
ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছে পাকিস্তানের এশিয়া কাপ। আর গতকাল হংকংকে রেকর্ড ১৫৫ রানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছেন বাবর আজমরা। দলটির সুপার ফোরের ম্যাচ শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। প্রতিপক্ষদের বিপক্ষে জিততে সতীর্থদের বিশেষ বার্তা দিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। রবিবারের ম্যাচে সতীর্থদের ‘সাহসী ও শান্ত’ থাকার পরামর্শ দিয়েছেন পাকিস্তানি তারকা।
ভারত-পাকিস্তানের যেকোনো ম্যাচ মানেই রুদ্ধশ্বাস লড়াই। এশিয়া কাপে দুই দলের মুখোমুখি প্রথম ম্যাচেও তেমন উত্তাপ ছড়িয়েছিল। সে ম্যাচে শেষ ওভারে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। এবার তাদের সামনে সুযোগ থাকছে ম্যাচ জয়ের। আগামীকাল দ্বিতীয়বারের মতো এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এ ম্যাচ নিয়ে নিজের পরিকল্পনা জানিয়ে দিয়েছেন রিজওয়ান।
দুই দলের রোমাঞ্চকর লড়াই দেখার জন্য শুধু নিজেদের সমর্থকরাই অপেক্ষায় থাকেন না, পুরো বিশ্ব অপেক্ষায় থাকে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য। এমন হেভিওয়েট ম্যাচের সময় নিজেদের কি করা উচিত তাই জানিয়েছেন রিজওয়ান। নিজের সতীর্থদের তিনি বলেছেন, ‘ভারতের বিপক্ষে খেলা সব সময়ই চাপের। শুধু এশিয়া নয়, পুরো বিশ্ব অপেক্ষায় থাকে এ ম্যাচের জন্য। ম্যাচের চাপ দুই দলের জন্য সমান। তবে ম্যাচের ফল আসবে যারা সাহসী ও শান্ত থাকতে পারবে। আমি সতীর্থদের বলছি, ভারত অথবা হংকং যার বিপক্ষে খেল না কেন এটা শুধু ব্যাট-বলের একটা খেলা। তাই নিজেদের সরল রাখ। হ্যাঁ, এটি একটি বড় ম্যাচ। আমাদের আত্মবিশ্বাস ভালো। শুধু কঠোর পরিশ্রম আমাদের হাতে আছে, ফলটা সৃষ্টিকর্তা দেবে।’
এশিয়া কাপে সমর্থকদের আশা পূর্ণ করতে চান রিজওয়ান। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে ও ফাইনালে যেতে হবে। আমাদের সমর্থকদের চাওয়া যেন আমরা সেরাটা দিতে পারি। এ সময় এটা দৃশ্যমানও যে, সতীর্থরা নিজেদের সেরাটাও দিচ্ছে।’
ভারত-পাকিস্তান যদি সুপার ফোরে সেরা দুইয়ে থাকতে পারে তাহলে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে দুই দলকে দেখা যাবে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বে ভারত ৭ বার ও পাকিস্তান ২ বার চ্যাম্পিয়ন হলেও একবারও মুখোমুখি হয়নি ফাইনালে।

ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছে পাকিস্তানের এশিয়া কাপ। আর গতকাল হংকংকে রেকর্ড ১৫৫ রানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছেন বাবর আজমরা। দলটির সুপার ফোরের ম্যাচ শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। প্রতিপক্ষদের বিপক্ষে জিততে সতীর্থদের বিশেষ বার্তা দিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। রবিবারের ম্যাচে সতীর্থদের ‘সাহসী ও শান্ত’ থাকার পরামর্শ দিয়েছেন পাকিস্তানি তারকা।
ভারত-পাকিস্তানের যেকোনো ম্যাচ মানেই রুদ্ধশ্বাস লড়াই। এশিয়া কাপে দুই দলের মুখোমুখি প্রথম ম্যাচেও তেমন উত্তাপ ছড়িয়েছিল। সে ম্যাচে শেষ ওভারে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। এবার তাদের সামনে সুযোগ থাকছে ম্যাচ জয়ের। আগামীকাল দ্বিতীয়বারের মতো এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এ ম্যাচ নিয়ে নিজের পরিকল্পনা জানিয়ে দিয়েছেন রিজওয়ান।
দুই দলের রোমাঞ্চকর লড়াই দেখার জন্য শুধু নিজেদের সমর্থকরাই অপেক্ষায় থাকেন না, পুরো বিশ্ব অপেক্ষায় থাকে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য। এমন হেভিওয়েট ম্যাচের সময় নিজেদের কি করা উচিত তাই জানিয়েছেন রিজওয়ান। নিজের সতীর্থদের তিনি বলেছেন, ‘ভারতের বিপক্ষে খেলা সব সময়ই চাপের। শুধু এশিয়া নয়, পুরো বিশ্ব অপেক্ষায় থাকে এ ম্যাচের জন্য। ম্যাচের চাপ দুই দলের জন্য সমান। তবে ম্যাচের ফল আসবে যারা সাহসী ও শান্ত থাকতে পারবে। আমি সতীর্থদের বলছি, ভারত অথবা হংকং যার বিপক্ষে খেল না কেন এটা শুধু ব্যাট-বলের একটা খেলা। তাই নিজেদের সরল রাখ। হ্যাঁ, এটি একটি বড় ম্যাচ। আমাদের আত্মবিশ্বাস ভালো। শুধু কঠোর পরিশ্রম আমাদের হাতে আছে, ফলটা সৃষ্টিকর্তা দেবে।’
এশিয়া কাপে সমর্থকদের আশা পূর্ণ করতে চান রিজওয়ান। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে ও ফাইনালে যেতে হবে। আমাদের সমর্থকদের চাওয়া যেন আমরা সেরাটা দিতে পারি। এ সময় এটা দৃশ্যমানও যে, সতীর্থরা নিজেদের সেরাটাও দিচ্ছে।’
ভারত-পাকিস্তান যদি সুপার ফোরে সেরা দুইয়ে থাকতে পারে তাহলে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে দুই দলকে দেখা যাবে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বে ভারত ৭ বার ও পাকিস্তান ২ বার চ্যাম্পিয়ন হলেও একবারও মুখোমুখি হয়নি ফাইনালে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৬ ঘণ্টা আগে