ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টিকে থাকতে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। বাঁচা-মরার লড়াইয়ে আজ কলম্বোর প্রেমাদাসায় দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
দ্বিতীয় ওয়ানডেতে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। অফফর্মে থাকা লিটন দাস বাদ পড়েছেন। আর প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের পরও তাসকিন আহমেদ বাদ পড়েছেন। দ্বিতীয় ওয়ানডে লিটন ও তাসকিনের পরিবর্তে এসেছেন শামীম হোসেন পাটোয়ারী ও হাসান মাহমুদ। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্তকে নিয়ে টপ অর্ডার সাজিয়েছে বাংলাদেশ। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, মিরাজ, জাকের আলী অনিক ও শামীম থাকছেন।
স্পিন আক্রমণে মিরাজের সঙ্গে থাকছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। শামীমের খণ্ডকালীন স্পিনও কাজে দিতে পারে। পেস বোলিং আক্রমণে মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবের সঙ্গে থাকছেন হাসান মাহমুদ। শ্রীলঙ্কাও আজ তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। ইশান মালিঙ্গা ও মিলান রত্নায়েকের পরিবর্তে এসেছেন দুষ্মন্ত চামিরা ও দুনিথ ভেল্লালাগে। স্পিন আক্রমণে ভেল্লালেগের সঙ্গে থাকছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ তিকশানা। বাঁহাতি স্পিনের পাশাপাশি ভেল্লালেগের ব্যাটিংটাও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
শ্রীলঙ্কা আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে। তৃতীয় ওয়ানডে তখন হয়ে যাবে আনুষ্ঠানিকতার। পাল্লেকেলেতে মঙ্গলবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
বাংলাদেশের একাদশ
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটকিপার), তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব
শ্রীলঙ্কার একাদশ
নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ তিকসানা, দুষ্মন্ত চামিরা, আসিথা ফার্নান্দো

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টিকে থাকতে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। বাঁচা-মরার লড়াইয়ে আজ কলম্বোর প্রেমাদাসায় দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
দ্বিতীয় ওয়ানডেতে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। অফফর্মে থাকা লিটন দাস বাদ পড়েছেন। আর প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের পরও তাসকিন আহমেদ বাদ পড়েছেন। দ্বিতীয় ওয়ানডে লিটন ও তাসকিনের পরিবর্তে এসেছেন শামীম হোসেন পাটোয়ারী ও হাসান মাহমুদ। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্তকে নিয়ে টপ অর্ডার সাজিয়েছে বাংলাদেশ। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, মিরাজ, জাকের আলী অনিক ও শামীম থাকছেন।
স্পিন আক্রমণে মিরাজের সঙ্গে থাকছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। শামীমের খণ্ডকালীন স্পিনও কাজে দিতে পারে। পেস বোলিং আক্রমণে মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবের সঙ্গে থাকছেন হাসান মাহমুদ। শ্রীলঙ্কাও আজ তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। ইশান মালিঙ্গা ও মিলান রত্নায়েকের পরিবর্তে এসেছেন দুষ্মন্ত চামিরা ও দুনিথ ভেল্লালাগে। স্পিন আক্রমণে ভেল্লালেগের সঙ্গে থাকছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ তিকশানা। বাঁহাতি স্পিনের পাশাপাশি ভেল্লালেগের ব্যাটিংটাও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
শ্রীলঙ্কা আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে। তৃতীয় ওয়ানডে তখন হয়ে যাবে আনুষ্ঠানিকতার। পাল্লেকেলেতে মঙ্গলবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
বাংলাদেশের একাদশ
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটকিপার), তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব
শ্রীলঙ্কার একাদশ
নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ তিকসানা, দুষ্মন্ত চামিরা, আসিথা ফার্নান্দো

অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
৩ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে