লেকেলেতে মঙ্গলবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
বাংলাদেশের একাদশ
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটকিপার), তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব
শ্রীলঙ্কার একাদশ
নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ তিকসানা, দুষ্মন্ত চামিরা, আসিথা ফার্নান্দো
বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। কলম্বোর প্রেমাদাসায় আজ তৃতীয় টি-টোয়েন্টিটা হয়ে গেল সিরিজ নির্ধারণী। এই ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
১ ঘণ্টা আগেকোচ, অধিনায়কদের যে জ্বালা-যন্ত্রণার শেষ নেই। দল জিতলে যেমন বাহ্বা পান, তেমনি ম্যাচ হারলে তাঁদের ওপর আসে একের পর এক অভিযোগ। লর্ডসে গত পরশু কাছাকাছি গিয়ে ম্যাচ হারের পর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের দিকে উঠেছে অভিযোগের আঙুল।
৩ ঘণ্টা আগে২০২৮ লস অ্যাঞ্জেলেস দিয়ে অলিম্পিকে ক্রিকেট ফিরছে ১২৮ বছর পর। টেলিভিশনে খেলা দেখতে ভারত, বাংলাদেশ—অর্থাৎ দক্ষিণ এশিয়ার দর্শকদের কথা বিবেচনা করে খেলার সময় সূচি তৈরি করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। সব ম্যাচই হবে ক্যালিফোর্নিয়ার পোমোনা ফেয়ারগ্রাউন্ডে তৈরি...
৩ ঘণ্টা আগে২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে চারটি সিরিজ ও চলমান শ্রীলঙ্কা সফর মিলিয়ে এখন পর্যন্ত এই সংস্করণে ১৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় এসেছে মাত্র ৫ টিতে। তিনটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, একটি করে আরব আমিরাত ও শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের সঙ্গে সিরিজ শেষেই নিজেদের মাঠে পাকিস্তানের...
৩ ঘণ্টা আগে