ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টিকে থাকতে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। বাঁচা-মরার লড়াইয়ে আজ কলম্বোর প্রেমাদাসায় দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
দ্বিতীয় ওয়ানডেতে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। অফফর্মে থাকা লিটন দাস বাদ পড়েছেন। আর প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের পরও তাসকিন আহমেদ বাদ পড়েছেন। দ্বিতীয় ওয়ানডে লিটন ও তাসকিনের পরিবর্তে এসেছেন শামীম হোসেন পাটোয়ারী ও হাসান মাহমুদ। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্তকে নিয়ে টপ অর্ডার সাজিয়েছে বাংলাদেশ। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, মিরাজ, জাকের আলী অনিক ও শামীম থাকছেন।
স্পিন আক্রমণে মিরাজের সঙ্গে থাকছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। শামীমের খণ্ডকালীন স্পিনও কাজে দিতে পারে। পেস বোলিং আক্রমণে মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবের সঙ্গে থাকছেন হাসান মাহমুদ। শ্রীলঙ্কাও আজ তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। ইশান মালিঙ্গা ও মিলান রত্নায়েকের পরিবর্তে এসেছেন দুষ্মন্ত চামিরা ও দুনিথ ভেল্লালাগে। স্পিন আক্রমণে ভেল্লালেগের সঙ্গে থাকছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ তিকশানা। বাঁহাতি স্পিনের পাশাপাশি ভেল্লালেগের ব্যাটিংটাও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
শ্রীলঙ্কা আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে। তৃতীয় ওয়ানডে তখন হয়ে যাবে আনুষ্ঠানিকতার। পাল্লেকেলেতে মঙ্গলবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
বাংলাদেশের একাদশ
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটকিপার), তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব
শ্রীলঙ্কার একাদশ
নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ তিকসানা, দুষ্মন্ত চামিরা, আসিথা ফার্নান্দো

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টিকে থাকতে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। বাঁচা-মরার লড়াইয়ে আজ কলম্বোর প্রেমাদাসায় দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
দ্বিতীয় ওয়ানডেতে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। অফফর্মে থাকা লিটন দাস বাদ পড়েছেন। আর প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের পরও তাসকিন আহমেদ বাদ পড়েছেন। দ্বিতীয় ওয়ানডে লিটন ও তাসকিনের পরিবর্তে এসেছেন শামীম হোসেন পাটোয়ারী ও হাসান মাহমুদ। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্তকে নিয়ে টপ অর্ডার সাজিয়েছে বাংলাদেশ। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, মিরাজ, জাকের আলী অনিক ও শামীম থাকছেন।
স্পিন আক্রমণে মিরাজের সঙ্গে থাকছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। শামীমের খণ্ডকালীন স্পিনও কাজে দিতে পারে। পেস বোলিং আক্রমণে মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবের সঙ্গে থাকছেন হাসান মাহমুদ। শ্রীলঙ্কাও আজ তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। ইশান মালিঙ্গা ও মিলান রত্নায়েকের পরিবর্তে এসেছেন দুষ্মন্ত চামিরা ও দুনিথ ভেল্লালাগে। স্পিন আক্রমণে ভেল্লালেগের সঙ্গে থাকছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ তিকশানা। বাঁহাতি স্পিনের পাশাপাশি ভেল্লালেগের ব্যাটিংটাও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
শ্রীলঙ্কা আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে। তৃতীয় ওয়ানডে তখন হয়ে যাবে আনুষ্ঠানিকতার। পাল্লেকেলেতে মঙ্গলবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
বাংলাদেশের একাদশ
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটকিপার), তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব
শ্রীলঙ্কার একাদশ
নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ তিকসানা, দুষ্মন্ত চামিরা, আসিথা ফার্নান্দো

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
১০ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
১০ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১২ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৫ ঘণ্টা আগে