Ajker Patrika

বাংলাদেশের টি-টোয়েন্টির সামর্থ্য নিয়ে প্রশ্ন তুললেন নান্নু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের টি-টোয়েন্টির সামর্থ্য নিয়ে প্রশ্ন তুললেন নান্নু 

হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গত রাতে জিতে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই এড়িয়েছে বাংলাদেশ। যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ জিততেই পারত। নান্নুর মতে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের এখনো অনেক উন্নতির জায়গা রয়েছে। 
 
টি-টোয়েন্টি তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটে এবার প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ অবস্থান করছে ৯ নম্বরে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১৯ নম্বরে যুক্তরাষ্ট্র। একমাত্র টি-টোয়েন্টি সুলভ ব্যাটিংটা বাংলাদেশ করতে পেরেছে গত রাতে তৃতীয় ম্যাচে। যুক্তরাষ্ট্রের দেওয়া ১০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১.৪ ওভারে বাংলাদেশ করে ১০৮ রান। যেখানে প্রথম দুই ম্যাচেই জয়ের প্রবল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ জিততে পারেনি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু আজ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বেশ কিছু দুর্বলতা নিয়ে কথা বলেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক প্রধান নির্বাচক বলেন, ‘টি-টোয়েন্টির মানদণ্ডে আমরা কিন্তু অনেক পিছিয়ে। মানতে হবে এটা। আপনি দেখুন, বাইরের দেশে যে ফ্র্যাঞ্জাইজি লিগগুলো হয়, সেখানে আমাদের কয় জন খেলোয়াড় খেলে। আমাদের ঠিক নিচের সারির দল বা কাছাকাছি আফগানিস্তানেরও প্রায় ১১-১২ জন ক্রিকেটার অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে। তাদের অভিজ্ঞতা অনেক।’ 

২০২৪ আইপিএলে মোস্তাফিজুর রহমান ৯ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন এবার চেন্নাইয়ের জার্সিতেই। প্রথম পাওয়ার প্লেতে যেখানে সবাই রানের বন্যা বইয়ে দেয়, সেখানেই ফিজ ডট বল করেছেন প্রায় ৪৮ শতাংশ। হিউস্টনে গত রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০ রানে নেন ৬ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের এটাই সেরা বোলিং। নান্নুর মতে বাংলাদেশের আরও খেলোয়াড়কে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে হবে। বিসিবির সাবেক প্রধান নির্বাচক বলেন, ‘মোস্তাফিজ এবারের আইপিএলে যথেষ্ট ভালো খেলেছে এবং আমাদের আরও যদি ৩-৪ জন খেলোয়াড় গড়ে ৩-৪টা লিগ খেলে, এই সংস্করণে আমরাও শক্তিশালী হব। তারপরও এই সংস্করণ নিয়ে আগাম কিছু বলতে পারবেন না। কারণ একটা দেশের ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত