
ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে যায় যুদ্ধ। ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এমনকি জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়েও আপত্তি তোলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই আপত্তি জানালেও অবশ্য তাতে কোনো কাজ হয়নি। জার্সিতে পাকিস্তানের নাম নিয়েই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস আইয়াররা টুর্নামেন্টের জার্সি পরে ছবি তুলেছেন। রোহিতদের জার্সিতে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির লোগোর সঙ্গে দেখা গেছে পাকিস্তানের নাম। কারণ, হাইব্রিড মডেলে হলেও আয়োজক তো পাকিস্তান। আইসিসি, বিসিসিআই সামাজিক মাধ্যমে রোহিত-কোহলিদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি পরিহিত ছবি পোস্ট করেছে।
লাহোরের ঐতিহাসিক দিওয়ান-ই-আম দুর্গে পরশু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান। দুর্গের ওপর সবুজ রংয়ের লেজার লাইট দিয়ে দেখানো হয়েছে, ‘২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান।’ দুই পাশে সবুজ আলোয় অনেকবার দেখা গেছে ‘প্যাশন’ লেখা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেও অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা—এই সাত দলের পতাকা দেখা গেছে লাহোর স্টেডিয়ামে। কিন্তু ভারতের পতাকাই সেখানে দেখা যায়নি। লাহোরের মতো করাচি ন্যাশনাল স্টেডিয়ামেও ভারতের পতাকা ছিল অনুপস্থিত। পাকিস্তানের দুই বিখ্যাত স্টেডিয়ামে ভারতের পতাকা না থাকার বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়ে ভারত আপত্তি তুললে প্রতিবাদ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রসঙ্গক্রমে পিসিবি উল্লেখ করেছিল আইসিসির কথা। পিসিবি কর্মকর্তার বরাতে ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস লিখেছিল, ‘আইসিসি এমনটা হতে দেবে না বলে আমরা মনে করি। তারা (আইসিসি) পাকিস্তানের পাশে থাকবে।’
করাচিতে আগামীকাল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আট দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৯ মার্চ। যদি ভারত ফাইনালে ওঠে, তাহলে সেটা হবে দুবাইয়ে। অন্যথায় লাহোরেই হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। সেবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান।

ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে যায় যুদ্ধ। ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এমনকি জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়েও আপত্তি তোলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই আপত্তি জানালেও অবশ্য তাতে কোনো কাজ হয়নি। জার্সিতে পাকিস্তানের নাম নিয়েই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস আইয়াররা টুর্নামেন্টের জার্সি পরে ছবি তুলেছেন। রোহিতদের জার্সিতে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির লোগোর সঙ্গে দেখা গেছে পাকিস্তানের নাম। কারণ, হাইব্রিড মডেলে হলেও আয়োজক তো পাকিস্তান। আইসিসি, বিসিসিআই সামাজিক মাধ্যমে রোহিত-কোহলিদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি পরিহিত ছবি পোস্ট করেছে।
লাহোরের ঐতিহাসিক দিওয়ান-ই-আম দুর্গে পরশু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান। দুর্গের ওপর সবুজ রংয়ের লেজার লাইট দিয়ে দেখানো হয়েছে, ‘২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান।’ দুই পাশে সবুজ আলোয় অনেকবার দেখা গেছে ‘প্যাশন’ লেখা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেও অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা—এই সাত দলের পতাকা দেখা গেছে লাহোর স্টেডিয়ামে। কিন্তু ভারতের পতাকাই সেখানে দেখা যায়নি। লাহোরের মতো করাচি ন্যাশনাল স্টেডিয়ামেও ভারতের পতাকা ছিল অনুপস্থিত। পাকিস্তানের দুই বিখ্যাত স্টেডিয়ামে ভারতের পতাকা না থাকার বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়ে ভারত আপত্তি তুললে প্রতিবাদ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রসঙ্গক্রমে পিসিবি উল্লেখ করেছিল আইসিসির কথা। পিসিবি কর্মকর্তার বরাতে ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস লিখেছিল, ‘আইসিসি এমনটা হতে দেবে না বলে আমরা মনে করি। তারা (আইসিসি) পাকিস্তানের পাশে থাকবে।’
করাচিতে আগামীকাল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আট দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৯ মার্চ। যদি ভারত ফাইনালে ওঠে, তাহলে সেটা হবে দুবাইয়ে। অন্যথায় লাহোরেই হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। সেবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
৮ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১১ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
৪০ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
১ ঘণ্টা আগে