
পচেফস্ট্রুমে গতকাল ইতিহাস গড়ল ভারতীয় নারী ক্রিকেট দল। ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম মৌসুমের শিরোপা জিতল ভারত। শেফালি ভার্মার নেতৃত্বে নারী ক্রিকেটের ইতিহাসে ভারত পেল প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ। ইতিহাস গড়া শেফালিদের মোটা অঙ্কের পুরস্কারের ঘোষণা দিয়েছেন ভারতীয় বিসিসিআই সচিব জয় শাহ।
৬৯ রানের লক্ষ্যে ব্যাটিং করা ভারতের জিততে কোনো বেগ পেতে হয়নি। ভারতের এই ঐতিহাসিক শিরোপা জয়ে তুলির শেষ আঁচড় দেন সৌম্য তিওয়াড়ি। ১৪তম ওভারের শেষ বলে হান্নাহ বেকারকে পয়েন্টে ঠেলে তিওয়াড়ির দৌড়ের সঙ্গে উল্লাসে মেতে ওঠে পুরো ভারতীয় ডাগআউট। প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দল রীতিমতো প্রশংসায় ভাসছে। সামাজিকমাধ্যমে একের পর এক অভিনন্দনের বার্তা পাচ্ছেন শেফালিরা। মেয়েদের জন্য বিশাল অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করে জয় শাহ টুইট করেছেন, ‘ভারতে নারীদের ক্রিকেটের দারুণ উন্নতি হচ্ছে এবং বিশ্বকাপ জয়ে নারীদের ক্রিকেটকে অনেক ধাপ ওপরে উঠেছে। পুরো দল এবং সাপোর্টিং স্টাফদের জন্য ৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই বছরটা সত্যিকার অর্থেই মোড় ঘুরিয়ে দেওয়া বছর।’
জয় শাহ তো আছেনই। রোহিত শর্মা, বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, স্মৃতি মান্ধানারাও প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় মেয়েদের। রোহিত টুইট করেছেন, ‘বিশ্বকাপজয়ী মেয়েদের ক্রিকেট দলকে অসংখ্য অভিনন্দন। দেশ ও জাতিকে গর্বিত করায় ধন্যবাদ।’ নিজের টুইটার অ্যাকাউন্টে কোহলি লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় বিশেষ এক মুহূর্ত। শিরোপাজয়ী মেয়েদের অভিনন্দন।’
নারী ক্রিকেটের অগ্রগতির প্রশংসা ঝরেছে শচীনের কণ্ঠে। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির টুইট, ‘ভারতীয় নারী ক্রিকেট দারুণ এগিয়ে চলছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম মৌসুম জেতায় মেয়েদের ক্রিকেট দলকে অভিনন্দন।’ শেফালিদের জয় ভারতীয় নারী ক্রিকেটে অগ্রগতির প্রথম ধাপ হিসেবে দেখছেন স্মৃতি। ভারতীয় নারী এই বাঁহাতি ব্যাটার টুইট করেছেন, ‘প্রথম মৌসুম চ্যাম্পিয়ন হওয়া সত্যিকার অর্থেই বিশেষ কিছু। এটা তো সবে শুরু। এগিয়ে যাও।’

পচেফস্ট্রুমে গতকাল ইতিহাস গড়ল ভারতীয় নারী ক্রিকেট দল। ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম মৌসুমের শিরোপা জিতল ভারত। শেফালি ভার্মার নেতৃত্বে নারী ক্রিকেটের ইতিহাসে ভারত পেল প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ। ইতিহাস গড়া শেফালিদের মোটা অঙ্কের পুরস্কারের ঘোষণা দিয়েছেন ভারতীয় বিসিসিআই সচিব জয় শাহ।
৬৯ রানের লক্ষ্যে ব্যাটিং করা ভারতের জিততে কোনো বেগ পেতে হয়নি। ভারতের এই ঐতিহাসিক শিরোপা জয়ে তুলির শেষ আঁচড় দেন সৌম্য তিওয়াড়ি। ১৪তম ওভারের শেষ বলে হান্নাহ বেকারকে পয়েন্টে ঠেলে তিওয়াড়ির দৌড়ের সঙ্গে উল্লাসে মেতে ওঠে পুরো ভারতীয় ডাগআউট। প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দল রীতিমতো প্রশংসায় ভাসছে। সামাজিকমাধ্যমে একের পর এক অভিনন্দনের বার্তা পাচ্ছেন শেফালিরা। মেয়েদের জন্য বিশাল অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করে জয় শাহ টুইট করেছেন, ‘ভারতে নারীদের ক্রিকেটের দারুণ উন্নতি হচ্ছে এবং বিশ্বকাপ জয়ে নারীদের ক্রিকেটকে অনেক ধাপ ওপরে উঠেছে। পুরো দল এবং সাপোর্টিং স্টাফদের জন্য ৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই বছরটা সত্যিকার অর্থেই মোড় ঘুরিয়ে দেওয়া বছর।’
জয় শাহ তো আছেনই। রোহিত শর্মা, বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, স্মৃতি মান্ধানারাও প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় মেয়েদের। রোহিত টুইট করেছেন, ‘বিশ্বকাপজয়ী মেয়েদের ক্রিকেট দলকে অসংখ্য অভিনন্দন। দেশ ও জাতিকে গর্বিত করায় ধন্যবাদ।’ নিজের টুইটার অ্যাকাউন্টে কোহলি লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় বিশেষ এক মুহূর্ত। শিরোপাজয়ী মেয়েদের অভিনন্দন।’
নারী ক্রিকেটের অগ্রগতির প্রশংসা ঝরেছে শচীনের কণ্ঠে। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির টুইট, ‘ভারতীয় নারী ক্রিকেট দারুণ এগিয়ে চলছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম মৌসুম জেতায় মেয়েদের ক্রিকেট দলকে অভিনন্দন।’ শেফালিদের জয় ভারতীয় নারী ক্রিকেটে অগ্রগতির প্রথম ধাপ হিসেবে দেখছেন স্মৃতি। ভারতীয় নারী এই বাঁহাতি ব্যাটার টুইট করেছেন, ‘প্রথম মৌসুম চ্যাম্পিয়ন হওয়া সত্যিকার অর্থেই বিশেষ কিছু। এটা তো সবে শুরু। এগিয়ে যাও।’

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১১ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৬ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৭ ঘণ্টা আগে